বলিউডে বেশ কয়েকটি ছবিতে কাজ করে জনপ্রিয়তা পেয়েছিলেন আমাইরা দস্তুর। তবে ফ্যাশনেও এখন কোনও অংশে কম না তিনি। সম্প্রতি তাঁর সাদা ব্রালেট ও প্যান্টে এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Amyra Dastur) কালো জাম্পস্যুটে মোহমীয় সাজে। গোলাপি প্যান্টস্যুটে আমাইরা। প্রিন্টেড কো-অর্ডে সেজেছেন নায়িকা। ওয়ান শোল্ডাল নীল লং ড্রেেস ফ্যাশনিস্তা আমাইরা। বডিকন ড্রেসে সেজেছেন নায়িকা। সাদা টপ ও প্রিন্টেড স্কার্টে ক্যাসুয়াল নায়িকা। কালো ব্রালেট ও হাই স্লিট স্কার্ট পরেছেন আমাইরা। সোনালী টালেস ড্রেস। মেটালিক কো-অর্ড সেটে আমাইরা দস্তুর।