তথ্যচিত্রে কেন যৌথভাবে কোনও সাক্ষাৎকার দিলেন না সেলিম-জাভেদ? অবশেষে মুখ খুললেন জোয়া আখতার

Last Updated:
Zoya Akhtar On Why Javed Akhtar, Salim Khan Didn’t Do Joint Interview: আশ্চর্যের বিষয় হল, তথ্যচিত্রে সেলিম খান এবং জাভেদ আখতার কোনও যৌথ সাক্ষাৎকার দেননি। আলাদা আলাদা ভাবে দুটি সাক্ষাৎকার নিয়েছেন পরিচালক নম্রতা রাও। এই নিয়ে উঠছে প্রশ্ন। এক সময় যাঁরা একসঙ্গে জুটি বেঁধেছিলেন, আজ কী তাঁদের মুখ দেখাদেখি বন্ধ?
1/6
আশি এবং নব্বইয়ের দশকে বলিউড মাতিয়ে রেখেছিল সেলিম-জাভেদ জুটি। উপহার দিয়েছেন ‘শোলে’, ‘দিওয়ার’-এর মতো আইকনিক সব ছবি। সম্প্রতি তাঁদের নিয়ে তৈরি তথ্যচিত্র ‘দ্য অ্যাংরি ইয়ং ম্যান’ মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইমে।
আশি এবং নব্বইয়ের দশকে বলিউড মাতিয়ে রেখেছিল সেলিম-জাভেদ জুটি। উপহার দিয়েছেন ‘শোলে’, ‘দিওয়ার’-এর মতো আইকনিক সব ছবি। সম্প্রতি তাঁদের নিয়ে তৈরি তথ্যচিত্র ‘দ্য অ্যাংরি ইয়ং ম্যান’ মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইমে।
advertisement
2/6
আশ্চর্যের বিষয় হল, তথ্যচিত্রে সেলিম খান এবং জাভেদ আখতার কোনও যৌথ সাক্ষাৎকার দেননি। আলাদা আলাদা ভাবে দুটি সাক্ষাৎকার নিয়েছেন পরিচালক নম্রতা রাও। এই নিয়ে উঠছে প্রশ্ন। এক সময় যাঁরা একসঙ্গে জুটি বেঁধেছিলেন, আজ কী তাঁদের মুখ দেখাদেখি বন্ধ?
আশ্চর্যের বিষয় হল, তথ্যচিত্রে সেলিম খান এবং জাভেদ আখতার কোনও যৌথ সাক্ষাৎকার দেননি। আলাদা আলাদা ভাবে দুটি সাক্ষাৎকার নিয়েছেন পরিচালক নম্রতা রাও। এই নিয়ে উঠছে প্রশ্ন। এক সময় যাঁরা একসঙ্গে জুটি বেঁধেছিলেন, আজ কী তাঁদের মুখ দেখাদেখি বন্ধ?
advertisement
3/6
এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল তথ্যচিত্রের সহ প্রযোজক জোয়া আখতারকে। তিনি অবশ্য বিষয়টা এড়িয়েই গিয়েছেন। জোয়ার কথায়, “এটা পরিচালকের ব্যাপার। নম্রতা ওঁদের সাক্ষাৎকার আলাদাভাবে শ্যুট করেছেন। আমার তো মনে হয়, ভালই হয়েছে। দুজনের ব্যক্তিগত জীবন এবং যাত্রা উঠে এসেছে আলদা আলাদা ভাবে। একদম শেষে একসঙ্গে দু’জনকে দেখা গিয়েছে। নম্রতার দৃষ্টিভঙ্গীর সঙ্গে আমি একমত।’’
এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল তথ্যচিত্রের সহ প্রযোজক জোয়া আখতারকে। তিনি অবশ্য বিষয়টা এড়িয়েই গিয়েছেন। জোয়ার কথায়, “এটা পরিচালকের ব্যাপার। নম্রতা ওঁদের সাক্ষাৎকার আলাদাভাবে শ্যুট করেছেন। আমার তো মনে হয়, ভালই হয়েছে। দুজনের ব্যক্তিগত জীবন এবং যাত্রা উঠে এসেছে আলদা আলাদা ভাবে। একদম শেষে একসঙ্গে দু’জনকে দেখা গিয়েছে। নম্রতার দৃষ্টিভঙ্গীর সঙ্গে আমি একমত।’’
advertisement
4/6
তথ্যচিত্রের পরিচালক হিসাবে তিনি নিজে বা ফারহান আখতারকে কেন দেখা গেল না? সেই প্রশ্নের সোজাসুজি উত্তর দিয়েছেন জোয়া। তিনি বলছেন, “চেয়েছিলাম পরিবারের বাইরের কেউ করুক। নম্রতা হিন্দি ছবি পছন্দ করেন। দু’জনের কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। একজন মহিলার চোখে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ কীভাবে ধরা দেয়, সেটাও গুরুত্বপূর্ণ ছিল।’’
তথ্যচিত্রের পরিচালক হিসাবে তিনি নিজে বা ফারহান আখতারকে কেন দেখা গেল না? সেই প্রশ্নের সোজাসুজি উত্তর দিয়েছেন জোয়া। তিনি বলছেন, “চেয়েছিলাম পরিবারের বাইরের কেউ করুক। নম্রতা হিন্দি ছবি পছন্দ করেন। দু’জনের কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। একজন মহিলার চোখে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ কীভাবে ধরা দেয়, সেটাও গুরুত্বপূর্ণ ছিল।’’
advertisement
5/6
নম্রতার সঙ্গে ‘মেড ইন হেভেন’, ‘লাস্ট স্টোরিজ’, ‘ঘোস্ট স্টোরিজ’-এ একসঙ্গে কাজ করেছেন জোয়া। তাঁর মতে, শক্তিশালী পুরুষ ব্যক্তিত্বে অনেক রকম শেড থাকে। সেগুলো পুরুষ একরকম ভাবে দেখে। আবার মহিলারা অন্যরকম ভাবে।
নম্রতার সঙ্গে ‘মেড ইন হেভেন’, ‘লাস্ট স্টোরিজ’, ‘ঘোস্ট স্টোরিজ’-এ একসঙ্গে কাজ করেছেন জোয়া। তাঁর মতে, শক্তিশালী পুরুষ ব্যক্তিত্বে অনেক রকম শেড থাকে। সেগুলো পুরুষ একরকম ভাবে দেখে। আবার মহিলারা অন্যরকম ভাবে।
advertisement
6/6
‘অ্যাংরি ইয়ং ম্যান’ তথ্যচিত্রের যৌথ প্রযোজক জোয়া আখতারের টাইগার বেবি, ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট এবং সালমান খান ফিল্মস। তিন পর্বের সিরিজে ফুটে উঠেছে সেলিম জাভেদের জুটি বাঁধার আখ্যান। সত্তরের দশকে রূপালি পর্দায় ‘অ্যাংরি ইয়ং ম্যান’ চরিত্রের আবির্ভাবের নেপথ্য ভাষণ। ফিল্মি দুনিয়ার নানা অজানা গল্প। কীভাবে জন্ম নিয়েছিল ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ডন’-এর মতো ছবি, তৎকালীন প্রজন্মের উপর তার প্রভাব কী ছিল, উঠে এসেছে তাও।
‘অ্যাংরি ইয়ং ম্যান’ তথ্যচিত্রের যৌথ প্রযোজক জোয়া আখতারের টাইগার বেবি, ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট এবং সালমান খান ফিল্মস। তিন পর্বের সিরিজে ফুটে উঠেছে সেলিম জাভেদের জুটি বাঁধার আখ্যান। সত্তরের দশকে রূপালি পর্দায় ‘অ্যাংরি ইয়ং ম্যান’ চরিত্রের আবির্ভাবের নেপথ্য ভাষণ। ফিল্মি দুনিয়ার নানা অজানা গল্প। কীভাবে জন্ম নিয়েছিল ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ডন’-এর মতো ছবি, তৎকালীন প্রজন্মের উপর তার প্রভাব কী ছিল, উঠে এসেছে তাও।
advertisement
advertisement
advertisement