Aamir-Kiran Divorce: 'বিয়েটা বাঁচানোর চেষ্টা করেছিলাম', আক্ষেপ আমিরের বন্ধুর গলায়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
আমির খানের ঘনিষ্ঠ বন্ধু আমিন হাজি (Amin Hajee) খবরটা শোনার পর অবশ্য ভেঙে পড়েছেন।
advertisement
advertisement
আমিন হাজি বলেছেন, ব্যাপারটা আমার পরিবারের সবাই জানত। ওরা আজ সরকারিভাবে ঘোষণা করল। আমরা, বন্ধুরা ওদের বিয়েটা বাঁচানোর চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম যদি দুজনের মধ্যে আলোচনা হওয়ার পর বরফ গলে! দুপক্ষের বোঝাপড়া যদি হয়! আজ সকালেও কিরণ আমাকে ছবি পাঠিয়েছে। পরিবারের লোকজনকে দেখিয়ে বললাম, ওদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আগের থেকে বদলেছে। তবে ওরা এখনও একসঙ্গে আছে।
advertisement
এর পর আমিন আরও বলেন, আমরা একসঙ্গে বসে আলোচনাও করেছিলাম। তবে ওরা দুজনেই পরিণত মানুষ। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে হাজারবার ভেবেছে। ওদের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত আমাদের। ওরা কী করবে সেটা আমরা বলে দিতে পারি না। বলে দিতে পারলে অবশ্য ভাল হত! আমি এই ব্যাপারে খুব হতাশ। আমার স্ত্রী শার্লটকে সেটা জানিয়েছি। অনেক সময় দুজন ভাল মানুষের একসঙ্গে থাকা হয় না। সেটা হতাশাজনক।
advertisement
হাজির সঙ্গে আমিরের পারিবারিক সম্পর্ক রয়েছে। দুজনেই দুজনের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তবে আমির-কিরণের বিবাহ বিচ্ছেদ যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। হাজি বলেছেন, এটা আমার কাছে ব্যক্তিগত ক্ষতি। তবে ওরা ভাল থাকুক সেটাই চাইব। ব্যক্তিগত ও পেশাদার জীবনে আমির-কিরণের জুটি অসাধারণ। ওরা একে অপরের সান্নিধ্যে থাক, সেটাই চাইব।