Sreejita De wedding: হলদিয়ার কনে এবার জার্মানি পাড়ি, দু’বার বিয়ের ঘোষণা করলেন সৃজিতা দে, পাত্র কে!

Last Updated:
Sreejita De wedding: ১ জুলাই জার্মানিতেই বিয়ে হবে মূলত। অক্টোবর-নভেম্বর মাসে ভারতে এসে বাঙালি মতে বিয়ে করবেন। গোয়া বা কলকাতায়। কাল বা স্থান এখনও স্থির হয়নি।
1/6
বিয়ে করবেন সৃজিতা দে। মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী দু’বার গাঁটছড়া বাঁধার জন্য প্রস্তুত। ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়েই ঘোষণা করলেন দেশে বাঙালি মতে এবং জার্মানিতে গিয়ে আরও একবার বিয়ে করবেন প্রেমিকের সঙ্গে।
বিয়ে করবেন সৃজিতা দে। মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী দু’বার গাঁটছড়া বাঁধার জন্য প্রস্তুত। ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়েই ঘোষণা করলেন দেশে বাঙালি মতে এবং জার্মানিতে গিয়ে আরও একবার বিয়ে করবেন প্রেমিকের সঙ্গে।
advertisement
2/6
জার্মান পাত্র মাইকেল ব্লোম পেপের সঙ্গে প্রেম বহু বছরের। ১ জুলাই জার্মানিতেই বিয়ে হবে মূলত। অক্টোবর-নভেম্বর মাসে ভারতে এসে বাঙালি মতে বিয়ে করবেন। গোয়া বা কলকাতায়। কাল বা স্থান এখনও স্থির হয়নি।
জার্মান পাত্র মাইকেল ব্লোম পেপের সঙ্গে প্রেম বহু বছরের। ১ জুলাই জার্মানিতেই বিয়ে হবে মূলত। অক্টোবর-নভেম্বর মাসে ভারতে এসে বাঙালি মতে বিয়ে করবেন। গোয়া বা কলকাতায়। কাল বা স্থান এখনও স্থির হয়নি।
advertisement
3/6
প্যারিসের আইফেল টাওয়ারের সামনে হাঁটু মুড়ে বসে বাঙালি কনেকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মাইকেল। ২০২১ সালের জানুয়ারি মাসের ঘটনা। ৩৩ বছরের মাইকেলের প্রস্তাবে তখনই রাজি হয়ে যান ৩৩ বছরের সৃজিতা। এই বছর সুদূর জার্মানিতেই আসর বসবে বিয়ের।
প্যারিসের আইফেল টাওয়ারের সামনে হাঁটু মুড়ে বসে বাঙালি কনেকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মাইকেল। ২০২১ সালের জানুয়ারি মাসের ঘটনা। ৩৩ বছরের মাইকেলের প্রস্তাবে তখনই রাজি হয়ে যান ৩৩ বছরের সৃজিতা। এই বছর সুদূর জার্মানিতেই আসর বসবে বিয়ের।
advertisement
4/6
২০১৯ সালের জানুয়ারি মাসে আলাপ এবং প্রেম। সৃজিতা এক সংবাদমাধ্যমে জানালেন, ‘‘মনে আছে প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে মাইকেল আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কেউ কাউকে কোনও উপহার দেব না। কিন্তু তাও একটি টুপি দিয়েছিলাম ওকে। তার পর আমরা ডিনারে গিয়েছিলাম। সে দিনই প্রথম মাইকেল ওর দিদিকে আমার কথা জানায়।’’
২০১৯ সালের জানুয়ারি মাসে আলাপ এবং প্রেম। সৃজিতা এক সংবাদমাধ্যমে জানালেন, ‘‘মনে আছে প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে মাইকেল আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কেউ কাউকে কোনও উপহার দেব না। কিন্তু তাও একটি টুপি দিয়েছিলাম ওকে। তার পর আমরা ডিনারে গিয়েছিলাম। সে দিনই প্রথম মাইকেল ওর দিদিকে আমার কথা জানায়।’’
advertisement
5/6
‘নজর’ ধারাবাহিকের অভিনেত্রীর পরিবার যে বহুদিন আগেই মাইকেলকে তাঁেদর পরিবারের অঙ্গ করে নিয়েছে, তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় ভর্তি। যে কোনও উৎসবে মেয়ে সৃজিতা ও মা লিপি দে মাইকেলের সঙ্গে পুরো পরিবারের ছবি পোস্ট করেন।
‘নজর’ ধারাবাহিকের অভিনেত্রীর পরিবার যে বহুদিন আগেই মাইকেলকে তাঁেদর পরিবারের অঙ্গ করে নিয়েছে, তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় ভর্তি। যে কোনও উৎসবে মেয়ে সৃজিতা ও মা লিপি দে মাইকেলের সঙ্গে পুরো পরিবারের ছবি পোস্ট করেন।
advertisement
6/6
মাইকেল পেশায় একজন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। অন্যদিকে সৃজিতা বাংলার হলদিয়ায় বড় হয়েছেন। হিন্দি টেলিভিশনে তাঁর প্রথম কাজ ‘কসৌটি জিন্দেগি কে’-তে। তার পর একে একে ‘উত্তরণ’, ‘করম আপনা আপনা’, ‘অন্নু কি হো গেয়ি ওয়াহ ভাই ওয়াহ’-তে অভিনয় করেছেন তিনি।
মাইকেল পেশায় একজন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। অন্যদিকে সৃজিতা বাংলার হলদিয়ায় বড় হয়েছেন। হিন্দি টেলিভিশনে তাঁর প্রথম কাজ ‘কসৌটি জিন্দেগি কে’-তে। তার পর একে একে ‘উত্তরণ’, ‘করম আপনা আপনা’, ‘অন্নু কি হো গেয়ি ওয়াহ ভাই ওয়াহ’-তে অভিনয় করেছেন তিনি।
advertisement
advertisement
advertisement