'টাকার গরম' নেই, তাই অরিজিৎ সিংয়ের এসি লাগে না! পাখার হাওয়াতেই খুশি

Last Updated:
Arijit Singh: কোটি কোটি টাকা উপার্জন। চাইলে সারা বাড়িতে এসি-র ছড়াছড়ি করতে পারেন অরিজিৎ সিং।
1/6
তিনি সাধারণ। কিন্তু অসাধারণ। হেঁয়ালি মনে হচ্ছে তো! যাঁর কথা বলা হচ্ছে তাঁর নামটা শুনলে আপনিও সম্মতি জানাবেন। অরিজিৎ সিং। তিনি তে সত্যিই সাধারণের মধ্যে অসাধারণ।
তিনি সাধারণ। কিন্তু অসাধারণ। হেঁয়ালি মনে হচ্ছে তো! যাঁর কথা বলা হচ্ছে তাঁর নামটা শুনলে আপনিও সম্মতি জানাবেন। অরিজিৎ সিং। তিনি তে সত্যিই সাধারণের মধ্যে অসাধারণ।
advertisement
2/6
শিলিগুড়িতে শো করতে ট্রেনে চেপে পৌঁছলেন তিনি। চাইলে হেলিকপ্টার বা প্রাইভেট জেটে যেতে পারতেন। কিন্তু তিনি তো অরিজিৎ সিং। তিনি সাধারণ মানুষের মতোই থাকবেন। অরিজিতের এই মাটির মানুষ হয়ে থাকাটাই তাঁকে যেন আরও বেশি জনপ্রিয় করে তুলেছে।
শিলিগুড়িতে শো করতে ট্রেনে চেপে পৌঁছলেন তিনি। চাইলে হেলিকপ্টার বা প্রাইভেট জেটে যেতে পারতেন। কিন্তু তিনি তো অরিজিৎ সিং। তিনি সাধারণ মানুষের মতোই থাকবেন। অরিজিতের এই মাটির মানুষ হয়ে থাকাটাই তাঁকে যেন আরও বেশি জনপ্রিয় করে তুলেছে।
advertisement
3/6
টাকার গরম নেই তাঁর। কোটি কোটি টাকা নেন শো করতে। তবে তাঁর জীবন সেই সাদামাটা। তিনি এত টাকা নিয়ে কী করেন! এটা অনেকেরই হয়তো মনে প্রশ্ন। অরিজিৎ আসলে অর্থ সঞ্চয় করছেন এক বিরাট মিশন-এর জন্য।
টাকার গরম নেই তাঁর। কোটি কোটি টাকা নেন শো করতে। তবে তাঁর জীবন সেই সাদামাটা। তিনি এত টাকা নিয়ে কী করেন! এটা অনেকেরই হয়তো মনে প্রশ্ন। অরিজিৎ আসলে অর্থ সঞ্চয় করছেন এক বিরাট মিশন-এর জন্য।
advertisement
4/6
অরিজিৎ সিং শিলিগুড়ি কনসার্ট-এও জানিয়েছেন, তিনি হাসপাতাল ও স্কুল গড়ার লক্ষ্য স্থির করেছেন। তার জন্য চাই অনেক টাকা। বলাবাহুল্য তিনি সেই টাকা জোগাড় করবেন গান গেয়ে।
অরিজিৎ সিং শিলিগুড়ি কনসার্ট-এও জানিয়েছেন, তিনি হাসপাতাল ও স্কুল গড়ার লক্ষ্য স্থির করেছেন। তার জন্য চাই অনেক টাকা। বলাবাহুল্য তিনি সেই টাকা জোগাড় করবেন গান গেয়ে।
advertisement
5/6
এত টাকা উপার্জন করেও অরিজিৎ সিংয়ের এখনও এসি-র প্রয়োজন পড়ে না। এখনও তিনি পাখার হাওয়াতেই খুশি। এসি যে প্রকৃতির ক্ষতি করে সেটা অনেককেই সুযোগ পেলে বোঝান গায়ক।
এত টাকা উপার্জন করেও অরিজিৎ সিংয়ের এখনও এসি-র প্রয়োজন পড়ে না। এখনও তিনি পাখার হাওয়াতেই খুশি। এসি যে প্রকৃতির ক্ষতি করে সেটা অনেককেই সুযোগ পেলে বোঝান গায়ক।
advertisement
6/6
শ্রীজাত কিছুদিন আগে জানিয়েছিলেন, তাঁর বাড়িতে এসে অরিজিৎ এসি বন্ধ করতে বলেছিলেন। শ্রীজাতকে তিনি বুঝিয়েছিলেন, এসি চালালে আখেরে তো পরিবেশের ক্ষতি। শ্রীজাতকে তিনি এটাও জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি ছোট থেকে এসিতে অভ্যস্ত? শ্রীজাত উত্তরে না বলায় অরিজিৎ বলেছিলেন, তা হলে এখন কেন এসি লাগছে!
শ্রীজাত কিছুদিন আগে জানিয়েছিলেন, তাঁর বাড়িতে এসে অরিজিৎ এসি বন্ধ করতে বলেছিলেন। শ্রীজাতকে তিনি বুঝিয়েছিলেন, এসি চালালে আখেরে তো পরিবেশের ক্ষতি। শ্রীজাতকে তিনি এটাও জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি ছোট থেকে এসিতে অভ্যস্ত? শ্রীজাত উত্তরে না বলায় অরিজিৎ বলেছিলেন, তা হলে এখন কেন এসি লাগছে!
advertisement
advertisement
advertisement