সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল বাঙালি নায়িকার স্নানের ছবি ! শোরগোল টলিউডে

Last Updated:
1/7
♦ অভিনয় জীবনের শুরুটা হয়েছিল বেশ কয়েকবছর আগে ৷ তখন ২০১৩ সাল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ অভিনয় জীবনের শুরুটা হয়েছিল বেশ কয়েকবছর আগে ৷ তখন ২০১৩ সাল ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/7
♦ প্রথম ছবিতেই অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ৷ ‘মিশর রহস্য’ ছবিতে অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন বাঙালি অভিনেত্রী ত্রিধা চোধুরী ৷  ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ প্রথম ছবিতেই অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ৷ ‘মিশর রহস্য’ ছবিতে অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন বাঙালি অভিনেত্রী ত্রিধা চোধুরী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/7
♦ এরপর থেকেই 'খাদ', 'ক্ষত'-এর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবিতে মুখ দেখিয়েছেন এই অভিনেত্রী ৷  ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এরপর থেকেই 'খাদ', 'ক্ষত'-এর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবিতে মুখ দেখিয়েছেন এই অভিনেত্রী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/7
 ♦ এরপর পাড়ি দিয়েছেন বলিউডে ৷ একের পর এক সিরিয়ালে কাজ করেছেন তিনি ৷ এর পাশাপাশি শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন ত্রিধা ৷ শত ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজের প্যাশন থেকে দূরে যাননি নায়িকা।  ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এরপর পাড়ি দিয়েছেন বলিউডে ৷ একের পর এক সিরিয়ালে কাজ করেছেন তিনি ৷ এর পাশাপাশি শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন ত্রিধা ৷ শত ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজের প্যাশন থেকে দূরে যাননি নায়িকা। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/7
♦ বছর চব্বিশের ত্রিধা ঘুরতে খুব ভালবাসেন। আজ বালি তো কাল কেরালা, আজ ইন্দোনেশিয়া তো কাল আগ্রা। দেশ-বিদেশ চষে ফেলতে তার জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, নিজের ট্র্যাভেল ডায়রি থেকে গুচ্ছ গুচ্ছ ছবি আর ভিডিও মাঝেমধ্যেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।  ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ বছর চব্বিশের ত্রিধা ঘুরতে খুব ভালবাসেন। আজ বালি তো কাল কেরালা, আজ ইন্দোনেশিয়া তো কাল আগ্রা। দেশ-বিদেশ চষে ফেলতে তার জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, নিজের ট্র্যাভেল ডায়রি থেকে গুচ্ছ গুচ্ছ ছবি আর ভিডিও মাঝেমধ্যেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/7
♦ ফের বাংলা ছবিতে অভিনয় করছেন ত্রিধা ৷ শোনা যাচ্ছে তাঁকে দেখা যাবে জিৎ-কোয়েল অভিনীত ছবি ‘শেষ থেকে শুরু’তেও ৷  ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ ফের বাংলা ছবিতে অভিনয় করছেন ত্রিধা ৷ শোনা যাচ্ছে তাঁকে দেখা যাবে জিৎ-কোয়েল অভিনীত ছবি ‘শেষ থেকে শুরু’তেও ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/7
♦ এ বার এক কাণ্ড ঘটালেন নায়িকা ৷ এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাথটবে শুয়ে স্নান করার ছবি পোস্ট করেন ত্রিধা ৷ যার ক্যাপশনে তিনি লেখেন, ‘‘খালেসি চায় সুগন্ধির সঙ্গে স্নান করতে ৷ প্রতিটা রবিবার রাজকুমারীর মতো অনুভব করি ৷ রবিবার কি একটা সপ্তাহের সেরা দিন নয়?’’  ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ এ বার এক কাণ্ড ঘটালেন নায়িকা ৷ এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাথটবে শুয়ে স্নান করার ছবি পোস্ট করেন ত্রিধা ৷ যার ক্যাপশনে তিনি লেখেন, ‘‘খালেসি চায় সুগন্ধির সঙ্গে স্নান করতে ৷ প্রতিটা রবিবার রাজকুমারীর মতো অনুভব করি ৷ রবিবার কি একটা সপ্তাহের সেরা দিন নয়?’’ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
advertisement
advertisement