পর্দায় এবার জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বেশ কিছু দিন ধরেই একসঙ্গে ছবি করার কথা ভাবছিলেন তাঁরা। ভাল চিত্রনাট্যের অপেক্ষায় ছিলেন।
advertisement
advertisement
advertisement
বাণিজ্যিক ছবির নায়ক হিসেবে বেশ সফল অঙ্কুশ। অন্য দিকে ছোট পর্দার চেনা মুখ ঐন্দ্রিলা। 'ফাগুন বউ’ ধারাবাহিকে অভিনয় করে, জনপ্রিয়তার শিখরে নায়িকা। দু'জন একসঙ্গে ছবি করছেন, ছবির বিষয়বস্তু বেশ অভিনব, তা বলাই যায়। 'ম্যাজিক' একটি থ্রিলার ছবি। এমন টান টান মিস্ট্রি ছবি এর আগে কখনও হয়নি, বলে দাবি পরিচালকের।
advertisement
মুক্তি পেল অঙ্কুশ-ঐন্দ্রিলার এই ছবির লুক। 'ম্যাজিক' -এ খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পায়েল সরকার। অঙ্কুশের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন, দেবশঙ্কর হালদার ও বিদীপ্তা চক্রবর্তী। ২০১৪-এ, 'চ্যালেঞ্জ ২'-এর শ্যুটিং-এর সময় রাজা চন্দ, প্রথম ঐন্দ্রিলার কাজ দেখেন। পাশের ফ্লোর-এ নিজের ধারাবাহিকের শ্যুটিং করছিলেন নায়িকা। ঐন্দ্রিলার শেখার ইচ্ছে ও পরিশ্রমী মনোভাব মুগ্ধ করে পরিচালককে। তখন থেকেই তাঁকে নিয়ে ছবি বানানোর ইচ্ছে রাজার।
advertisement