Dibyojyoti-Swastika in Anurager Chhowa: দিব্যজ্যোতির জন্মদিনেই কি ঝামেলা মিটল স্বস্তিকার সঙ্গে? নায়িকা জানালেন শুভেচ্ছা বার্তা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
সূর্য-দীপা ওরফে দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষ বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত অনস্ক্রিন জুটি। ‘অনুরাগের ছোঁয়া’ নায়ক ও নায়িকা সম্পর্কের অবনতি নিয়ে অনেক দিন ধরেই জলঘোলা চলছিল অনুরাগীদের মধ্যে। কিছুদিন আগে একে অপরকে ইনস্টাতে আনফলোও করে দিয়েছিলেন।
advertisement
advertisement
পাশাপাশি, ধারাবাহিকেও দূরত্ব ঘোচেনি সূর্য ও দীপার মধ্যে। গল্প অনুযায়ী, সূর্য তার মেয়েদের নিয়ে অনেক দূরে মিশনে চলে গিয়েছে, তাদের খোঁজ করছে দীপা। আর বাস্তবেও তারা একে অপরকে আনফলো করেছেন এই খবর প্রকাশ্যে আসতে অনুরাগীরা বেশ মুষড়ে পড়েছিল। সকলে তাঁদের জন্য প্রার্থনা করছিলেন যেনও তাঁদের সব ভুল বোঝাবুঝি মিটে যায়।
advertisement
advertisement
advertisement