বাংলা ধারাবাহিকের মধ্যে সবার উপরে এখন গাঁটছড়া। মিঠাইকে সরিয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। তবে এই সপ্তাহে ফের দুই ধারাবাহিকের মধ্যে হল হাড্ডাহাড্ডি লড়াই।
2/ 5
এক নম্বরে স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়া। রেটিং পয়েন্ট ৯.৯। ফের অনেকটা এগিয়ে এল জি বাংলার মিঠাই। ৯.৩ রেটিং পয়েন্ট নিয়ে এটি টিআরপি তালিকায় দুই নম্বরে।
3/ 5
তিন নম্বরে রয়েছে আলতা ফড়িং যার রেটিং পয়েন্ট ৮.৭। এর পরেই চার নম্বরে স্টার জলসার মন ফাগুন। রেটিং পয়েন্ট ৮.৫।
4/ 5
সাত নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাগিক উমা। এর রেটিং পয়েন্ট ৮.১। এর পরেই আট নম্বরে ধুলোকণা। এর রেটিং পয়েন্ট ৭.৮।
5/ 5
নয় নম্বরে রয়েছে জি বাংলার গৌরী এলো। এর রেটিং পয়েন্ট ৭.৭। দশ নম্বরে রয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার যার রেটিং পয়েন্ট ৬.৯।