Porimoni: হঠাৎ অসুস্থ ছেলে! হাসপাতালে ছুট পরীমণির, ইদে স্ত্রী-পুত্রকে ফেলে মলদ্বীপ সফরে রাজ, কী হল রাজ্যর

Last Updated:
Porimoni: ইদের ছুটি কাটাতে হঠাৎ স্ত্রী ও সন্তানকে ফেলে রেখেই মলদ্বীপ সফরে রওনা হয়েছেন শরিফুল। এমনই সময়ে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে পরী লিখলেন, ‘রাজ্য অসুস্থ’।
1/7
হঠাৎ অসুস্থ বাংলাদেশের জনপ্রিয় দম্পতি পরীমণি ও শরিফুল রাজের ছেলে রাজ্য। ১০ মাসের ছোট্ট ছেলেকে কোলে নিয়ে হাসপাতালে ছুটলেন একা মা। পাশে নেই স্বামী।
হঠাৎ অসুস্থ বাংলাদেশের জনপ্রিয় দম্পতি পরীমণি ও শরিফুল রাজের ছেলে রাজ্য। ১০ মাসের ছোট্ট ছেলেকে কোলে নিয়ে হাসপাতালে ছুটলেন একা মা। পাশে নেই স্বামী।
advertisement
2/7
ইদের ছুটি কাটাতে হঠাৎ স্ত্রী ও সন্তানকে ফেলে রেখেই মলদ্বীপ সফরে রওনা হয়েছেন শরিফুল। এমনই সময়ে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে পরী লিখলেন, ‘রাজ্য অসুস্থ’।
ইদের ছুটি কাটাতে হঠাৎ স্ত্রী ও সন্তানকে ফেলে রেখেই মলদ্বীপ সফরে রওনা হয়েছেন শরিফুল। এমনই সময়ে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে পরী লিখলেন, ‘রাজ্য অসুস্থ’।
advertisement
3/7
সেলফিতে দেখা যাচ্ছে, মায়ের কাঁধে এলিয়ে পড়েছে একরত্তি। পরীর মুখে মাস্ক। পিছনের বিল্ডিং দেখে বোঝা যাচ্ছে, হাসপাতাল। কিন্তু কী হয়েছে ছেলের? তা জানাননি নায়িকা।
সেলফিতে দেখা যাচ্ছে, মায়ের কাঁধে এলিয়ে পড়েছে একরত্তি। পরীর মুখে মাস্ক। পিছনের বিল্ডিং দেখে বোঝা যাচ্ছে, হাসপাতাল। কিন্তু কী হয়েছে ছেলের? তা জানাননি নায়িকা।
advertisement
4/7
বাংলাদেশের সংবাদমাধ্যমকে রাজ আগেই বলেছেন, ‘‘মলদ্বীপ আসার পরিকল্পনা আগে থেকেই করা ছিল৷ তাই ইদের আগের দিন বনানীতে ছেলের সঙ্গে দেখা করি৷’’
বাংলাদেশের সংবাদমাধ্যমকে রাজ আগেই বলেছেন, ‘‘মলদ্বীপ আসার পরিকল্পনা আগে থেকেই করা ছিল৷ তাই ইদের আগের দিন বনানীতে ছেলের সঙ্গে দেখা করি৷’’
advertisement
5/7
‘‘রাজ্যকে নিয়ে পরী কেনাকাটা করতে বেরিয়েছিল, সেখানেই দেখা করি৷ তবে ইদের দিন দেখা বা কথা কোনওটাই হয়নি৷’’
‘‘রাজ্যকে নিয়ে পরী কেনাকাটা করতে বেরিয়েছিল, সেখানেই দেখা করি৷ তবে ইদের দিন দেখা বা কথা কোনওটাই হয়নি৷’’
advertisement
6/7
রাজের মলদ্বীপ যাওয়ার কথা শুনেই মুখ খুলেছেন পরীমণি৷ তিনি জানিয়েছেন, ‘‘ও তো যা খুশি করছে৷ নিজের মতোই সবটা করছে৷ এ সবে আমার কী৷’’ ছেলেকে নিয়ে একাই ইদ পালন করেছেন ওপার বাংলার নায়িকা৷
রাজের মলদ্বীপ যাওয়ার কথা শুনেই মুখ খুলেছেন পরীমণি৷ তিনি জানিয়েছেন, ‘‘ও তো যা খুশি করছে৷ নিজের মতোই সবটা করছে৷ এ সবে আমার কী৷’’ ছেলেকে নিয়ে একাই ইদ পালন করেছেন ওপার বাংলার নায়িকা৷
advertisement
7/7
তারই মাঝে হঠাৎ জানা গেল, ছেলে অসুস্থ। ভক্তরা পোস্টে মন্তব্য করে ছেলের দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাজের সঙ্গে যে পরীর ছাদ পুরোপুরি আলাদা, সে কথা স্পষ্ট। তবে ছেলের জন্য মাঝেমধ্যে দেখা করেন দম্পতি।
তারই মাঝে হঠাৎ জানা গেল, ছেলে অসুস্থ। ভক্তরা পোস্টে মন্তব্য করে ছেলের দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাজের সঙ্গে যে পরীর ছাদ পুরোপুরি আলাদা, সে কথা স্পষ্ট। তবে ছেলের জন্য মাঝেমধ্যে দেখা করেন দম্পতি।
advertisement
advertisement
advertisement