'মহানন্দা’-র শ্যুটিং শুরু করলেন অরিন্দম শীল
- Published by:Piya Banerjee
Last Updated:
সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জীবন ও তাঁরই লেখা, গল্পকথা মিশে যাবে সেলুলয়েডের পর্দায়। তাঁকে নিয়ে তৈরি হচ্ছে ছবি।
advertisement
advertisement
ছবির ঘোষণা হয়ে গিয়েছিল গত বছরে। চলতি বছরে এপ্রিল মাসে উত্তর কলকাতার একটি বাড়িতে গার্গী রায়চৌধুরি-দেবশঙ্কর হালদারদের নিয়ে কিছুদিন চলেছিল শুটিংও। তবে কোভিডের কোপে আসে বন্ধ হয় ছবির কাজ। আলোচনা করে ঠিক হয়েছিল, পরিস্থিতি একটু ভাল হলে মে মাসের মাঝামাঝি আবার ফ্লোরে ফিরবে ‘মহানন্দা’। তবে তা হয়নি ফিরতে ফিরতে সময় নিল আরও এক মাস।
advertisement
advertisement