Aryann-Adrija: ব্রেকআপের ৪ বছর পর পর্দায় জুটি? শহরের নানা প্রান্তে দেখা গেল আরিয়ান-অদ্রিজাকে!

Last Updated:
Aryann-Adrija: প্রাক্তন প্রেমিকের সঙ্গে আবার পর্দায় জুটি বাঁধা, তা নিয়ে কোনও অস্বস্তি নেই অদ্রিজার? কেমন লাগছে এতদিন পর আরিয়ানের সঙ্গে অভিনয় করে?
1/12
অদ্রিজা রায় এবং আরিয়ান ভৌমিক। ২০১৮ সালে তাঁদের প্রেমের সূচনা। কিন্তু এক বছর পরে ২০১৯ সালেই সেই প্রেমে ইতি টানতে হয়। খুব ছোট বয়সের প্রেম কিন্তু বিচ্ছেদের পরও সেই সম্পর্কে তিক্ততা আসেনি কোনও দিন।
অদ্রিজা রায় এবং আরিয়ান ভৌমিক। ২০১৮ সালে তাঁদের প্রেমের সূচনা। কিন্তু এক বছর পরে ২০১৯ সালেই সেই প্রেমে ইতি টানতে হয়। খুব ছোট বয়সের প্রেম কিন্তু বিচ্ছেদের পরও সেই সম্পর্কে তিক্ততা আসেনি কোনও দিন।
advertisement
2/12
আজ সেই দুই মানুষকে প্রায় চার বছর আবার একসঙ্গে দেখা যাচ্ছে কলকাতা শহরের কোণায় কোণায়। কী ব্যাপার? সেই সম্পর্কে আর পুরনো প্রেম নেই বটে, আছে কেবল বন্ধুত্ব। দুই সহকর্মীর সমীকরণ।
আজ সেই দুই মানুষকে প্রায় চার বছর আবার একসঙ্গে দেখা যাচ্ছে কলকাতা শহরের কোণায় কোণায়। কী ব্যাপার? সেই সম্পর্কে আর পুরনো প্রেম নেই বটে, আছে কেবল বন্ধুত্ব। দুই সহকর্মীর সমীকরণ।
advertisement
3/12
টলিপাড়া সূত্রে খবর, তাঁরা একসঙ্গে জুটি বেঁধেছেন নতুন ওয়েবসিরিজের জন্য। দিন কয়েক আগে আরিয়ান হরনাথ চক্রবর্তীর সঙ্গে একটি ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লেখা, ‘ক্যাপ্টেনের সঙ্গে অনেক বছর বাদে।’ জানা যাচ্ছে, তিনিই এই সিরিজের পরিচালক।
টলিপাড়া সূত্রে খবর, তাঁরা একসঙ্গে জুটি বেঁধেছেন নতুন ওয়েবসিরিজের জন্য। দিন কয়েক আগে আরিয়ান হরনাথ চক্রবর্তীর সঙ্গে একটি ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লেখা, ‘ক্যাপ্টেনের সঙ্গে অনেক বছর বাদে।’ জানা যাচ্ছে, তিনিই এই সিরিজের পরিচালক।
advertisement
4/12
খবরের সত্যতা জানতে নিউজ18 বাংলা যোগাযোগ করেছিল অদ্রিজার সঙ্গে। তিনি জানালেন, খবরটা সঠিক। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নতুন কাজ শুরু হয়েছে।
খবরের সত্যতা জানতে নিউজ18 বাংলা যোগাযোগ করেছিল অদ্রিজার সঙ্গে। তিনি জানালেন, খবরটা সঠিক। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নতুন কাজ শুরু হয়েছে।
advertisement
5/12
আপাতত অদ্রিজা নতুন হিন্দি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বলে মুম্বইতে পাকাপাকি ভাবে থাকা শুরু করেছেন। কিন্তু তারই মাঝে জানুয়ারি মাসের শুরুতে কলকাতায় ফিরে শ্যুট করে গিয়েছেন তিনি।
আপাতত অদ্রিজা নতুন হিন্দি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বলে মুম্বইতে পাকাপাকি ভাবে থাকা শুরু করেছেন। কিন্তু তারই মাঝে জানুয়ারি মাসের শুরুতে কলকাতায় ফিরে শ্যুট করে গিয়েছেন তিনি।
advertisement
6/12
হরনাথ চক্রবর্তীর সঙ্গে কাজ করার প্রসঙ্গে অদ্রিজার বক্তব্য, ‘‘হরনাথ আঙ্কেলের মতো মানুষ হয় না। আমরা খাবার পেলাম কিনা, গাড়ি পেলাম কিনা, সবদিকে তাঁর নজর! কী ভালবাসা দিয়ে ভরিয়ে রাখতে পারেন, ভাবা যায় না।’’
হরনাথ চক্রবর্তীর সঙ্গে কাজ করার প্রসঙ্গে অদ্রিজার বক্তব্য, ‘‘হরনাথ আঙ্কেলের মতো মানুষ হয় না। আমরা খাবার পেলাম কিনা, গাড়ি পেলাম কিনা, সবদিকে তাঁর নজর! কী ভালবাসা দিয়ে ভরিয়ে রাখতে পারেন, ভাবা যায় না।’’
advertisement
7/12
কিন্তু প্রাক্তন প্রেমিকের সঙ্গে আবার পর্দায় জুটি বাঁধা, তা নিয়ে কোনও অস্বস্তি নেই অদ্রিজার? কেমন লাগছে এতদিন পর আরিয়ানের সঙ্গে অভিনয় করে?
