Death News: মাত্র ৪৭-এই সব শেষ! ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার নায়িকার স্বামীর! শোকের কালো ছায়া

Last Updated:
Death News: নতুন বছরের শুরুতেই অঘটন। লস অ্যাঞ্জেলসের বাড়িতে উদ্ধার হলিউড অভিনেত্রী অব্রে প্লাজার স্বামী জেফ বেনার দেহ। জেফ পেশায় একজন লেখক এবং পরিচালক।
1/4
জানা যায়, বিলাসবহুল সেই বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৪৭ বছর বয়সি জেফের দেহ। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে মৃত্যুর তদন্ত শুরু করতে আসে।
জানা যায়, বিলাসবহুল সেই বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৪৭ বছর বয়সি জেফের দেহ। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে মৃত্যুর তদন্ত শুরু করতে আসে।
advertisement
2/4
অব্রে এবং জেফ বহু বছর সম্পর্কে থাকার পর ২০২১ সালে ঘরোয়া একটি অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন। এবং তাঁদের কোনও সন্তান হয়নি।
অব্রে এবং জেফ বহু বছর সম্পর্কে থাকার পর ২০২১ সালে ঘরোয়া একটি অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন। এবং তাঁদের কোনও সন্তান হয়নি।
advertisement
3/4
দশ বছরের প্রেম। চার বছরের দাম্পত্য। কিন্তু আচমকাই ভাঙন। সূত্রের খবর, জেফ নিজেই এই চরম পদক্ষেপ করেন।
দশ বছরের প্রেম। চার বছরের দাম্পত্য। কিন্তু আচমকাই ভাঙন। সূত্রের খবর, জেফ নিজেই এই চরম পদক্ষেপ করেন।
advertisement
4/4
অব্রের তরফে তাঁর প্রতিনিধি একটি বিবৃতি দিয়ে লেখেন, 'জেফের পরিবার পরিবারটি বিধ্বস্ত এবং এই কঠিন সময়ে গোপনীয়তার জন্য অনুরোধ করছে।'
অব্রের তরফে তাঁর প্রতিনিধি একটি বিবৃতি দিয়ে লেখেন, 'জেফের পরিবার পরিবারটি বিধ্বস্ত এবং এই কঠিন সময়ে গোপনীয়তার জন্য অনুরোধ করছে।'
advertisement
advertisement
advertisement