থ্রিলার ছবি "স্লেয়ার"-এ জুটিতে শুভঙ্কি ধর ও আরিয়ান ভৌমিক
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিয়ান ভৌমিক ও শুভঙ্কি ধর। রহস্যে, থ্রিলারের মোড়কে মুক্তি পাবে এই ছবি। ছবিতে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য ও অন্যান্যকে।
নতুন থ্রিলার ছবিতে জুটিতে শুভঙ্কি ধর ও আরিয়ান ভৌমিক। ছবির নাম "স্লেয়ার"। প্রকাশ্যে ছবির ফার্স্টলুক। এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক দ্বৈপ্যন এম। "স্লেয়ার" হল এমন একটি মনিস্তাত্ত্বিক থ্রিলার ছবি যা একজন ডাক্তারের উপর ভিত্তি করে তৈরি এবং কিভাবে তার জীবন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর কঠিন মোড় নেয়।
advertisement
advertisement
advertisement
advertisement