বিয়ের পোশাক মানেই কি লাল রঙের হতে হবে? একেবারেই নয়। লালের রীতি ভেঙে অনেকেই বিয়ের দিন অন্য রংকে বেছে নেন (Wedding Lehenga)। এবং সেই তালিকায় রয়েছেন একাধিক সেলেবও। যাঁরা বিয়েতে লেহেঙ্গা পরতে চান, তাঁদের জন্যও কাজে আসবে এই প্রতিবেদন গ্যালারি (Wedding Lehenga)। নিজের জীবনের বিশেষ দিেন কেমন রঙের লেহেঙ্গা পরবেন মিলিয়ে নিন হবু কনেরা। (Wedding Lehenga)