'মহানন্দা’-র শ্যুটিং শুরু করলেন অরিন্দম শীল

Last Updated:
সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জীবন ও তাঁরই লেখা, গল্পকথা মিশে যাবে সেলুলয়েডের পর্দায়। তাঁকে নিয়ে তৈরি হচ্ছে ছবি।
1/5
অতিমারী খানিক শিথিল হতে শ্যুটিং ফ্লোরে ফিরছেন অরিন্দম শীল। আগেই শুরু হয়েছে ধারাবাহিকের শ্যুটিং, আসতে আসতে কাজ শুরু হচ্ছে ছবিরও।
অতিমারী খানিক শিথিল হতে শ্যুটিং ফ্লোরে ফিরছেন অরিন্দম শীল। আগেই শুরু হয়েছে ধারাবাহিকের শ্যুটিং, আসতে আসতে কাজ শুরু হচ্ছে ছবিরও।
advertisement
2/5
সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জীবন ও তাঁরই লেখা, গল্পকথা মিশে যাবে সেলুলয়েডের পর্দায়। তাঁকে নিয়ে তৈরি হচ্ছে ছবি। ছবির নাম ‘মহানন্দা’। পরিচালনার দায়িত্ব নিয়েছেন অরিন্দম শীল। মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয় করছেন গার্গী রায় চৌধুরী ও বিজন ভট্টাচার্য-এর ভূমিকায় রয়েছেন দেবশংকর হালদার।
সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জীবন ও তাঁরই লেখা, গল্পকথা মিশে যাবে সেলুলয়েডের পর্দায়। তাঁকে নিয়ে তৈরি হচ্ছে ছবি। ছবির নাম ‘মহানন্দা’। পরিচালনার দায়িত্ব নিয়েছেন অরিন্দম শীল। মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয় করছেন গার্গী রায় চৌধুরী ও বিজন ভট্টাচার্য-এর ভূমিকায় রয়েছেন দেবশংকর হালদার।
advertisement
3/5
ছবির ঘোষণা হয়ে গিয়েছিল গত বছরে। চলতি বছরে এপ্রিল মাসে উত্তর কলকাতার একটি বাড়িতে গার্গী রায়চৌধুরি-দেবশঙ্কর হালদারদের নিয়ে কিছুদিন চলেছিল শুটিংও। তবে কোভিডের কোপে আসে বন্ধ হয় ছবির কাজ। আলোচনা করে ঠিক হয়েছিল, পরিস্থিতি একটু ভাল হলে মে মাসের মাঝামাঝি আবার ফ্লোরে ফিরবে ‘মহানন্দা’। তবে তা হয়নি ফিরতে ফিরতে সময় নিল আরও এক মাস।
ছবির ঘোষণা হয়ে গিয়েছিল গত বছরে। চলতি বছরে এপ্রিল মাসে উত্তর কলকাতার একটি বাড়িতে গার্গী রায়চৌধুরি-দেবশঙ্কর হালদারদের নিয়ে কিছুদিন চলেছিল শুটিংও। তবে কোভিডের কোপে আসে বন্ধ হয় ছবির কাজ। আলোচনা করে ঠিক হয়েছিল, পরিস্থিতি একটু ভাল হলে মে মাসের মাঝামাঝি আবার ফ্লোরে ফিরবে ‘মহানন্দা’। তবে তা হয়নি ফিরতে ফিরতে সময় নিল আরও এক মাস।
advertisement
4/5
বুধবার থেকে শুরু হল ছবির শুটিং। দক্ষিণ কলকাতার ২৩ পল্লীর কাছে পড়ল শুটিংয়ের যাবতীয় সরঞ্জাম। আবার সেটে ফিরলেন মহাশ্বেতা দেবী (গার্গী রায়চৌধুরি) এবং বিজন ভট্টাচার্য (দেবশঙ্কর হালদার)।
বুধবার থেকে শুরু হল ছবির শুটিং। দক্ষিণ কলকাতার ২৩ পল্লীর কাছে পড়ল শুটিংয়ের যাবতীয় সরঞ্জাম। আবার সেটে ফিরলেন মহাশ্বেতা দেবী (গার্গী রায়চৌধুরি) এবং বিজন ভট্টাচার্য (দেবশঙ্কর হালদার)।
advertisement
5/5
খুব ছোট্ট একটি ইউনিট নিয়ে  শুরু করা হলো শ্যুটিং। করোনার সমস্ত নিষেধাজ্ঞা মেনে করা হচ্ছে ছবির কাজ। আবার স্বাভাবিক ছন্দে ধীরে ধীরে ফিরছে বিনোদন জগৎ।
খুব ছোট্ট একটি ইউনিট নিয়ে শুরু করা হলো শ্যুটিং। করোনার সমস্ত নিষেধাজ্ঞা মেনে করা হচ্ছে ছবির কাজ। আবার স্বাভাবিক ছন্দে ধীরে ধীরে ফিরছে বিনোদন জগৎ।
advertisement
advertisement
advertisement