Actor: বাঁকুড়ার 'এই' ছেলে দাঁপিয়ে বেড়াচ্ছেন বলিউডে, অমিতাভ-আমির-অক্ষয় সকলেরই প্রিয় তিনি, চেনেন বাংলার অভিনেতাকে?
- Reported by:Nilanjan Banerjee
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Actor: বাঁকুড়া থেকে বলিউড! তালাশে আমির খান থেকে ভূতনাথ রিটার্নসে অমিতাভ বচ্চন, ভারতীয় সিনেমার কিংবদন্তিদের সঙ্গে কাজ করেছেন তিনি। বর্তমানে সমরেশ বসুর 'প্রজাপতি' তে মুখ্য চরিত্রে অভিনয় করে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।
বাঁকুড়া থেকে বলিউড! তালাশে আমির খান থেকে ভূতনাথ রিটার্নসে অমিতাভ বচ্চন, ভারতীয় সিনেমার কিংবদন্তিদের সঙ্গে কাজ করেছেন তিনি। বর্তমানে সমরেশ বসুর 'প্রজাপতি' তে মুখ্য চরিত্রে অভিনয় করে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। কথাটা শুনে যতটা অবিশ্বাস্য লাগছে ঠিক ততটাই অনুপ্রেরণার এক গল্পগাথা। বাঁকুড়ার ভূমিপুত্র সুব্রত দত্ত এই অসম্ভব কাজটা করে দেখিয়েছেন।( ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement
ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করার পর চার্লস ওয়ালেস ট্রাস্ট, নয়াদিল্লি থেকে একটি বৃত্তি পান এবং লন্ডনের সেন্ট্রাল স্কুল অফ স্পিচ অ্যান্ড ড্রামাতে যোগ দেন। একজন থিয়েটার শিল্পী হিসেবে তাঁর অভিনয় জীবনের শুরু এবং চলচ্চিত্রে যোগদানের আগে ৩৫টি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। (ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement









