Arbaaz Khan: বয়স ৬০-এর কোটায়! দ্বিতীয়বার বিচ্ছেদের পর ফের নাকি বিয়ের পিঁড়িতে আরবাজ খান? পাত্রী কে জানেন?

Last Updated:
Arbaaz Khan: বিয়ের মরশুমে ফের সুখবর বলিউডে৷ তাও আবার বি-টাউনের ভাইজানের পরিবারে৷ বরং ৬০-এর কোটায় এসে দ্বিতীয়বার নাকি বিয়ে করতে চলেছেন আরবাজ খান৷
1/5
বিয়ের মরশুমে ফের সুখবর বলিউডে৷ তাও আবার বি-টাউনের ভাইজানের পরিবারে৷ বলিউডের মোস্ট ব্যাচেলর-এর তকমা কি তবে ঘুচতে চলেছে৷ আসলে তেমনটা কিছুই নয়, বরং ৬০-এর কোটায় এসে দ্বিতীয়বার  নাকি বিয়ে করতে চলেছেন আরবাজ খান৷
বিয়ের মরশুমে ফের সুখবর বলিউডে৷ তাও আবার বি-টাউনের ভাইজানের পরিবারে৷ বলিউডের মোস্ট ব্যাচেলর-এর তকমা কি তবে ঘুচতে চলেছে৷ আসলে তেমনটা কিছুই নয়, বরং ৬০-এর কোটায় এসে দ্বিতীয়বার নাকি বিয়ে করতে চলেছেন আরবাজ খান৷
advertisement
2/5
১৯৯৮ সালে মালাইকা আরোরার সঙ্গে গাঁটছড়া বাঁধা, তারপরও দীর্ঘদিনের সংসার টেকেনি আরবাজের, ২০১৭ সালে পাকাপাকি ভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের৷ তারপর থেকেই জর্জিয়ার সঙ্গে নাম জড়ায় আরবাজের৷ একটা সময় এই সম্পর্কের কথাও স্বীকার করে নেন আরবাজ খান৷
১৯৯৮ সালে মালাইকা আরোরার সঙ্গে গাঁটছড়া বাঁধা, তারপরও দীর্ঘদিনের সংসার টেকেনি আরবাজের, ২০১৭ সালে পাকাপাকি ভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের৷ তারপর থেকেই জর্জিয়ার সঙ্গে নাম জড়ায় আরবাজের৷ একটা সময় এই সম্পর্কের কথাও স্বীকার করে নেন আরবাজ খান৷
advertisement
3/5
কিছুদিন আগেই প্রেমিকা জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের খবর তোলপাড় হয় বি-টাউন৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা নিজেই জানিয়েছে জর্জিয়া৷ তবে কার সঙ্গে দ্বিতীয়বার নতুন পথচলা শুরু করছেন আরবাজ, তা জানতে মুখিয়ে ভক্তরা৷
কিছুদিন আগেই প্রেমিকা জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের খবর তোলপাড় হয় বি-টাউন৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা নিজেই জানিয়েছে জর্জিয়া৷ তবে কার সঙ্গে দ্বিতীয়বার নতুন পথচলা শুরু করছেন আরবাজ, তা জানতে মুখিয়ে ভক্তরা৷
advertisement
4/5
দীর্ঘদিন ধরেই বলিউডের অন্দরে জল্পনা চলছে আরবাজের নতুন সম্পর্ক নিয়ে৷ মেক আপ আর্টিস্ট সুরা খানের সঙ্গেই ডেট করছেন আরবাজ৷ সূত্রের খবর, খুব শীঘ্রই সুরাকে বিয়ে করতে চলেছেন আরবাজ খান৷ তবে কি সুরার জন্যই সরে গেলেন জর্জিয়া? এমনটাও শোনা যাচ্ছে৷
দীর্ঘদিন ধরেই বলিউডের অন্দরে জল্পনা চলছে আরবাজের নতুন সম্পর্ক নিয়ে৷ মেক আপ আর্টিস্ট সুরা খানের সঙ্গেই ডেট করছেন আরবাজ৷ সূত্রের খবর, খুব শীঘ্রই সুরাকে বিয়ে করতে চলেছেন আরবাজ খান৷ তবে কি সুরার জন্যই সরে গেলেন জর্জিয়া? এমনটাও শোনা যাচ্ছে৷
advertisement
5/5
সূত্রের খবর, আরবাজ ও সুরা উভয়েই এই সম্পর্কটা নিয়ে বেশ সিরিয়াস৷ তাই নাকি খুব বেশি দেরি না করে তাড়াতাড়ি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান তিনি৷ পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই নাকি শুভকাজ সেরে ফেলতে চান আরবাজ ও সুরা৷
সূত্রের খবর, আরবাজ ও সুরা উভয়েই এই সম্পর্কটা নিয়ে বেশ সিরিয়াস৷ তাই নাকি খুব বেশি দেরি না করে তাড়াতাড়ি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান তিনি৷ পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই নাকি শুভকাজ সেরে ফেলতে চান আরবাজ ও সুরা৷
advertisement
advertisement
advertisement