মায়ের মৃত্যু তাঁকে নাড়িয়ে দিয়েছিল। কোভিডে মাকে হারান অরিজিৎ সিং। তার পরই তিনি বুঝেছিলেন, প্রশাসন যতই বুক বাজাক, গ্রাম-মফঃস্বলে এখনও চিকিৎসা ব্যবস্থা ভাল নয়।
2/ 7
মায়ের মৃত্য়ুর পরই কি না জানা নেই, অরিজিৎ সিং পণ করেছেন, মানুষের পাশে থাকবেন। জেলায় জেলায় তিনি হাসপাতাল ও স্কুল গড়ার পণ করেছিলেন। আর সেই লক্ষ্যেই তিনি এখন ছুটে চলেছেন।
3/ 7
শিলিগুড়িতে কনসার্ট-এ এসেও অরিজিৎ জানিয়ে গেলেন, হাসপাতাল ও স্কুল গড়ার লক্ষ্যে অবিচল তিনি।
4/ 7
শিলিগুড়ির মঞ্চ থেকে তিনি বললেন, একটা টিম কাজ করছে। যে সব গ্রামের ৪০-৫০ কিমির মধ্যে কোনও হাসপাতাল নেই, সেই সব জায়গাগুলো খুঁজে বের করছি আমরা। স্কুল, খেলার মাঠও দরকার। বিশেষ করে সরকারি স্কুল। প্রাইভেট স্কুলের ফি অনেক। সবাই অ্যাফোর্ড করতে পারে না।
5/ 7
অরিজিৎ আরও বলেন, গ্রামের লোকের বুদ্ধি কম নয়। কিন্তু গ্রামের লোকের আসল সমস্যা হয় কমিউনিকেশনে। তাই গ্রামে গ্রামে ভাল সরকারি স্কুল দরকার। বাচ্চারা তা হলে কমিউনিকেশন স্কিল আরও ভাল করতে পারবে।
6/ 7
অরিজিৎ বলেন, একটা টিম আমাকে সাহায্য করছে। জেলায় জেলায় খোঁজ করছি। আমি আমার ঘর মুর্শিদাবাদ থেকে কাজ শুরু করেছি। ইচ্ছে আছে এই কাজ সারা দেশে ছড়িয়ে দেব। আপনারা শুধু পাশে থাকবেন।
7/ 7
হাসপাতাল ও স্কুল গড়ার লক্ষ্য যে তিনি নিয়েছেন সেটা এর আগেও বলেছেন। অরিজিৎ বলেছিলেন, কম করে একশো কোটি টাকার প্রয়োজন তাঁর। এত টাকা মানুষের সহায়তা ছাড়া তোলা সম্ভব নয়। এবারও তিনি জানিয়ে গেলেন, কোটি কোটি টাকা তিনি নিজের জন্য পারিশ্রমিক নেন না। তিনি সেই টাকা মানুষের সেবাতেই খরচ করবেন।
'আমার টিম ঘুরছে, জেলায় জেলায় খোঁজ করছি', শিলিগুড়ি থেকে বড় ঘোষণা অরিজিৎ সিংয়ের
মায়ের মৃত্যু তাঁকে নাড়িয়ে দিয়েছিল। কোভিডে মাকে হারান অরিজিৎ সিং। তার পরই তিনি বুঝেছিলেন, প্রশাসন যতই বুক বাজাক, গ্রাম-মফঃস্বলে এখনও চিকিৎসা ব্যবস্থা ভাল নয়।
'আমার টিম ঘুরছে, জেলায় জেলায় খোঁজ করছি', শিলিগুড়ি থেকে বড় ঘোষণা অরিজিৎ সিংয়ের
মায়ের মৃত্য়ুর পরই কি না জানা নেই, অরিজিৎ সিং পণ করেছেন, মানুষের পাশে থাকবেন। জেলায় জেলায় তিনি হাসপাতাল ও স্কুল গড়ার পণ করেছিলেন। আর সেই লক্ষ্যেই তিনি এখন ছুটে চলেছেন।
'আমার টিম ঘুরছে, জেলায় জেলায় খোঁজ করছি', শিলিগুড়ি থেকে বড় ঘোষণা অরিজিৎ সিংয়ের
শিলিগুড়ির মঞ্চ থেকে তিনি বললেন, একটা টিম কাজ করছে। যে সব গ্রামের ৪০-৫০ কিমির মধ্যে কোনও হাসপাতাল নেই, সেই সব জায়গাগুলো খুঁজে বের করছি আমরা। স্কুল, খেলার মাঠও দরকার। বিশেষ করে সরকারি স্কুল। প্রাইভেট স্কুলের ফি অনেক। সবাই অ্যাফোর্ড করতে পারে না।
'আমার টিম ঘুরছে, জেলায় জেলায় খোঁজ করছি', শিলিগুড়ি থেকে বড় ঘোষণা অরিজিৎ সিংয়ের
অরিজিৎ আরও বলেন, গ্রামের লোকের বুদ্ধি কম নয়। কিন্তু গ্রামের লোকের আসল সমস্যা হয় কমিউনিকেশনে। তাই গ্রামে গ্রামে ভাল সরকারি স্কুল দরকার। বাচ্চারা তা হলে কমিউনিকেশন স্কিল আরও ভাল করতে পারবে।
'আমার টিম ঘুরছে, জেলায় জেলায় খোঁজ করছি', শিলিগুড়ি থেকে বড় ঘোষণা অরিজিৎ সিংয়ের
অরিজিৎ বলেন, একটা টিম আমাকে সাহায্য করছে। জেলায় জেলায় খোঁজ করছি। আমি আমার ঘর মুর্শিদাবাদ থেকে কাজ শুরু করেছি। ইচ্ছে আছে এই কাজ সারা দেশে ছড়িয়ে দেব। আপনারা শুধু পাশে থাকবেন।
'আমার টিম ঘুরছে, জেলায় জেলায় খোঁজ করছি', শিলিগুড়ি থেকে বড় ঘোষণা অরিজিৎ সিংয়ের
হাসপাতাল ও স্কুল গড়ার লক্ষ্য যে তিনি নিয়েছেন সেটা এর আগেও বলেছেন। অরিজিৎ বলেছিলেন, কম করে একশো কোটি টাকার প্রয়োজন তাঁর। এত টাকা মানুষের সহায়তা ছাড়া তোলা সম্ভব নয়। এবারও তিনি জানিয়ে গেলেন, কোটি কোটি টাকা তিনি নিজের জন্য পারিশ্রমিক নেন না। তিনি সেই টাকা মানুষের সেবাতেই খরচ করবেন।