সম্প্রতি অনন্যা পাণ্ডের তুতো বোন অলন্যা পাণ্ডের বিয়ে থেকে একটি ছবি ফাঁস করেছে পাপারাৎজিরা। যেখানে দেখা যাচ্ছে, বিয়েবাড়ির ভিড়ের মধ্যে মা-বাবার সামনেই ঠোঁটে সিগারেট অনন্যার। তার পরেই কটাক্ষ শুরু। প্রশ্ন উঠছে, ‘‘ধূমপান বিরোধী প্রচার চালিয়ে কিনা নিজেরই ঠোঁটে সিগারেট? মা-বাবার সামনে ধূমপান করছেন কেন তিনি?’’
লকডাউনের সময়ে হৃতিক রোশনের একটি ছবি শেয়ার করেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান। যেখানে তাঁকে ব্যালকনিতে দাঁড়িয়ে দুই ছেলের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়। ভক্তরা তখনই তাঁর হাতে সিগারেট দেখতে পান৷ সেই নিয়ে শুরু হয় নিন্দার ঝড়। প্রথমত ধূমপানের মতো ক্ষতিকর নেশা থাকার জন্য, দ্বিতীয়ত, সন্তানদের সামনে ধূমপান করার জন্য সমালোচনা শুনতে হয় তাঁকে।