AR Rahman-Saira Banu Seperation: ২৯ বছর নাকি বিয়ের গোড়া থেকেই ছিল সমস্যা? রহমান-সায়রা বিয়ে ভাঙার পর ঘরের গোপন খবর ফাঁস
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
AR Rahman-Saira Banu Untold Love Story:
১২ মার্চ ১৯৯৫এ বিয়ে করেন এ আর রহমান ও সায়রা বানু৷ বাড়িতে দেখে তাঁদের বিয়ে হয়৷ অভিনেতা রসিন রহমানের শ্যালিকা সায়রা গুজরাতের বাসিন্দা৷ শিক্ষিত, উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে সায়রা সবসময় খুব চুপচাপ শান্ত স্বভাবের মেয়ে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রথম থেকে রহমানের কাজেও অনেক সাহায্য করতেন সায়রা৷ ঘর-সংসার সামলানোর পাশাপাশি রহমানের সামাজিক কাজকর্মের পুরোটাই দেখতেন তিনি৷ তবে নিজেদের ব্যক্তিগত জীবনে সবসময় গোপনীয়তা বজায় রেখেছিলেন এ আর রহমান ও সায়রা৷ কয়কটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের৷ এমনকী রহমানের যে মিউজিক ট্যুরে স্বামীর কাজের খেয়াল রাখতেন সায়রা৷