Amitabh-Jaya Wedding Menu: ৫১ বছর পর ফাঁস অমিতাভ-জয়ার বিয়ের মেনু...! কী কী রাজকীয় পদ ছিল? জানলে বিশ্বাসই হবে না!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Amitabh-Jaya Wedding Menu: সম্প্রতি ভাইরাল হয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বিয়ের কার্ড। এবার তাদের বিয়ের মেনু কার্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু জানেন কি তাদের বিয়েতে কে মেনু ঠিক করেছিল এবং মেনু কি ছিল?
advertisement
advertisement
advertisement
advertisement
'কৌন বনেগা ক্রোড়পতি ১৬'-এর সর্বশেষ এপিসোডে, ওড়িশার শ্রাবণী জেনা হট সিটে বসেছিলেন। গেম খেলার সময়, শ্রাবণী অমিতাভ বচ্চনকে তার বিয়ে এবং বাগদত্তা সম্পর্কে বলেছিলেন, তিনি বিগ বিকে তার বিয়ের মেনু সম্পর্কেও জিজ্ঞাসা করেছিলেন। কথোপকথন চলতে থাকে এবং এমনকি প্রতিযোগীরা বিগ বি-র সঙ্গেতাদের বিয়ের মেনু নিয়ে কথা বলতে শুরু করে।
advertisement
শ্রাবণী অমিতাভকে প্রশ্ন করেন, বিয়ের খাবার সবার মনে থাকে, তাহলে আপনার বিয়ের খাবারের মেন্যু কে ঠিক করেছিল? এ বিষয়ে মেগাস্টার বলেন, 'আমাদের বিয়েতে এমন কিছু হয়নি। একদিন হাঁটতে হাঁটতে ভাবলাম বিয়ে করব। তিনিও রাজি হয়ে বললেন, ঠিক আছে। দু'জনেই বিয়ে করলাম। এরপর বাড়িতে তৈরি খাবার আমাকে খাওয়ানো হয়।
advertisement
শ্রাবণী আবার জিজ্ঞেস করল, 'স্যার, জয়া ম্যাম কিছু বলেননি?' এ নিয়ে প্রথমে চুপ হয়ে গেলেন অমিতাভ তারপর বললেন, 'হ্যাঁ, ঠিক এমনই ছিল। কোনও ঝক্কি নেই।' জানা গেছে, অমিতাভ ও জয়ার বিয়ের কথা গোপন রাখা হয়েছিল। এতে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন জড়িত ছিলেন। মাত্র পাঁচজন অতিথিকে নিয়ে বিয়েতে পৌঁছেছিলেন অমিতাভ।
advertisement