অমিতাভ-জয়ার ৪৩ তম বিবাহবার্ষিকী !

Last Updated:
1/6
দীর্ঘ চার দশকের বেশি এক সঙ্গে কাটিয়ে দিলেন বলিউডের এই হিট জুটি ৷ তবে শুধু রিল নয় রিয়েল লাইফেও হিট অমিতাভ -জয়া জুটি ৷ শুক্রবার ৩ জুন তাঁদের ৪৩ তম বিবাহ-বার্ষিকী ৷ পর্দায় এবং পর্দার বাইরে তাঁরা সমান জনপ্রিয় ৷ ৪২ বছর আগে শুর হয়েছিল পথ চলা ৷ প্রথম ‘গুড্ডি’ ছবিতে জুটি বাঁধেন অমিতাভ-জয়া ৷ এরপর একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছে বলিউডের এই ছবি ৷ জান্জীর, অভিমান, শোলে, মিলি, চুপকে চুপকে ৷
দীর্ঘ চার দশকের বেশি এক সঙ্গে কাটিয়ে দিলেন বলিউডের এই হিট জুটি ৷ তবে শুধু রিল নয় রিয়েল লাইফেও হিট অমিতাভ -জয়া জুটি ৷ শুক্রবার ৩ জুন তাঁদের ৪৩ তম বিবাহ-বার্ষিকী ৷ পর্দায় এবং পর্দার বাইরে তাঁরা সমান জনপ্রিয় ৷ ৪২ বছর আগে শুর হয়েছিল পথ চলা ৷ প্রথম ‘গুড্ডি’ ছবিতে জুটি বাঁধেন অমিতাভ-জয়া ৷ এরপর একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছে বলিউডের এই ছবি ৷ জান্জীর, অভিমান, শোলে, মিলি, চুপকে চুপকে ৷
advertisement
2/6
শ্যুটিং ফ্রোর থেকে আলাপ ৷ তারপর বন্ধুত্ব ও প্রেম ৷ ১৯৭৩ সালে সাত পাকে বাঁধা পড়েন অমিতাভ-জয়া ৷ একেবারে বাঙালি কায়দায় বিয়ে করেছিলেন অমিতাভ ও জয়া ৷ সেই সময় তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন দু’জনের বিশেষ কিছু বন্ধু ৷
শ্যুটিং ফ্রোর থেকে আলাপ ৷ তারপর বন্ধুত্ব ও প্রেম ৷ ১৯৭৩ সালে সাত পাকে বাঁধা পড়েন অমিতাভ-জয়া ৷ একেবারে বাঙালি কায়দায় বিয়ে করেছিলেন অমিতাভ ও জয়া ৷ সেই সময় তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন দু’জনের বিশেষ কিছু বন্ধু ৷
advertisement
3/6
গত বছর বিবাহবার্ষিকীতে নিজের বিয়ের দিনের বিশেষ কিছু মুহূর্ত ব্লগে শেয়ার করেছিলেন বিগ বি ৷ জানিয়েছিলেন জন্জির ছবি মুক্তি পাওয়ার পর জয়া ও বন্ধুদের সঙ্গে লন্ডন ঘুরতে যেতে চেয়েছিলেন অমিতাভ ৷ বিগ বি তাঁর বাবাকে লন্ডন ঘুরতে যাওয়ার পরিকল্পনা জানানোর পর তিনি স্পষ্ট জানিয়ে দেন যে লন্ডন ঘুরতে যেতে হলে জয়াকে বিয়ে করে যেতে হবে ৷ রাজিও হয়ে যান অমিতাভ ও জয়া ৷
গত বছর বিবাহবার্ষিকীতে নিজের বিয়ের দিনের বিশেষ কিছু মুহূর্ত ব্লগে শেয়ার করেছিলেন বিগ বি ৷ জানিয়েছিলেন জন্জির ছবি মুক্তি পাওয়ার পর জয়া ও বন্ধুদের সঙ্গে লন্ডন ঘুরতে যেতে চেয়েছিলেন অমিতাভ ৷ বিগ বি তাঁর বাবাকে লন্ডন ঘুরতে যাওয়ার পরিকল্পনা জানানোর পর তিনি স্পষ্ট জানিয়ে দেন যে লন্ডন ঘুরতে যেতে হলে জয়াকে বিয়ে করে যেতে হবে ৷ রাজিও হয়ে যান অমিতাভ ও জয়া ৷
advertisement
4/6
পরিবারের সদস্য ও বিশেষ কিছু বন্ধু বান্ধবের উপস্থিতিতে বলে পড়েন বিয়ের পিড়িতে ৷
পরিবারের সদস্য ও বিশেষ কিছু বন্ধু বান্ধবের উপস্থিতিতে বলে পড়েন বিয়ের পিড়িতে ৷
advertisement
5/6
বৃহস্পতিবার রাত থেকেই অমিতাভ-জয়ার ভক্তরা এই দম্পতিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন ৷
বৃহস্পতিবার রাত থেকেই অমিতাভ-জয়ার ভক্তরা এই দম্পতিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন ৷
advertisement
6/6
ফ্যানদের শুভ কামনায় উপচে পড়ছে বিগ বির ট্যুইটার ৷
ফ্যানদের শুভ কামনায় উপচে পড়ছে বিগ বির ট্যুইটার ৷
advertisement
advertisement
advertisement