Ziaul Faruq Apurba: অজস্র চরিত্র করেও ঘোচেনি 'রোম্যান্টিক হিরো' তকমা! কেমন লাগে অপূর্বর, ফাঁস করলেন

Last Updated:
Ziaul Faruq Apurba: প্রায় ১৭ বছরের দীর্ঘ কেরিয়ারে একাধিক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। নিজেকে ভেঙে গড়েছেন বারবার। তবু যেন পর্দায় তাঁর প্রেমিক সত্তাই বারবার জোরাল হয়ে ওঠে। একটি নির্দিষ্ট ছকে আটকে পড়ার আফসোস আছে কি তাঁর?
1/5
জিয়াউল ফারুক অপূর্ব। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা। কেরিয়ারের শুরু থেকেই 'রোম্যান্টিক হিরো'-র তকমা তাঁর দখলে।
জিয়াউল ফারুক অপূর্ব। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা। কেরিয়ারের শুরু থেকেই 'রোম্যান্টিক হিরো'-র তকমা তাঁর দখলে।
advertisement
2/5
প্রায় ১৭ বছরের দীর্ঘ কেরিয়ারে একাধিক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। নিজেকে ভেঙে গড়েছেন বারবার। তবু যেন পর্দায় তাঁর প্রেমিক সত্তাই বারবার জোরাল হয়ে ওঠে। একটি নির্দিষ্ট ছকে আটকে পড়ার আফসোস আছে কি তাঁর?
প্রায় ১৭ বছরের দীর্ঘ কেরিয়ারে একাধিক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। নিজেকে ভেঙে গড়েছেন বারবার। তবু যেন পর্দায় তাঁর প্রেমিক সত্তাই বারবার জোরাল হয়ে ওঠে। একটি নির্দিষ্ট ছকে আটকে পড়ার আফসোস আছে কি তাঁর?
advertisement
3/5
নিউজ18 বাংলাকে এক সাক্ষাৎকারে অপূর্ব বলেন, "আমার কাছে এটা আশীর্বাদের মতো। কোনও জিনিসে স্পেশালিস্ট হওয়াটা আমার কাছে খুব বিশেষ বলে মনে হয়। খুব সৌভাগ্যদের কপালেই কোনও একটা নির্দিষ্ট ইমেজের তকমা জোটে। আমি তাঁদের মধ্যে একজন।"
নিউজ18 বাংলাকে এক সাক্ষাৎকারে অপূর্ব বলেন, "আমার কাছে এটা আশীর্বাদের মতো। কোনও জিনিসে স্পেশালিস্ট হওয়াটা আমার কাছে খুব বিশেষ বলে মনে হয়। খুব সৌভাগ্যদের কপালেই কোনও একটা নির্দিষ্ট ইমেজের তকমা জোটে। আমি তাঁদের মধ্যে একজন।"
advertisement
4/5
অপূ্র্ব আরও বলেন, "ইমেজ গড়ে দেয় দর্শক। দর্শকরা আমাকে রোম্যান্টিক হিরো হিসেবে  দেখেন। এটা আমার কাছে বড় প্রাপ্তি।"
অপূ্র্ব আরও বলেন, "ইমেজ গড়ে দেয় দর্শক। দর্শকরা আমাকে রোম্যান্টিক হিরো হিসেবে দেখেন। এটা আমার কাছে বড় প্রাপ্তি।"
advertisement
5/5
কলকাতায় প্রথম কাজ করছেন অপূর্ব। প্রতিম ডি গুপ্তর 'চালচিত্র' ছবিতে দেখা যাবে তাঁকে।অপূর্বকে নতুন করে পর্দায় দেখার অপেক্ষা করছেন দর্শক।
কলকাতায় প্রথম কাজ করছেন অপূর্ব। প্রতিম ডি গুপ্তর 'চালচিত্র' ছবিতে দেখা যাবে তাঁকে।অপূর্বকে নতুন করে পর্দায় দেখার অপেক্ষা করছেন দর্শক।
advertisement
advertisement
advertisement