মেহন্দি, মালাবদল, জুতো চুরি, মিঠাই বিলি- দেখুন দিয়া, বৈভবের বিয়ের একরাশ ছবি!

Last Updated:
মধুমাস শুরু হতে না হতেই মধুর খবর এল বলিউড থেকে- বিয়ে সেরে ফেললেন নায়িকা দিয়া মির্জা (Dia Mirza)। পাত্রটি কে? তাঁর নাম বৈভব রেখি (Vaibhav Rekhi)! দিয়া আর বৈভব করোনাকালীন নিয়ম মেনেই কোনও রকম হইচইয়ের মধ্যে দিয়ে যেতে চাননি।
1/8
মধুমাস শুরু হতে না হতেই মধুর খবর এল বলিউড থেকে- বিয়ে সেরে ফেললেন নায়িকা দিয়া মির্জা (Dia Mirza)। পাত্রটি কে? তাঁর নাম বৈভব রেখি (Vaibhav Rekhi)! দিয়া আর বৈভব করোনাকালীন নিয়ম মেনেই কোনও রকম হইচইয়ের মধ্যে দিয়ে যেতে চাননি। এমনকি, বিয়ের জন্য তাঁরা কোনও রিসর্ট, নিদেনপক্ষে ব্যাঙ্কোয়েটও বুক করেননি। এই হয়েছে খুবই ঘরোয়া ভাবে, মুম্বইয়ের পশ্চিম বান্দ্রার বাসস্থান বেল এয়ার অ্যাপার্টমেন্টে।
মধুমাস শুরু হতে না হতেই মধুর খবর এল বলিউড থেকে- বিয়ে সেরে ফেললেন নায়িকা দিয়া মির্জা (Dia Mirza)। পাত্রটি কে? তাঁর নাম বৈভব রেখি (Vaibhav Rekhi)! দিয়া আর বৈভব করোনাকালীন নিয়ম মেনেই কোনও রকম হইচইয়ের মধ্যে দিয়ে যেতে চাননি। এমনকি, বিয়ের জন্য তাঁরা কোনও রিসর্ট, নিদেনপক্ষে ব্যাঙ্কোয়েটও বুক করেননি। এই হয়েছে খুবই ঘরোয়া ভাবে, মুম্বইয়ের পশ্চিম বান্দ্রার বাসস্থান বেল এয়ার অ্যাপার্টমেন্টে।
advertisement
2/8
নায়িকার বিয়ে উপলক্ষ্যে যতটা না হলেই নয়, সেই মতো সেজে উঠেছে বেল এয়ার অ্যাপার্টমেন্টের বাগানে তৈরি বিবাহমণ্ডপ। পূর্ণ কলসের মঙ্গলময় স্তম্ভে ঘেরা মণ্ডপে পরস্পরের গলায় মালা পরিয়ে দিয়েছেন দিয়া আর বৈভব।
নায়িকার বিয়ে উপলক্ষ্যে যতটা না হলেই নয়, সেই মতো সেজে উঠেছে বেল এয়ার অ্যাপার্টমেন্টের বাগানে তৈরি বিবাহমণ্ডপ। পূর্ণ কলসের মঙ্গলময় স্তম্ভে ঘেরা মণ্ডপে পরস্পরের গলায় মালা পরিয়ে দিয়েছেন দিয়া আর বৈভব।
advertisement
3/8
দেখা যাচ্ছে সোনালি জরির কাজ করা লাল বেনারসি শাড়ির সাজে নায়িকাকে, মাথায় বিয়ের সময়ে ছিল সোনালি কাজের লাল রেশমি ওড়না। সোনা আর মুক্তোর গয়নায়, খোঁপায় ফুলের সাজে একেবারে সাবেকি নববধূর রূপ ধরেছেন দিয়া। অন্য দিকে, বৈভব স্ত্রীর মতো বিশেষ সাজগোজের দিকে যাননি। তাঁর বিয়ের সাজ সম্পূর্ণ হয়েছে সাদা কুর্তা আর চুড়িদারে; মাথায় শোভা পেয়েছে সোনালি পাগড়ি।
দেখা যাচ্ছে সোনালি জরির কাজ করা লাল বেনারসি শাড়ির সাজে নায়িকাকে, মাথায় বিয়ের সময়ে ছিল সোনালি কাজের লাল রেশমি ওড়না। সোনা আর মুক্তোর গয়নায়, খোঁপায় ফুলের সাজে একেবারে সাবেকি নববধূর রূপ ধরেছেন দিয়া। অন্য দিকে, বৈভব স্ত্রীর মতো বিশেষ সাজগোজের দিকে যাননি। তাঁর বিয়ের সাজ সম্পূর্ণ হয়েছে সাদা কুর্তা আর চুড়িদারে; মাথায় শোভা পেয়েছে সোনালি পাগড়ি।
