Koushani Viral Photos: সদ্যোজাত কোলে কৌশানী, কে 'এই' একরত্তি? নারীদিবসেই বিরাট প্রাপ্তি নায়িকার...!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Koushani Viral Photos: কৌশানীর কোলে সদ্যোজাতকে দেখেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এটি কার সন্তান, তা জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তবে তিনিও পুরো বিষয়টি খোলসা করেছেন৷
advertisement
advertisement
advertisement
ছবিতে দেখা যাচ্ছে, কালো ও সাদা স্ট্রাইপের একটি পোশাক পরে একদৃষ্টিতে বাচ্চাটির দিকে তাকিয়ে রয়েছেন৷ মাল্টিকালারের জামা পড়ে রয়েছে একরত্তি৷ ক্যাপশনে কৌশানি লেখেন- এই নারীদিবসে আমি কিছু বলতে চাই, এটাই জানাতে চাই যে, মাসি হতে পাওয়ার এই সৌভাগ্য করে দেওয়ার জন্য ধন্যবাদ৷ নিজের সন্তানের মতো আমি সিম্বাকে সারাজীবন ভালবেসে যাব৷ মুহূর্তে এই পোস্ট ভাইরাল হয়েছে৷
advertisement