ধূসর স্মৃতি, প্রেম ভাঙার যন্ত্রণা! 'সেই রাত ভোলার নয়...', পিয়া-পরমব্রতর বিয়ের দিনই 'বিশেষ' রাতের স্মৃতিচারণ অনুপমের! শেয়ার করলেন ছবিও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Anupam Roy On Parambrata-Piya Wedding: আজ নতুন জীবন শুরু করছেন প্রাক্তন স্ত্রী তথা বান্ধবী পিয়া। আর কোথায় অনুপম? পিয়ার জীবনের জন্য শুভেচ্ছা পাঠালেন কী পুরোনো বন্ধু? নাকি এড়িয়ে গেলেন সমাজ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
একটি পোস্টে লেখক অরিন্দম চক্রবর্তীর বইয়ের বেশ কিছু লাইন তুলে অনুপম লিখেছেন, “নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া – এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে – এমন নয়।” এই পোস্টে ‘বাস্তবের সঙ্গে মিল’ আছে কিনা তা অনুপমই জানেন, তবে কমেন্ট বক্সে এসেছে গায়কের প্রতি সহমর্মীতা। অনেকেই লিখেছেন, “এগিয়ে যান, স্মৃতি সতত সুখের নয়। তা মেনে নিয়েই ভাল থাকুন।”
advertisement
advertisement