Jaya Bachchan-Amitabh Bachchan Love Story: কেমন ছিলেন প্রেমিক অমিতাভ? বিয়ের পরেই রেখার সঙ্গে উত্তাল প্রেম! কী পরিস্থিতি হয়েছিল...! বিস্ফোরক জয়া বচ্চন

Last Updated:
Jaya Bachchan-Amitabh Bachchan Love Story: অমিতাভের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পর থেকেই তিনি ভয়ে ভয়ে থাকতেন। কারণ অমিতাভই একমাত্র ব্যক্তি যাকে তিনি রীতিমতো ভয় পেতেন। তিনি যদি হালকাভাবে কিছু বলতেন, তাহলেও আমি তা করতাম। কারণ আমি ওঁকে সুখী করতে চেয়েছিলাম পারিবারিক জীবনে।
1/7
*বলিউডে তখনও নাম হয়নি। সেই সময় অমিতাভ বচ্চনের হাত ধরেছিলেন জয়া বচ্চন। পরিবারের সম্মতিতে দু'জন বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু কিছুদিন পর অভিনেত্রী রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের নাম জড়িয়ে যায়। জয়া বচ্চন, সিমি গারওয়ালকে একটি পুরানো সাক্ষাৎকারে অমিতাভ বচ্চনের মধ্যে রোম্যান্টিসিজমের অভাবের কথা বলেছিলেন। জানিয়েছিলেন খুব কমই কথা বলতেন অমিতাভ। সংগৃহীত ছবি।
*বলিউডে তখনও নাম হয়নি। সেই সময় অমিতাভ বচ্চনের হাত ধরেছিলেন জয়া বচ্চন। পরিবারের সম্মতিতে দু'জন বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু কিছুদিন পর অভিনেত্রী রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের নাম জড়িয়ে যায়। জয়া বচ্চন, সিমি গারওয়ালকে একটি পুরানো সাক্ষাৎকারে অমিতাভ বচ্চনের মধ্যে রোম্যান্টিসিজমের অভাবের কথা বলেছিলেন। জানিয়েছিলেন খুব কমই কথা বলতেন অমিতাভ। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*সিমি যখন অমিতাভকে জিজ্ঞাসা করেন তিনি নিজেকে রোম্যান্টিক মনে করেন কিনা, তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, না। পরিবেশ গম্ভীর হওয়ার আগেই জয়া হেসে পরিবেশ বদলে দেন। সংগৃহীত ছবি।
*সিমি যখন অমিতাভকে জিজ্ঞাসা করেন তিনি নিজেকে রোম্যান্টিক মনে করেন কিনা, তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, না। পরিবেশ গম্ভীর হওয়ার আগেই জয়া হেসে পরিবেশ বদলে দেন। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*অমিতাভকে সিমি প্রশ্ন করেন রোম্যান্টিক হওয়ার অর্থ কী? তিনি কী মনে করেন? জয়া জানান, সঙ্গীর জন্য অনেকেই ভালবেসে ওয়াইন নিয়ে আসে। অনেকেই ফুলও নিয়ে যায়। এ কথা বলতে বলতেই তাঁকে কার্যত থামিয়ে দেন অমিতাভ। মন্তব্য এড়িয়ে যান এবং বলেন, 'আমি কখনও এরকম করিনি।' সংগৃহীত ছবি।
*অমিতাভকে সিমি প্রশ্ন করেন রোম্যান্টিক হওয়ার অর্থ কী? তিনি কী মনে করেন? জয়া জানান, সঙ্গীর জন্য অনেকেই ভালবেসে ওয়াইন নিয়ে আসে। অনেকেই ফুলও নিয়ে যায়। এ কথা বলতে বলতেই তাঁকে কার্যত থামিয়ে দেন অমিতাভ। মন্তব্য এড়িয়ে যান এবং বলেন, 'আমি কখনও এরকম করিনি।' সংগৃহীত ছবি।
advertisement
4/7
*জয়া বচ্চন বলেন, অমিতাভের কোনও বান্ধবী থাকলে হয়তো তিনি আরও রোম্যান্টিক হতে পারতেন, তবে তাও হতেন কিনা, সে নিয়েও সন্দেহ প্রকাশ করেন জয়া। সংগৃহীত ছবি।
*জয়া বচ্চন বলেন, অমিতাভের কোনও বান্ধবী থাকলে হয়তো তিনি আরও রোম্যান্টিক হতে পারতেন, তবে তাও হতেন কিনা, সে নিয়েও সন্দেহ প্রকাশ করেন জয়া। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*সিমি জয়াকে প্রশ্ন করেন, যখন ডেট করছিলেন তখন অমিতাভ কখনও রোম্যান্টিক ছিলেন কিনা। সিমির দিকে আচমকাই অবাক দৃষ্টিতে তাকান জয়া। বলেন, ' প্রেমের সময় আমাদের মধ্যে খুব কমই কথা হত। তারপরে বিয়েও হয়ে যায়। সংগৃহীত ছবি।
*সিমি জয়াকে প্রশ্ন করেন, যখন ডেট করছিলেন তখন অমিতাভ কখনও রোম্যান্টিক ছিলেন কিনা। সিমির দিকে আচমকাই অবাক দৃষ্টিতে তাকান জয়া। বলেন, ' প্রেমের সময় আমাদের মধ্যে খুব কমই কথা হত। তারপরে বিয়েও হয়ে যায়। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*জয়া বলেন, অমিতাভের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পর থেকেই তিনি ভয়ে ভয়ে থাকতেন। কারণ অমিতাভই একমাত্র ব্যক্তি যাকে তিনি রীতিমতো ভয় পেতেন। তিনি যদি হালকাভাবে কিছু বলতেন, তাহলেও আমি তা করতাম। কারণ আমি ওঁকে সুখী করতে চেয়েছিলাম পারিবারিক জীবনে। সংগৃহীত ছবি।
*জয়া বলেন, অমিতাভের সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পর থেকেই তিনি ভয়ে ভয়ে থাকতেন। কারণ অমিতাভই একমাত্র ব্যক্তি যাকে তিনি রীতিমতো ভয় পেতেন। তিনি যদি হালকাভাবে কিছু বলতেন, তাহলেও আমি তা করতাম। কারণ আমি ওঁকে সুখী করতে চেয়েছিলাম পারিবারিক জীবনে। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*গুঞ্জন ছিল রেখার কারণে দু'জনের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিন্তু অমিতাভ-জয়ার সম্পর্ক আজও বলিউডের অন্যতম সুন্দর প্রেমের গল্প। সংগৃহীত ছবি।
*গুঞ্জন ছিল রেখার কারণে দু'জনের মধ্যে মতপার্থক্য রয়েছে। কিন্তু অমিতাভ-জয়ার সম্পর্ক আজও বলিউডের অন্যতম সুন্দর প্রেমের গল্প। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement