Ankita Lokhande: মেয়ের মা হলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা...! একরত্তির মুখ দেখালেন ভিকি-অঙ্কিতা, খুশিতে ভাসছে জৈন-লোখন্ডে পরিবার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অঙ্কিতা রবিবার সন্তান ঘরে আসার ভিডিয়ো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। লেখেন, ‘আমাদের পরিবারে স্বাগত আমাদের ছোট রাজকুমারী মৌ লোখান্ডে জৈনকে। তুমি আমাদের পরিবারে নতুন সংযোজন। তুমি আমাদের জীবনে অপরিসীম আনন্দ এবং সুখ বয়ে এনো।’
advertisement
এখন তিনি বিবাহিত৷ তাঁর স্বামী ভিকি জৈন৷ সুশান্ত সিং-এর সঙ্গে সম্পর্ক ভাঙার পর বেশ কয়েকদিন সিঙ্গল ছিলেন অঙ্কিতা৷ তারপর শুরু হয় অঙ্কিতা-ভিকির প্রেম৷ তাঁর সঙ্গেই সংসার পাতেন নায়িকা৷ এমনকী সুশান্তের মৃত্যুর সময় খুবই ভেঙে পড়েন অঙ্কিতা৷ তাঁর মন শক্ত রাখার জন্য পাশে ছিলেন ভিকি তাঁর পাশে ছিলেন ভিকি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement