Aneek Dhar: একরত্তি ছেলেই এখন বন্ধু! ২য় বার বাবা হয়ে সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট অনীকের

Last Updated:
Aneek Dhar: নতুন দায়িত্ব জুড়ে গেল তালিকায়। তিন থেকে চার হলেন তাঁরা। আপাতত নতুন অতিথিকে কেন্দ্র করেই আবর্তিত অনীক এবং দেবলীর জীবন।
1/5
এক দিন আগে দ্বিতীয় বার বাবা হয়েছেন সঙ্গীত শিল্পী অনীক ধর। স্ত্রী দেবলীনা এবং মেয়ের সঙ্গে একটি ছবি দিয়ে অনুরাগীদের সুখবর জানিয়েছেন তিনি।
এক দিন আগে দ্বিতীয় বার বাবা হয়েছেন সঙ্গীত শিল্পী অনীক ধর। স্ত্রী দেবলীনা এবং মেয়ের সঙ্গে একটি ছবি দিয়ে অনুরাগীদের সুখবর জানিয়েছেন তিনি।
advertisement
2/5
দেবলীনার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের পর তাঁকে বিয়ে করেন অনীক। ২০১৮ সালে কন্যাসন্তানের অভিভাবক হন তাঁরা।
দেবলীনার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের পর তাঁকে বিয়ে করেন অনীক। ২০১৮ সালে কন্যাসন্তানের অভিভাবক হন তাঁরা।
advertisement
3/5
নতুন দায়িত্ব জুড়ে গেল তালিকায়। তিন থেকে চার হলেন তাঁরা। আপাতত নতুন অতিথিকে কেন্দ্র করেই আবর্তিত অনীক এবং দেবলীর জীবন।
নতুন দায়িত্ব জুড়ে গেল তালিকায়। তিন থেকে চার হলেন তাঁরা। আপাতত নতুন অতিথিকে কেন্দ্র করেই আবর্তিত অনীক এবং দেবলীর জীবন।
advertisement
4/5
ইনস্টাগ্রামে সদ্যোজাতের একটি ছবি পোস্ট করেছেন অনীক। এখনই তার মুখ প্রকাশ্যে আনেননি গায়ক। ছবিতে দেখা যাচ্ছে, একরত্তির ছোট্ট হাতের মুঠোয় তার বাবার হাতের আঙুল।  সেই ছবি দিয়ে অনীক লিখেছেন, 'তেরে জেয়সা ইয়ার কাহা'।
ইনস্টাগ্রামে সদ্যোজাতের একটি ছবি পোস্ট করেছেন অনীক। এখনই তার মুখ প্রকাশ্যে আনেননি গায়ক। ছবিতে দেখা যাচ্ছে, একরত্তির ছোট্ট হাতের মুঠোয় তার বাবার হাতের আঙুল। সেই ছবি দিয়ে অনীক লিখেছেন, 'তেরে জেয়সা ইয়ার কাহা'।
advertisement
5/5
অনীকের পোস্টে তাঁর সন্তানকে ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসছেন গায়ক।
অনীকের পোস্টে তাঁর সন্তানকে ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা। শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসছেন গায়ক।
advertisement
advertisement
advertisement