পর্দায় এবার জুটি বাঁধতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

Last Updated:
বেশ কিছু দিন ধরেই একসঙ্গে ছবি করার কথা ভাবছিলেন তাঁরা। ভাল চিত্রনাট্যের অপেক্ষায় ছিলেন।
1/6
তাঁদের সম্পর্ক অনেক দিনের। দু’জনেই অভিনেতা। কিন্তু পর্দায় তাঁদের রসায়ন দেখা হয়নি দর্শকের। অঙ্কুশ-ঐন্দ্রিলা। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন, এই রিয়াল লাইফ কপল।
তাঁদের সম্পর্ক অনেক দিনের। দু’জনেই অভিনেতা। কিন্তু পর্দায় তাঁদের রসায়ন দেখা হয়নি দর্শকের। অঙ্কুশ-ঐন্দ্রিলা। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন, এই রিয়াল লাইফ কপল।
advertisement
2/6
 রাজা চন্দ পরিচালিত, 'ম্যাজিক' ছবিতে একসঙ্গে অভিনয় করবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
রাজা চন্দ পরিচালিত, 'ম্যাজিক' ছবিতে একসঙ্গে অভিনয় করবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
advertisement
3/6
বেশ কিছু দিন ধরেই একসঙ্গে ছবি করার কথা ভাবছিলেন তাঁরা। ভাল চিত্রনাট্যের অপেক্ষায় ছিলেন। 'ম্যাজিক'-এর গল্পের বুননের মধ্যে স্বকীয়তা রয়েছে। অনেক স্ক্রিপ্ট রিডিং সেশন করে, অবশেষে গল্প চুড়ান্ত করা হয়েছে।
বেশ কিছু দিন ধরেই একসঙ্গে ছবি করার কথা ভাবছিলেন তাঁরা। ভাল চিত্রনাট্যের অপেক্ষায় ছিলেন। 'ম্যাজিক'-এর গল্পের বুননের মধ্যে স্বকীয়তা রয়েছে। অনেক স্ক্রিপ্ট রিডিং সেশন করে, অবশেষে গল্প চুড়ান্ত করা হয়েছে।
advertisement
4/6
 বাণিজ্যিক ছবির নায়ক হিসেবে বেশ সফল অঙ্কুশ। অন্য দিকে ছোট পর্দার চেনা মুখ ঐন্দ্রিলা। 'ফাগুন বউ’ ধারাবাহিকে অভিনয় করে, জনপ্রিয়তার শিখরে নায়িকা। দু'জন একসঙ্গে ছবি করছেন, ছবির বিষয়বস্তু বেশ অভিনব, তা বলাই যায়। 'ম্যাজিক' একটি থ্রিলার ছবি। এমন টান টান মিস্ট্রি ছবি এর আগে কখনও হয়নি, বলে দাবি পরিচালকের।
বাণিজ্যিক ছবির নায়ক হিসেবে বেশ সফল অঙ্কুশ। অন্য দিকে ছোট পর্দার চেনা মুখ ঐন্দ্রিলা। 'ফাগুন বউ’ ধারাবাহিকে অভিনয় করে, জনপ্রিয়তার শিখরে নায়িকা। দু'জন একসঙ্গে ছবি করছেন, ছবির বিষয়বস্তু বেশ অভিনব, তা বলাই যায়। 'ম্যাজিক' একটি থ্রিলার ছবি। এমন টান টান মিস্ট্রি ছবি এর আগে কখনও হয়নি, বলে দাবি পরিচালকের।
advertisement
5/6
 মুক্তি পেল অঙ্কুশ-ঐন্দ্রিলার এই ছবির লুক। 'ম্যাজিক' -এ খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পায়েল সরকার। অঙ্কুশের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন, দেবশঙ্কর হালদার ও বিদীপ্তা চক্রবর্তী। ২০১৪-এ, 'চ্যালেঞ্জ ২'-এর শ্যুটিং-এর সময় রাজা চন্দ, প্রথম ঐন্দ্রিলার কাজ দেখেন। পাশের ফ্লোর-এ নিজের ধারাবাহিকের শ্যুটিং করছিলেন নায়িকা। ঐন্দ্রিলার শেখার ইচ্ছে ও পরিশ্রমী মনোভাব মুগ্ধ করে পরিচালককে। তখন থেকেই তাঁকে নিয়ে ছবি বানানোর ইচ্ছে রাজার।
মুক্তি পেল অঙ্কুশ-ঐন্দ্রিলার এই ছবির লুক। 'ম্যাজিক' -এ খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পায়েল সরকার। অঙ্কুশের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন, দেবশঙ্কর হালদার ও বিদীপ্তা চক্রবর্তী। ২০১৪-এ, 'চ্যালেঞ্জ ২'-এর শ্যুটিং-এর সময় রাজা চন্দ, প্রথম ঐন্দ্রিলার কাজ দেখেন। পাশের ফ্লোর-এ নিজের ধারাবাহিকের শ্যুটিং করছিলেন নায়িকা। ঐন্দ্রিলার শেখার ইচ্ছে ও পরিশ্রমী মনোভাব মুগ্ধ করে পরিচালককে। তখন থেকেই তাঁকে নিয়ে ছবি বানানোর ইচ্ছে রাজার।
advertisement
6/6
 'ম্যাজিক'-এর জন্য একজন সরল চেহারার অভিনেত্রীর প্রয়োজন ছিল। ঐন্দ্রিলার চেহারায় সেই ব্যাপারটা রয়েছে, বলে মনে হয়েছে পরিচালকের। ঐন্দ্রিলাকে ছবিতে নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ পরিচালকের, এমনটাই জানিয়েছেন অঙ্কুশ। আগামী ৬ অগাস্ট থেকে শুরু হয়ে যাবে এই ছবির শ্যুটিং।
'ম্যাজিক'-এর জন্য একজন সরল চেহারার অভিনেত্রীর প্রয়োজন ছিল। ঐন্দ্রিলার চেহারায় সেই ব্যাপারটা রয়েছে, বলে মনে হয়েছে পরিচালকের। ঐন্দ্রিলাকে ছবিতে নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ পরিচালকের, এমনটাই জানিয়েছেন অঙ্কুশ। আগামী ৬ অগাস্ট থেকে শুরু হয়ে যাবে এই ছবির শ্যুটিং।
advertisement
advertisement
advertisement