Sariful Razz-Tanjin Tisha: ব্যক্তিগত ভিডিও নিয়ে বিস্ফোরক তিশা, কাঠগড়ায় তুললেন পরীমণির স্বামী রাজকে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Sariful Razz-Tanjin Tisha: রাজের প্রোফাইল থেকে তিশারও একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে লিফটের মধ্যে কোনও এক ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলতে শোনা যায় তাঁকে।
advertisement
যাঁদের ঘিরে এই বিতর্ক, তাঁদের মধ্যে অন্যতম বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।রাজের প্রোফাইল থেকে তাঁরও একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে লিফটের মধ্যে কোনও এক ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলতে শোনা যায় তাঁকে। তিশা কার সঙ্গে কথা বলছিলেন, তা যদিও সামনে আসেনি। তবে অনেকেই দাবি করেন, সেই সময় নাকি মত্ত অবস্থায় ছিলেন তিশা। ভিডিওয় অভিনেত্রীর 'অসংলগ্ন' কথাবাার্তাই নাকি তার প্রমাণ।
advertisement
যাবতীয় বিতর্ক নিয়ে এ বার নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিশা। আপাতত তিনি আমেরিকায়। বাংলাদেশের সঙ্গে সময়ের ব্যবধানের কারণে এই বিতর্কের কথা জানতে তাঁর খানিক দেরি হলেও নিজের বক্তব্য রাখতে পিছপা হননি তিশা। অভিনেত্রী জানিয়েছেন, সেই ভিডিওতে তাঁকে ছাড়া আর কাউকে দেখা যায়নি। সুতরাং সেটিকে আপত্তিকর বা গোপন ভিডিও বলা চলে না।
advertisement
advertisement
নিন্দকেরা বলছেন, রাজের প্রোফাইল থেকে তাঁর অজান্তে এই ভিডিও পোস্ট করেছেন অভিনেতার স্ত্রী পরীমণি। এই বিতর্কে জড়িয়ে পড়া আরও এক অভিনেত্রী সুনেহরা বিনতে কামালও নাম না করে পরীকেই কাঠগড়ায় তুলেছেন। ব্যতিক্রম নন তিশাও। অভিনেত্রী জানান, যে বা যাঁরা এই ঘটনার নেপথ্যে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন তিনি।
advertisement
রাজকে কাঠগড়ায় তুলেছেন তিশা। রাজের প্রোফাইল থেকেই পোস্ট হয়েছিল বিতর্কিত ভিডিওগুলি। সেগুলি সরিয়ে দেওয়ার পর রাজ ক্ষমা চাইলেও তাঁর দায়বদ্ধতা কি সেখানেই শেষ? প্রশ্ন তুলেছেন তিশা। কেন রাজ কোনও আইনি পদক্ষেপ করছেন না, কেনই বা এই ঘটনার নেপথ্যে থাকা মানুষগুলিকে খুঁজে বার করছেন না, এমন একাধিক প্রশ্ন তাঁর দিকে ছুড়ে দিয়েছেন তিশা।