Bhagyashree in Kolkata: কলকাতায় ভাগ্যশ্রী, নিজের গানের তালে র‍্যাম্পে হাঁটলেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-র নায়িকা

Last Updated:
Bhagyashree in Kolkata: কালো টপ-প্যান্টের উপর সোনালি জ্যাকেটে ঝলমলে ভাগ্যশ্রী। শনিবার রাত সাড়ে দশটা পর্যন্ত কলকাতার এই শো-এ উপস্থিত ছিলেন ৫৪ বছরের বলি তারকা।
1/5
কলকাতার রাজকুটিরে ফ্যাশন শো-এ উপস্থিত বলিউড তারকা ভাগ্যশ্রী। কেবল তা-ই নয়, দুই ডিজাইনারের জন্য শো-স্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটলেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-র অভিনেত্রী।
কলকাতার রাজকুটিরে ফ্যাশন শো-এ উপস্থিত বলিউড তারকা ভাগ্যশ্রী। কেবল তা-ই নয়, দুই ডিজাইনারের জন্য শো-স্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটলেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-র অভিনেত্রী।
advertisement
2/5
বন্দনা ওন গুপ্তা (মহিলাদের পোশাক) এবং পঙ্কজ কুমার (পুরুষদের পোশাক) তাঁদের বিয়ের পোশাক এবং গ্রীষ্মের পোশাকের ডালি সাজিয়েছিলেন এই অনুষ্ঠানে।
বন্দনা ওন গুপ্তা (মহিলাদের পোশাক) এবং পঙ্কজ কুমার (পুরুষদের পোশাক) তাঁদের বিয়ের পোশাক এবং গ্রীষ্মের পোশাকের ডালি সাজিয়েছিলেন এই অনুষ্ঠানে।
advertisement
3/5
কালো টপ-প্যান্টের উপর সোনালি জ্যাকেটে ঝলমলে ভাগ্যশ্রী। শনিবার রাত সাড়ে দশটা পর্যন্ত কলকাতার এই শো-এ উপস্থিত ছিলেন ৫৪ বছরের বলি তারকা।
কালো টপ-প্যান্টের উপর সোনালি জ্যাকেটে ঝলমলে ভাগ্যশ্রী। শনিবার রাত সাড়ে দশটা পর্যন্ত কলকাতার এই শো-এ উপস্থিত ছিলেন ৫৪ বছরের বলি তারকা।
advertisement
4/5
র‍্যাম্পে হেঁটে ছোট একটি বাচ্চার সঙ্গে নাচও করলেন ভাগ্যশ্রী। নেপথ্য বাজল তাঁরই ছবির জনপ্রিয় গান। সুপারহিট ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-র ‘দিল দিওয়ানা’র তালে তালে হাঁটলেন সকলে।
র‍্যাম্পে হেঁটে ছোট একটি বাচ্চার সঙ্গে নাচও করলেন ভাগ্যশ্রী। নেপথ্য বাজল তাঁরই ছবির জনপ্রিয় গান। সুপারহিট ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-র ‘দিল দিওয়ানা’র তালে তালে হাঁটলেন সকলে।
advertisement
5/5
বন্দনা-পঙ্কজ তাঁর মডেল হিসেবে পেশাগত মডেলদের বেছে না নিয়ে নিজের ক্রেতাদের দিয়েই এই র‍্যাম্পে হাঁটালেন। যার জেরে ডিজাইনারদের প্রশংসায় পঞ্চমুখ সকলে।
বন্দনা-পঙ্কজ তাঁর মডেল হিসেবে পেশাগত মডেলদের বেছে না নিয়ে নিজের ক্রেতাদের দিয়েই এই র‍্যাম্পে হাঁটালেন। যার জেরে ডিজাইনারদের প্রশংসায় পঞ্চমুখ সকলে।
advertisement
advertisement
advertisement