বিয়ের আগে হবু স্ত্রী জয়াকে কী শর্ত দিয়েছিলেন বিগ বি অমিতাভ বচ্চন? 'Secret' ফাঁস করলেন জয়া!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
সম্প্রতি এক অনুষ্ঠানে এসে তাঁদের বিয়ের সম্পর্কে এক গোপন তথ্য ফাঁস করলেন জয়া বচ্চন। জানালেন, বিয়ের সময় একটি বিশেষ শর্ত দিয়েছিলেন অমিতাভ।
advertisement
advertisement
‘হোয়াট দ্য হেল নভ্যা’ নামের পডকাস্ট রয়েছে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলির। সেখানে ‘মর্ডান লাভ: রোম্যান্স অ্যান্ড রিগ্রেটস’ নিয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল। যাতে নভ্যার সঙ্গে যোগ দেন তাঁর মা শ্বেতা বচ্চন নন্দা এবং দিদিমা জয়া বচ্চন। নাতনির সঙ্গে কথোপকথনের সময়ই বিয়ের কথা জানান বর্ষীয়ান অভিনেত্রী।
advertisement
১৯৭৩ সালের ৩ জুন অমিতাভ বচ্চনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন জয়া। তার আগে একটিই শর্ত দিয়েছিলেন বিগ বি। হবু স্ত্রীকে জানিয়ে দিয়েছিলেন, ন’টা-পাঁচটার কাজ করা বউ তাঁর চাই না। জয়া প্রতিদিন কাজ করুন, এটাও তিনি চাননি। চেয়েছিলেন, ভাল মানুষদের সঙ্গেই জয়া ভাল কিছু কাজ করুন। প্রয়োজনে নয়, নিজের পছন্দ অনুযায়ী যেন বাছা কিছু ছবিতেই কাজ করেন অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই 'কৌন বনেগা ক্রোড়পতি'র সেটে আহত হন অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের অফিশিয়াল ব্লগে এমন বাস্তবিক ঘটনার কথাই শেয়ার করেছেন বিগ বি। অমিতাভ বচ্চন লিখেছেন, 'একটা ধাতব কোনও টুকরো আমার বাঁ পায়ে আচমকা লেগে যায় আর তার জন্যই আমার পায়ের শিরা কেটে যায়। শিরার অনেকটা কেটে যাওয়ায় রক্ত পড়তে থাকে নাগাড়ে।
advertisement
advertisement