লতা মঙ্গেশকেরর পাশের এই ছোট্ট শিশুটি কে বলুন তো? আজ নেই তিনিও...
- Published by:Rachana Majumder
Last Updated:
মাত্র ১১ বছরে প্রথম গানে সুর, গিনেস রেকর্ডে নাম! বাপ্পি লাহিড়ির জীবনের পরতে পরতেও ছিল ওঠাপড়ার নানা ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
মাত্র ১১ বছর বয়সে নাকি প্রথম গানের (Bappi Lahiri Death) সুর দিয়েছিলেন তিনি। অসম্ভব দ্রুতগতিতে সব কিছু ধরে নেওয়ার ক্ষমতা তাঁর। বাংলা ছবি দাদুতে ১৯৭২ সালে সুর দেন। কিন্তু মন টেঁকেনি শহরে। মায়ানগরীর হাতছানি দিচ্ছিল তাঁকে (Bappi Lahiri Passes Away)। ছেলের কারণে, বাবা-মাও চলে গিয়েছিলেন বম্বেতে। ছবিতে স্ত্রীর সঙ্গে বাপি৷
advertisement
কিশোর কুমারের গলায় জালতা হ্যায় জিয়া মেরে অথবা লতার গলায় বাপ্পির সুরে আভি আভি থি দুশমানি... আজও অমলিন সেই সুর। ১৯৭৫-এ বাপ্পির (Bappi Lahiri Passes Away) হিট হিসেবে প্রথম বড় ছবি কিন্তু জাখমিকেই বলা যায়। ওই ছবিরও প্রযোজক ছিলেন তাহির হুসেন। ছবিতে অভিনয় করেছিলেন সুনীল দত্ত, আশা পারেখ, রাকেশ রোশন, রীনা রায় সহ অনেকে। পরিচালনায় ছিলেন রাজা ঠাকুর। ছবিতে কিশোর-আশার সঙ্গে বাপি লাহিড়ী৷
advertisement
অমিতাভ বচ্চনের সঙ্গে মজার মুহূর্তে বাপি লাহিড়ী৷ কালো চশমা আর গলায় বেশ কয়েক ভরি সোনার চেন, কেন সবসময় সোনার হার পরে থাকেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Passes Away)? এ প্রশ্ন বহুজনের। উত্তর দিয়েছিলেন তিনি নিজেই। বলেছিলেন, প্রথম সোনার চেন উপহার দিয়েছিলেন মা, এর পর স্ত্রী তাঁকে গণেশের লকেট দেওয়া এক চেন উপহার দেন। তিনি মনে করেন, সোনা তাঁর জন্য বেশ লাকি। আর সে কারণেই সোনা পরে থাকার সিদ্ধান্ত তাঁর।
advertisement