ধূসর স্মৃতি, প্রেম ভাঙার যন্ত্রণা! 'সেই রাত ভোলার নয়...', পিয়া-পরমব্রতর বিয়ের দিনই 'বিশেষ' রাতের স্মৃতিচারণ অনুপমের! শেয়ার করলেন ছবিও

Last Updated:
Anupam Roy On Parambrata-Piya Wedding: আজ নতুন জীবন শুরু করছেন প্রাক্তন স্ত্রী তথা বান্ধবী পিয়া। আর কোথায় অনুপম? পিয়ার জীবনের জন্য শুভেচ্ছা পাঠালেন কী পুরোনো বন্ধু? নাকি এড়িয়ে গেলেন সমাজ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ?
1/9
আর লুকোছাপা নয়। অবশেষে পরিণতি পেতে চলেছে পরমব্রত পিয়ার প্রেম। সবাইকে চমকে দিয়ে শীত শীত সকালেই উষ্ণ খবর দাপিয়ে বেড়াচ্ছে টালা থেকে টালিগঞ্জ। তারকা বিবাহের বাদ্যি বেজেছে টলিপাড়ায়।
আর লুকোছাপা নয়। অবশেষে পরিণতি পেতে চলেছে পরমব্রত পিয়ার প্রেম। সবাইকে চমকে দিয়ে শীত শীত সকালেই উষ্ণ খবর দাপিয়ে বেড়াচ্ছে টালা থেকে টালিগঞ্জ। তারকা বিবাহের বাদ্যি বেজেছে টলিপাড়ায়।
advertisement
2/9
হ্যাঁ। আজই চার হাত এক হল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। প্রায় দুই বছর চুটিয়ে প্রেম করার পর আজ ঘরোয়া অনুষ্ঠানে সইসাবুদ সেরে বিয়ের কাগজে সিলমোহর দিলেন প্রেমিকযুগল।
হ্যাঁ। আজই চার হাত এক হল পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। প্রায় দুই বছর চুটিয়ে প্রেম করার পর আজ ঘরোয়া অনুষ্ঠানে সইসাবুদ সেরে বিয়ের কাগজে সিলমোহর দিলেন প্রেমিকযুগল।
advertisement
3/9
২০২১ সালেই বিচ্ছেদ হয়ে যায় গায়ক অনুপম রায় ও প্রাক্তন স্ত্রী পিয়ার। নিজেরাই সামাজিক মাধ্যমে ঘোষণা করেই বিচ্ছেদের বিষয়ে জানান শিল্পী নিজেই। তারপরেই শোনা যায় প্রাক্তন পিয়ার সঙ্গে পরমব্রতর সম্পর্কের কানাঘুষো। যদিও দুজনেই এই বিষয়ে মুখে কুলুপ দেন সেই সময়।
২০২১ সালেই বিচ্ছেদ হয়ে যায় গায়ক অনুপম রায় ও প্রাক্তন স্ত্রী পিয়ার। নিজেরাই সামাজিক মাধ্যমে ঘোষণা করেই বিচ্ছেদের বিষয়ে জানান শিল্পী নিজেই। তারপরেই শোনা যায় প্রাক্তন পিয়ার সঙ্গে পরমব্রতর সম্পর্কের কানাঘুষো। যদিও দুজনেই এই বিষয়ে মুখে কুলুপ দেন সেই সময়।
advertisement
4/9
শোনা যায় করোনা কালে ত্রাণ বিলির মধ্যে দিয়েই পরমব্রত ও পিয়া কাছাকাছি আসেন। শোনা যায়, অনুপমের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই নাকি ভালবাসার ইথার তরঙ্গ বয়ে যায় পরম-পিয়ার অন্তরমহলে।
শোনা যায় করোনা কালে ত্রাণ বিলির মধ্যে দিয়েই পরমব্রত ও পিয়া কাছাকাছি আসেন। শোনা যায়, অনুপমের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই নাকি ভালবাসার ইথার তরঙ্গ বয়ে যায় পরম-পিয়ার অন্তরমহলে।
advertisement
5/9
আজ নতুন জীবন শুরু করছেন প্রাক্তন স্ত্রী তথা বান্ধবী পিয়া। আর কোথায় অনুপম? পিয়ার জীবনের জন্য শুভেচ্ছা পাঠালেন কী পুরোনো বন্ধু? নাকি এড়িয়ে গেলেন সমাজ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ?
