Koel Mallick: 'কাবীর এ বার বড় দাদা!' ফের মা-বাবা হচ্ছেন কোয়েল-নিসপাল! কবে আসছে খুদে? শুরু কাউন্টডাউন...

Last Updated:
Koel Mallick: শুভশ্রীর পর এবার কোয়েল মল্লিক। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। নিজের সোশ‍্যাল মিডিয়া সেই খবর ভাগ করে নিলেন কোয়েল(actress koel) স্বয়ং।
1/5
 শুভশ্রীর পর এবার কোয়েল মল্লিক। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। নিজের সোশ‍্যাল মিডিয়া সেই খবর ভাগ করে নিলেন কোয়েল স্বয়ং।
শুভশ্রীর পর এবার কোয়েল মল্লিক। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। নিজের সোশ‍্যাল মিডিয়া সেই খবর ভাগ করে নিলেন কোয়েল স্বয়ং।
advertisement
2/5
সোশ্যাল মিডিয়ায় ছেলে কবীর, স্বামী নিসপাল রানের সঙ্গে ডিস্তাডোম কোচে বসা একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বাড়ছে। কবীর শীঘ্রই বড় ভাই হয়ে উঠবে। আপনাদের ভালবাসা ও আশীর্বাদ একান্ত প্রয়োজনীয়।’
সোশ্যাল মিডিয়ায় ছেলে কবীর, স্বামী নিসপাল রানের সঙ্গে ডিস্তাডোম কোচে বসা একটি ছবি শেয়ার করে লিখলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বাড়ছে। কবীর শীঘ্রই বড় ভাই হয়ে উঠবে। আপনাদের ভালবাসা ও আশীর্বাদ একান্ত প্রয়োজনীয়।’
advertisement
3/5
২০২০ সালে, লোকডাউনের মাঝে কোয়েল এবং প্রযোজক নিসপাল সিং রানে প্রথমবার সন্তানের মা-বাবা হন। তাঁদের ঘর আলো করে আসে পুত্রসন্তান। নাম রাখেন কবীর।
২০২০ সালে, লোকডাউনের মাঝে কোয়েল এবং প্রযোজক নিসপাল সিং রানে প্রথমবার সন্তানের মা-বাবা হন। তাঁদের ঘর আলো করে আসে পুত্রসন্তান। নাম রাখেন কবীর।
advertisement
4/5
২০১৩ সালে সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কোয়েল। লাইমলাইট থেকে দূরেই থাকতে পচ্ছন্দ করেন কোয়েল-নিসপাল।
২০১৩ সালে সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কোয়েল। লাইমলাইট থেকে দূরেই থাকতে পচ্ছন্দ করেন কোয়েল-নিসপাল।
advertisement
5/5
পুজোর আর হাতে গোনা দিন বাকি। আর এবার ১০০ বছরে পা রাখছে মল্লিক বাড়ির দুর্গাপুজো৷ তার আগেই খুশির খবর দিলেন অভিনেত্রী। খুশির বন‍্যা মল্লিক এবং রানে পরিবারে।
পুজোর আর হাতে গোনা দিন বাকি। আর এবার ১০০ বছরে পা রাখছে মল্লিক বাড়ির দুর্গাপুজো৷ তার আগেই খুশির খবর দিলেন অভিনেত্রী। খুশির বন‍্যা মল্লিক এবং রানে পরিবারে।
advertisement
advertisement
advertisement