ফ্লপ কেরিয়ারের কারণে ছেড়েছিলেন অভিনয়, তবে আর রুপোলি দুনিয়ায় ফিরতে চান না এই সুন্দরী অভিনেত্রী; মন ভাঙল ভক্তদের

Last Updated:
Ayesha Takia Changed Her Religion: অভিনয় করেছেন ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’, ‘ওয়ান্টেড’, ‘পাঠশালা’, ‘মোড়’, ‘ইয়ে দিল মাঙ্গে মোর’, ‘ক্যাশ’, ‘শাদি সে পেহলে’, ‘শাদি নম্বর ওয়ান’ এবং ‘সানডে’-র মতো একাধিক ছবিতে।
1/6
এক সময়ের দুর্দান্ত অভিনেত্রী ছিলেন তিনি। নিজের নিষ্পাপ সৌন্দর্যের জাদু ছড়িয়ে দিয়েছিলেন ভক্তদের মনে। অভিনয় করেছেন ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’, ‘ওয়ান্টেড’, ‘পাঠশালা’, ‘মোড়’, ‘ইয়ে দিল মাঙ্গে মোর’, ‘ক্যাশ’, ‘শাদি সে পেহলে’, ‘শাদি নম্বর ওয়ান’ এবং ‘সানডে’-র মতো একাধিক ছবিতে।
এক সময়ের দুর্দান্ত অভিনেত্রী ছিলেন তিনি। নিজের নিষ্পাপ সৌন্দর্যের জাদু ছড়িয়ে দিয়েছিলেন ভক্তদের মনে। অভিনয় করেছেন ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’, ‘ওয়ান্টেড’, ‘পাঠশালা’, ‘মোড়’, ‘ইয়ে দিল মাঙ্গে মোর’, ‘ক্যাশ’, ‘শাদি সে পেহলে’, ‘শাদি নম্বর ওয়ান’ এবং ‘সানডে’-র মতো একাধিক ছবিতে।
advertisement
2/6
কেরিয়ার জীবনে হাতে প্রচুর কাজ থাকা সত্ত্বেও রুপোলি দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী। ধর্ম পরিবর্তন করেছিলেন এবং এক বিধায়কের ব্যবসায়ী-পুত্রকে বিয়ে করেন। কথা হচ্ছে, অভিনেত্রী আয়েষা টাকিয়ার।
কেরিয়ার জীবনে হাতে প্রচুর কাজ থাকা সত্ত্বেও রুপোলি দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী। ধর্ম পরিবর্তন করেছিলেন এবং এক বিধায়কের ব্যবসায়ী-পুত্রকে বিয়ে করেন। কথা হচ্ছে, অভিনেত্রী আয়েষা টাকিয়ার।
advertisement
3/6
সম্প্রতি জনসমক্ষে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ছড়িয়ে পড়ার পরে ভক্তরা যারপরনাই উচ্ছ্বসিত। তবে সাম্প্রতিক কালে ভক্তদের মন ভেঙে দিয়ে আয়েষা জানিয়েছেন যে, তিনি আর কখনওই রুপোলি দুনিয়ায় ফিরবেন না। কারণ নিজের জীবন নিয়ে তিনি খুবই সুখী। ৩৭ বছর বয়সী অভিনেত্রী হয়তো আজ নিজের কেরিয়ারে সক্রিয় নন। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি এখনও যথেষ্ট সক্রিয়। আর ব্যক্তিগত জীবনের কারণে বরাবরই খবরের শিরোনামে থাকেন তিনি।
সম্প্রতি জনসমক্ষে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ছড়িয়ে পড়ার পরে ভক্তরা যারপরনাই উচ্ছ্বসিত। তবে সাম্প্রতিক কালে ভক্তদের মন ভেঙে দিয়ে আয়েষা জানিয়েছেন যে, তিনি আর কখনওই রুপোলি দুনিয়ায় ফিরবেন না। কারণ নিজের জীবন নিয়ে তিনি খুবই সুখী। ৩৭ বছর বয়সী অভিনেত্রী হয়তো আজ নিজের কেরিয়ারে সক্রিয় নন। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি এখনও যথেষ্ট সক্রিয়। আর ব্যক্তিগত জীবনের কারণে বরাবরই খবরের শিরোনামে থাকেন তিনি।
advertisement
4/6
এমনিতে বলা হয় যে, নিজের ফ্লপ কেরিয়ারের কারণে জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটি নিতে হয়েছিল আয়েষাকে। বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। এখন সমাজবাদী পার্টি (সপা)-র নেতা এবং বিধায়ক আবু আসিম আজমির পুত্রবধূ তিনি।
এমনিতে বলা হয় যে, নিজের ফ্লপ কেরিয়ারের কারণে জীবনের সবথেকে বড় সিদ্ধান্তটি নিতে হয়েছিল আয়েষাকে। বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। এখন সমাজবাদী পার্টি (সপা)-র নেতা এবং বিধায়ক আবু আসিম আজমির পুত্রবধূ তিনি।
advertisement
5/6
২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আয়েষা। বিয়ের পরে ছবিতে কাজ করা বন্ধ করে দেন। আয়েষার স্বামী ফারহান একজন ব্যবসায়ী। হোটেল এবং রেস্তোরাঁর বিশাল ব্যবসা তাঁর। এর পাশাপাশি রাজনীতিতেও ফারহানের যথেষ্ট আগ্রহ রয়েছে। ওই দম্পতির এক পুত্রসন্তানও রয়েছে।
২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আয়েষা। বিয়ের পরে ছবিতে কাজ করা বন্ধ করে দেন। আয়েষার স্বামী ফারহান একজন ব্যবসায়ী। হোটেল এবং রেস্তোরাঁর বিশাল ব্যবসা তাঁর। এর পাশাপাশি রাজনীতিতেও ফারহানের যথেষ্ট আগ্রহ রয়েছে। ওই দম্পতির এক পুত্রসন্তানও রয়েছে।
advertisement
6/6
আবার আয়েষার শ্বশুরমশাই আবু আসিম আজমিও কিন্তু স্বনামধন্য মানুষ। মহারাষ্ট্রের ধনী বিধায়কদের মধ্যে তিনি অন্যতম। তিনি মনখুর্দ শিবাজিনগর বিধানসভা আসনে আসীন রয়েছেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আবু আসিম আজমির মোট সম্পত্তির মূল্য প্রায় ১৪২ কোটি টাকা। অন্য দিকে তাঁর পুত্রের সম্পত্তির মূল্য ৭২ কোটি টাকারও বেশি।
আবার আয়েষার শ্বশুরমশাই আবু আসিম আজমিও কিন্তু স্বনামধন্য মানুষ। মহারাষ্ট্রের ধনী বিধায়কদের মধ্যে তিনি অন্যতম। তিনি মনখুর্দ শিবাজিনগর বিধানসভা আসনে আসীন রয়েছেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আবু আসিম আজমির মোট সম্পত্তির মূল্য প্রায় ১৪২ কোটি টাকা। অন্য দিকে তাঁর পুত্রের সম্পত্তির মূল্য ৭২ কোটি টাকারও বেশি।
advertisement
advertisement
advertisement