আজ নতুন জীবন শুরু করছেন প্রাক্তন স্ত্রী তথা বান্ধবী পিয়া। আর কোথায় অনুপম? পিয়ার জীবনের জন্য শুভেচ্ছা পাঠালেন কী পুরোনো বন্ধু? নাকি এড়িয়ে গেলেন সমাজ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ?
advertisement
6/9
সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় তিন তিনটে পোস্ট শেয়ার করেছেন অনুপম রায়। যার একটিতে সান ফ্রান্সিসকো ভ্রমণের ছবি, অন্যটিতে রয়েছে শো’র ‘বিহাইন্ড দ্য সিন’, আর একটিতে আত্মহত্যার প্রসঙ্গ।
সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় তিন তিনটে পোস্ট শেয়ার করেছেন অনুপম রায়। যার একটিতে সান ফ্রান্সিসকো ভ্রমণের ছবি, অন্যটিতে রয়েছে শো’র ‘বিহাইন্ড দ্য সিন’, আর একটিতে আত্মহত্যার প্রসঙ্গ।
advertisement
7/9
একটি পোস্টে লেখক অরিন্দম চক্রবর্তীর বইয়ের বেশ কিছু লাইন তুলে অনুপম লিখেছেন, “নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া – এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে – এমন নয়।” এই পোস্টে ‘বাস্তবের সঙ্গে মিল’ আছে কিনা তা অনুপমই জানেন, তবে কমেন্ট বক্সে এসেছে গায়কের প্রতি সহমর্মীতা। অনেকেই লিখেছেন, “এগিয়ে যান, স্মৃতি সতত সুখের নয়। তা মেনে নিয়েই ভাল থাকুন।”
একটি পোস্টে লেখক অরিন্দম চক্রবর্তীর বইয়ের বেশ কিছু লাইন তুলে অনুপম লিখেছেন, “নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া – এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে – এমন নয়।” এই পোস্টে ‘বাস্তবের সঙ্গে মিল’ আছে কিনা তা অনুপমই জানেন, তবে কমেন্ট বক্সে এসেছে গায়কের প্রতি সহমর্মীতা। অনেকেই লিখেছেন, “এগিয়ে যান, স্মৃতি সতত সুখের নয়। তা মেনে নিয়েই ভাল থাকুন।”
advertisement
8/9
Parambrata Piya Wedding: আর তৃতীয় ও দিনের শেষ পোস্টে অনুপম নবদ্বীপে একটি শো’র কিছু ছবি শেয়ার করে লিখেছেন, “ধন্যবাদ নবদ্বীপ। সেই রাত ভোলবার নয়। আবার দেখা হবে।”
Parambrata Piya Wedding: আর তৃতীয় ও দিনের শেষ পোস্টে অনুপম নবদ্বীপে একটি শো’র কিছু ছবি শেয়ার করে লিখেছেন, “ধন্যবাদ নবদ্বীপ। সেই রাত ভোলবার নয়। আবার দেখা হবে।”
advertisement
9/9
Parambrata Piya Wedding: না, প্রাক্তন ও ‘বন্ধু’ পরমের বিয়ে নিয়ে কোনও পোস্টেই বাড়তি কোনও কথা বলতে দেখা যায়নি তাঁকে। সংবাদ মাধ্যমকে এড়িয়ে সানফ্রান্সিসকোর রাতে হয়তো নিজের মতো থাকতে দেওয়ার কথাই নিঃশব্দে বলেছেন শিল্পী।
Parambrata Piya Wedding: না, প্রাক্তন ও ‘বন্ধু’ পরমের বিয়ে নিয়ে কোনও পোস্টেই বাড়তি কোনও কথা বলতে দেখা যায়নি তাঁকে। সংবাদ মাধ্যমকে এড়িয়ে সানফ্রান্সিসকোর রাতে হয়তো নিজের মতো থাকতে দেওয়ার কথাই নিঃশব্দে বলেছেন শিল্পী।
advertisement
advertisement
advertisement