Ankush-Oindrila: কনকনে ঠান্ডায় নীল জলে ডুবে কী করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? এক রাতের খরচ শুনলে আঁতকে উঠবেন

Last Updated:
1/6
টলিপাড়ার চর্চিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলাকে নিয়ে পাগল পাগল অবস্থা সকলের। সম্পর্কের বয়স এক যুগ পেরিয়ে গেলেও এখন তারা ছাদনাতলায় পৌঁছতে পারেননি, তাদের নিয়ে চর্চা থামছে না। ঘুরতে যেতে ভীষণ ভালবাসেন৷ এবার ছুটি কাটাতে আইসল্যান্ডে  গেলেন- অঙ্কুশ-ঐন্দ্রিলা৷
টলিপাড়ার চর্চিত জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলাকে নিয়ে পাগল পাগল অবস্থা সকলের। সম্পর্কের বয়স এক যুগ পেরিয়ে গেলেও এখন তারা ছাদনাতলায় পৌঁছতে পারেননি, তাদের নিয়ে চর্চা থামছে না। ঘুরতে যেতে ভীষণ ভালবাসেন৷ এবার ছুটি কাটাতে আইসল্যান্ডে গেলেন- অঙ্কুশ-ঐন্দ্রিলা৷
advertisement
2/6
আইসল্যান্ডের ব্লু লেগুন থেকে ছবি শেয়ার করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা৷  নীল জলে শরীর ডুবিয়ে ছবি শেয়ার করলেন তারকা জুটি৷ স্বপের এই জায়গাটা পর্যটকদের কাছে ভীষণই আকর্ষণীয়৷ আইসল্যান্ডে আসলে এই স্পা-তে সকলেই যান৷ তেমনই এবার পৌঁছে গেলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা৷
আইসল্যান্ডের ব্লু লেগুন থেকে ছবি শেয়ার করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা৷ নীল জলে শরীর ডুবিয়ে ছবি শেয়ার করলেন তারকা জুটি৷ স্বপের এই জায়গাটা পর্যটকদের কাছে ভীষণই আকর্ষণীয়৷ আইসল্যান্ডে আসলে এই স্পা-তে সকলেই যান৷ তেমনই এবার পৌঁছে গেলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা৷
advertisement
3/6
নীল জলে প্রিন্টেড বিকিনি পরে নো মেক আপ লুকে ধরা দিয়েছেন ঐন্দ্রিলা৷ ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লিখেছেন স্বপ্ন৷ সত্যিই যেন তাই৷ কনকনে ঠান্ডার মধ্যে ব্লু লেগুনের উষ্ণ জলে স্নান করার মজাটাই আলাদা৷ তবে এর জন্য আগে থেকে বুকিং করতে হয়৷
নীল জলে প্রিন্টেড বিকিনি পরে নো মেক আপ লুকে ধরা দিয়েছেন ঐন্দ্রিলা৷ ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লিখেছেন স্বপ্ন৷ সত্যিই যেন তাই৷ কনকনে ঠান্ডার মধ্যে ব্লু লেগুনের উষ্ণ জলে স্নান করার মজাটাই আলাদা৷ তবে এর জন্য আগে থেকে বুকিং করতে হয়৷
advertisement
4/6
 চারিদিকে পাহাড়ে ঘেরা এই আইল্যান্ডে প্রতিদিন ৫০০ জন পর্যটকের প্রবেশের অনুমতি রয়েছে৷ ব্লু লেগুনের উষ্ণ জলে রয়েছে প্রচুর পরিমাণে সালফার ও সিলিকা৷ জলের তাপমাত্রা থাকে ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেললিয়াস৷ এখানে রাতে থাকার ব্যবস্থাও রয়েছে৷ তবে খরচ শুনলে মাথায় হাত উঠবে৷
চারিদিকে পাহাড়ে ঘেরা এই আইল্যান্ডে প্রতিদিন ৫০০ জন পর্যটকের প্রবেশের অনুমতি রয়েছে৷ ব্লু লেগুনের উষ্ণ জলে রয়েছে প্রচুর পরিমাণে সালফার ও সিলিকা৷ জলের তাপমাত্রা থাকে ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেললিয়াস৷ এখানে রাতে থাকার ব্যবস্থাও রয়েছে৷ তবে খরচ শুনলে মাথায় হাত উঠবে৷
advertisement
5/6
এই ব্লু লেগুনের প্রবেশের জন্য মোট তিনটি প্যাকেজ রয়েছে৷ সবচেয়ে কম প্যাকেজের  মূল্য ভারতীয় টাকায় ৭৬৬৪ টাকা৷ যার মধ্যে একটা টাওয়াল, ড্রিঙ্ক, সিলিকা মাড মাস্ক, রয়েছে৷ এবং বাকি দুটো প্যাকেজের মূল্য ৯ হাজার ও ৫২ হাজার টাকা৷ যারা এখানে গোটা একটা রাত থাকতে চাইছেন তার জন্য খরচ পড়বে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত খরচ পড়বে। যা  শুনে চোখ কপালে উঠবে।
এই ব্লু লেগুনের প্রবেশের জন্য মোট তিনটি প্যাকেজ রয়েছে৷ সবচেয়ে কম প্যাকেজের মূল্য ভারতীয় টাকায় ৭৬৬৪ টাকা৷ যার মধ্যে একটা টাওয়াল, ড্রিঙ্ক, সিলিকা মাড মাস্ক, রয়েছে৷ এবং বাকি দুটো প্যাকেজের মূল্য ৯ হাজার ও ৫২ হাজার টাকা৷ যারা এখানে গোটা একটা রাত থাকতে চাইছেন তার জন্য খরচ পড়বে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত খরচ পড়বে। যা শুনে চোখ কপালে উঠবে।
advertisement
6/6
  টলিপাড়ার গুঞ্জনে কান পাতলেই শোনা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শীঘ্রই তারা। তবে হাজারো গুঞ্জনের মধ্যে তারা বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি। শেষবারের মতো  লাভ ম্যারেজ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে।
টলিপাড়ার গুঞ্জনে কান পাতলেই শোনা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শীঘ্রই তারা। তবে হাজারো গুঞ্জনের মধ্যে তারা বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি। শেষবারের মতো লাভ ম্যারেজ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে।
advertisement
advertisement
advertisement