কিন্তু প্রাক্তন প্রেমিকের সঙ্গে আবার পর্দায় জুটি বাঁধা, তা নিয়ে কোনও অস্বস্তি নেই অদ্রিজার? কেমন লাগছে এতদিন পর আরিয়ানের সঙ্গে অভিনয় করে?
advertisement
8/12
অভিনেত্রীর সপাট জবাব, ‘‘কোনও অস্বস্তি নেই। সহকর্মী হিসেবে আমাদের সম্পর্ক ভীষণই ভাল। আর যে সম্পর্ক ছিল তা অনেক আগের। তখন খুবই ছোট ছিলাম আমরা।’’
অভিনেত্রীর সপাট জবাব, ‘‘কোনও অস্বস্তি নেই। সহকর্মী হিসেবে আমাদের সম্পর্ক ভীষণই ভাল। আর যে সম্পর্ক ছিল তা অনেক আগের। তখন খুবই ছোট ছিলাম আমরা।’’
advertisement
9/12
অদ্রিজা জানালেন, আরিয়ান খুবই ভাল মানুষ, তাই নিজেদের মধ্যে কোনও দিন সম্পর্ক খারাপ হয়নি। খুব যে যোগাযোগ ছিল, তা নয়, কিন্তু তিক্ততাও তৈরি হয়নি। পার্টিতে বা কোথাও দেখা হলে তাঁরা খুবই স্বাভাবিক ভাবেই একে অপরের সঙ্গে কথা বলেছেন।
অদ্রিজা জানালেন, আরিয়ান খুবই ভাল মানুষ, তাই নিজেদের মধ্যে কোনও দিন সম্পর্ক খারাপ হয়নি। খুব যে যোগাযোগ ছিল, তা নয়, কিন্তু তিক্ততাও তৈরি হয়নি। পার্টিতে বা কোথাও দেখা হলে তাঁরা খুবই স্বাভাবিক ভাবেই একে অপরের সঙ্গে কথা বলেছেন।
advertisement
10/12
অভিনেত্রীর কথা থেকে জানা গেল, দু’জনেই কাজ পাগল মানুষ। প্রেম অতীত। দুই বন্ধু একসঙ্গে মন দিয়ে কাজ করছেন কেবল। খানিক শ্যুটিং হয়ে গিয়েছে, বাকি শ্যুটের জন্য আবার কলকাতা ফিরবেন অদ্রিজা।
অভিনেত্রীর কথা থেকে জানা গেল, দু’জনেই কাজ পাগল মানুষ। প্রেম অতীত। দুই বন্ধু একসঙ্গে মন দিয়ে কাজ করছেন কেবল। খানিক শ্যুটিং হয়ে গিয়েছে, বাকি শ্যুটের জন্য আবার কলকাতা ফিরবেন অদ্রিজা।
advertisement
11/12
অদ্রিজা যদিও ওয়েব সিরিজ সম্পর্কে বিশেষ কিছু খোলসা না করতে পারলেও সূত্র মারফত জানা গিয়েছে, এই সিরিজে রঞ্জিত মল্লিক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, আছেন অনুরাধা রায়ও। সঙ্গে আরিয়ান এবং অদ্রিজা।
অদ্রিজা যদিও ওয়েব সিরিজ সম্পর্কে বিশেষ কিছু খোলসা না করতে পারলেও সূত্র মারফত জানা গিয়েছে, এই সিরিজে রঞ্জিত মল্লিক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, আছেন অনুরাধা রায়ও। সঙ্গে আরিয়ান এবং অদ্রিজা।
advertisement
12/12
দুই প্রাক্তন পর্দায় কাজ করছেন, এই ঘটনা নতুন নয়। বলিউড হোক বা টলিউড। এবং অত্যন্ত সাফল্য পেয়েছে সেই সব কাজগুলি। এবারও কি আরিয়ান-অদ্রিজার নতুন ওয়েব সিরিজে নতুন ধরনের রসায়ন খুঁজে পাওয়া যাবে? অপেক্ষা কেবল সময়ের।
দুই প্রাক্তন পর্দায় কাজ করছেন, এই ঘটনা নতুন নয়। বলিউড হোক বা টলিউড। এবং অত্যন্ত সাফল্য পেয়েছে সেই সব কাজগুলি। এবারও কি আরিয়ান-অদ্রিজার নতুন ওয়েব সিরিজে নতুন ধরনের রসায়ন খুঁজে পাওয়া যাবে? অপেক্ষা কেবল সময়ের।
advertisement
advertisement
advertisement