Bengali Serial TRP List: স্বস্তিকা দত্তের প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে টপকে এই সপ্তাহে টপ কোন বাংলা সিরিয়াল? রইল TRP চার্ট
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ এবার টিআরপি তালিকায় বিরাট চমক ৷
বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়াল জগতে টানটান উত্তেজনা৷ কে এগিয়ে, কে পিছিয়ে, এই দিনেই আসে সেই রিপোর্ট কার্ড৷ মেগা সিরিয়ালে কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ ৷ লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ এবার টিআরপি তালিকায় বিরাট চমক ৷ বেশ কয়েক সপ্তাহে অভিনেত্রী স্বস্তিকা দত্তের কামব্যাক সিরিয়াল প্রফেসর বিদ্যা ব্যানার্জি বাজিমাত করলেও এবার একটু বদল হল তালিকায়।
advertisement
advertisement
advertisement
প্রথম: পরশুরাম আজকের নায়ক (৭.৩)দ্বিতীয়: প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৭.১)তৃতীয়: পরিণীতা (৬.৯)চতুর্থ: রাঙামতি তীরন্দাজ (৬.৬)পঞ্চম: তারে ধরি ধরি মনে করি/ ও মোর দরদিয়া (৬.৫)ষষ্ঠ: চিরসখা (৬.১)সপ্তম: আমাদের দাদামণি (৫.৯)অষ্টম: জোয়ার ভাঁটা (৫.৮)নবম: লক্ষ্মী ঝাঁপি (৫.৭)দশম: চিরদিনই তুমি যে আমার/ বেশ করেছি প্রেম করেছি (৫.৬)
advertisement
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৭.৩ নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক ’ ৷ ৭.১ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি ’ ৷ ৬.৯ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা ’ । ৬.৬ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ ৷ ৬.৫ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ২টি ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি এবং ও মোর দরদিয়া’৷









