Bangla serial TRP : 'মিঠাই', 'উমা', 'খুকুমণি'র মধ্যে জোর লড়াই! টিআরপি যুদ্ধে কে এগোলো, কে পিছলো

Last Updated:
Bangla serial TRP : প্রতি সপ্তাহে টিআরপি যুদ্ধে প্রথম স্থানে জায়গা করে নেয় মিঠাই। জি বাংলার এই ধারাবাহিক পাকাপাকি ভাবে বাঙালি দর্শকের ড্রয়িং রুমে জায়গা করে নিয়েছে।
1/6
প্রতি সপ্তাহে টিআরপি যুদ্ধে প্রথম স্থানে জায়গা করে নেয় মিঠাই। জি বাংলার এই ধারাবাহিক পাকাপাকি ভাবে বাঙালি দর্শকের ড্রয়িং রুমে জায়গা করে নিয়েছে। এক নম্বরে থাকলেও এই সপ্তাহে একটু কমল রেটিং পয়েন্ট। এই সপ্তাহে মিঠাই এর রেটিং পয়েন্ট ১০.৪।
প্রতি সপ্তাহে টিআরপি যুদ্ধে প্রথম স্থানে জায়গা করে নেয় মিঠাই। জি বাংলার এই ধারাবাহিক পাকাপাকি ভাবে বাঙালি দর্শকের ড্রয়িং রুমে জায়গা করে নিয়েছে। এক নম্বরে থাকলেও এই সপ্তাহে একটু কমল রেটিং পয়েন্ট। এই সপ্তাহে মিঠাই এর রেটিং পয়েন্ট ১০.৪।
advertisement
2/6
মিঠাই-কে প্রায় ছুঁয়ে ফেলেছে অন্য দুটি ধারাবাহিক। সামান্য পার্থক্যের জন্য এই দুই ধারাবাহিক দুই নম্বরে রয়েছে। স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারি ও জি বাংলার উমা-র রেটিং পয়েন্ট ১০.২।
মিঠাই-কে প্রায় ছুঁয়ে ফেলেছে অন্য দুটি ধারাবাহিক। সামান্য পার্থক্যের জন্য এই দুই ধারাবাহিক দুই নম্বরে রয়েছে। স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারি ও জি বাংলার উমা-র রেটিং পয়েন্ট ১০.২।
advertisement
3/6
তিন নম্বরে রয়েছে জি বাংলার যমুনা ঢাকি যার রেটিং পয়েন্ট ৯.১। এর পরেই চার নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ধুলোকণা যার রেটিং পয়েন্ট ৮.৭।
তিন নম্বরে রয়েছে জি বাংলার যমুনা ঢাকি যার রেটিং পয়েন্ট ৯.১। এর পরেই চার নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ধুলোকণা যার রেটিং পয়েন্ট ৮.৭।
advertisement
4/6
পাঁচ নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক মন ফাগুন। এর রেটিং পয়েন্ট ৮.৬। এর পরে ছয় নম্বরে রয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক গাঁটছড়া। এর রেটিং পয়েন্ট ৮.২।
পাঁচ নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক মন ফাগুন। এর রেটিং পয়েন্ট ৮.৬। এর পরে ছয় নম্বরে রয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক গাঁটছড়া। এর রেটিং পয়েন্ট ৮.২।
advertisement
5/6
সাত নম্বরে রয়েছে দুটি ধারাবাহিক- স্টার জলসার খেলাঘর ও জি বাংলার অপরাজিতা অপু। দুটিরই রেটিং পয়েন্ট ৮.১। আট নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক আয় তবে সহচরী। এক রেটিং পয়েন্ট ৮।
সাত নম্বরে রয়েছে দুটি ধারাবাহিক- স্টার জলসার খেলাঘর ও জি বাংলার অপরাজিতা অপু। দুটিরই রেটিং পয়েন্ট ৮.১। আট নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক আয় তবে সহচরী। এক রেটিং পয়েন্ট ৮।
advertisement
6/6
নয় নম্বরে জি বাংলার করুণাময়ী রাণী রাসমণী। রেটিং পয়েন্ট ৭.৩। তার পরেই অর্থাৎ দশ নম্বরে সর্বজয়া যার রেটিং পয়েন্ট ৭.১।
নয় নম্বরে জি বাংলার করুণাময়ী রাণী রাসমণী। রেটিং পয়েন্ট ৭.৩। তার পরেই অর্থাৎ দশ নম্বরে সর্বজয়া যার রেটিং পয়েন্ট ৭.১।
advertisement
advertisement
advertisement