Virat-Anushka: অবনীত কৌরের পোস্টে লাইক করা নিয়ে তীব্র জলঘোলা ! তারপরে প্রথমবারের জন্য একসঙ্গে জনসমক্ষে বিরাট-অনুষ্কা, ক্যামেরার সামনেই স্বামীর সঙ্গে এ কী আচরণ করলেন অভিনেত্রী?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Anushka Sharma Ignores Virat Kohli's Hand: ইনস্টাগ্রামে অভিনেত্রী অবনীত কৌরের পোস্টে লাইক করা নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে। তারপর অবশ্য বিষয়টি নিয়ে সাফাইও দিয়েছিলেন তিনি। এরপর আবার এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছিল সঙ্গীতশিল্পী রাহুল বৈদ্যকে। বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এবার সেই বিতর্কের পর প্রথমবারের জন্য গত মঙ্গলবার রাতে বেঙ্গালুরুতে একসঙ্গে দেখা গেল পাওয়ার কাপল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে।
ইনস্টাগ্রামে অভিনেত্রী অবনীত কৌরের পোস্টে লাইক করা নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে। তারপর অবশ্য বিষয়টি নিয়ে সাফাইও দিয়েছিলেন তিনি। এরপর আবার এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছিল সঙ্গীতশিল্পী রাহুল বৈদ্যকে। বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এবার সেই বিতর্কের পর প্রথমবারের জন্য গত মঙ্গলবার রাতে বেঙ্গালুরুতে একসঙ্গে দেখা গেল পাওয়ার কাপল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে। বুধবার এক ভক্ত রেডিটে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করেন যে, “বিরাট এবং অনুষ্কাকে গতকাল বেঙ্গালুরুতে দেখা গিয়েছে।”
advertisement
ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে যে, একটি গাড়ি থেকে বেরিয়ে আসছেন বিরাট। এরপর গাড়ি থেকে নামার জন্য অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মার দিকে হাত বাড়িয়ে দেন তিনি। কিন্তু অনুষ্কা শর্মা সেদিকে পাত্তা না দিয়ে গাড়ির সাপোর্ট নিয়েই নেমে আসেন। এরপর তাঁরা দু’জনে একটি রেস্তোরাঁয় ঢুকে পড়েন। বিরাটের আগে আগেই হাঁটতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ওই রেস্তোরাঁয় যাওয়ার জন্য সেদিন দুজনেরই পরনে ছিল ক্যাজুয়াল আউটফিট। ক্যাজুয়াল টি এবং ট্রাউজারে বিরাটকে দারুণ দেখাচ্ছিল। অন্যদিকে অনুষ্কা পরেছিলেন একটি সুন্দর জাম্পস্যুট। (Photo: Instagram)
advertisement
আপাতত ভাইরাল হয়ে গিয়েছে রেডিটের সেই ভিডিও। এক ব্যক্তি লিখেছেন, “অনুষ্কা হাত ধরলেন না!” আবার অন্য একজন লিখেছেন, “হিহি, এমনকী আমিও গাড়ি থেকে নামতে আমার সঙ্গীর সাহায্য নিতাম না। টিপিক্যাল স্বামী-স্ত্রীর বিষয়!” অন্য এক ব্যবহারকারীর মন্তব্য, “মনে হচ্ছে, লাইক করার পরে অনুষ্কা রেগে গিয়েছেন।” যদিও অনেকে এ-ও বলছেন যে, এটা কোনও বড় বিষয় নয়। একজন মন্তব্য করেছেন যে, “রেডি টু রিড এক্সপার্টদের কমেন্ট ছোট্ট বিষয়টিকে বড় করে তুলছে।” অন্য একজন লিখেছেন যে, “অসহায় বিরাট।” (Photo: Instagram)
advertisement
সাধারণত বাইশ গজের নানা খুঁটিনাটি বিষয়ের জন্য চর্চার শিরোনামে থাকেন বিরাট কোহলি। যদিও সম্প্রতি অভিনেত্রী অবনীত কৌরের পোস্টে লাইক করার পরেই তাঁকে নিয়ে শুরু হয় হইচই। ছবিতে অবশ্য অবনীতকে একটি সবুজ টপ আর শর্ট স্কার্টে মোহময়ী দেখাচ্ছিল। এদিকে ইনস্টাগ্রামে বিরাটের কার্যকলাপ নিয়ে বিভ্রান্ত হন ভক্তরা। তবে ক্রিকেট তারকার সাফাই তাঁদের মনে বিস্ময়ের উদ্রেক করেছে। (Photo: Instagram)
advertisement
বিতর্কের জবাবে বিরাট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঘটনার ব্যাখ্যা দিয়ে লেখেন, “আমি সাফ জানাতে চাই যে, নিজের ফিড ক্লিয়ার করার সময় মনে হচ্ছে অ্যালগরিদমের জন্য ভুল করে এটা হয়ে গিয়েছে। ইচ্ছাকৃত ভাবে এটা একেবারেই করা হয়নি। আমি অনুরোধ করছি যে, অপ্রয়োজনীয় জল্পনা করার প্রয়োজন নেই। বোঝার জন্য ধন্যবাদ।” (Photo: Instagram)
advertisement