advertisement
4/8
দিয়া আর বৈভব- দু'জনেরই এটা দ্বিতীয় বিয়ে। নায়িকা প্রথমবার বিয়ে করেছিলেন ছবির প্রযোজক সাহিল সঙ্ঘকে (Sahil Sangha)। ববি জাসুস-এর (Bobby Jasoos) মতো ছবি প্রযোজনার সঙ্গে জড়িয়ে রয়েছে যাঁর নাম। অন্য দিকে, বৈভবের এর আগে বিয়ে হয়েছিল যোগ-প্রশিক্ষক সুনয়না রেখির (Sunaina Rekhi) সঙ্গে- তাঁদের একটি কন্যাসন্তানও আছে।
দিয়া আর বৈভব- দু'জনেরই এটা দ্বিতীয় বিয়ে। নায়িকা প্রথমবার বিয়ে করেছিলেন ছবির প্রযোজক সাহিল সঙ্ঘকে (Sahil Sangha)। ববি জাসুস-এর (Bobby Jasoos) মতো ছবি প্রযোজনার সঙ্গে জড়িয়ে রয়েছে যাঁর নাম। অন্য দিকে, বৈভবের এর আগে বিয়ে হয়েছিল যোগ-প্রশিক্ষক সুনয়না রেখির (Sunaina Rekhi) সঙ্গে- তাঁদের একটি কন্যাসন্তানও আছে।
advertisement
5/8
মাথা থেকে ওড়নাটা খুলে ফেলেছেন দিয়া, স্বামী বৈভবের হাত ধরে হেঁটে এসে নিয়মমাফিক একটুক্ষণ দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ দিয়েছেন মিডিয়াকে। তবে বৈভব সারাটা সময় স্ত্রীর পাশে থাকেননি, চিত্রসাংবাদিকরা আরও ছবি তোলার অনুরোধ করলে তিনি স্ত্রীর হাত ছেড়ে দিয়ে চলে গিয়েছেন অন্যত্র- দিয়াকে একাই দেখা গিয়েছে ক্যামেরার সামনে।
মাথা থেকে ওড়নাটা খুলে ফেলেছেন দিয়া, স্বামী বৈভবের হাত ধরে হেঁটে এসে নিয়মমাফিক একটুক্ষণ দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ দিয়েছেন মিডিয়াকে। তবে বৈভব সারাটা সময় স্ত্রীর পাশে থাকেননি, চিত্রসাংবাদিকরা আরও ছবি তোলার অনুরোধ করলে তিনি স্ত্রীর হাত ছেড়ে দিয়ে চলে গিয়েছেন অন্যত্র- দিয়াকে একাই দেখা গিয়েছে ক্যামেরার সামনে।
advertisement
6/8
সংস্কৃতে বলে মিষ্টান্ন মিতরে জনাঃ! অর্থাৎ ভালোবাসা এবং বিয়ে দুই হৃদয়ের ব্যাপার, সাধারণের প্রাপ্য কেবল মিষ্টান্ন! দেখা যাচ্ছে, চিত্রসাংবাদিকদের বিমুখ করেননি নায়িকা এই ব্যাপারে! নায়িকার ছবি বেছে নেওয়ার ধরন যেমন খুব আলাদা, তেমনই আলাদা তাঁর বিয়ের মেহন্দির সাজও। ময়ূর পালকের অনুষঙ্গে তাঁর হাতের পাতায় ধরা দিয়েছে নিটোল ভালোবাসা!
সংস্কৃতে বলে মিষ্টান্ন মিতরে জনাঃ! অর্থাৎ ভালোবাসা এবং বিয়ে দুই হৃদয়ের ব্যাপার, সাধারণের প্রাপ্য কেবল মিষ্টান্ন! দেখা যাচ্ছে, চিত্রসাংবাদিকদের বিমুখ করেননি নায়িকা এই ব্যাপারে! নায়িকার ছবি বেছে নেওয়ার ধরন যেমন খুব আলাদা, তেমনই আলাদা তাঁর বিয়ের মেহন্দির সাজও। ময়ূর পালকের অনুষঙ্গে তাঁর হাতের পাতায় ধরা দিয়েছে নিটোল ভালোবাসা!
advertisement
7/8
খুব স্বাভাবিক ভাবেই দিয়ার বিয়েতে আমন্ত্রিত ছিলেন কেবল ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা। এই ঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় বলিউডের নায়িকা অদিতি রাও হায়দারিও (Aditi Rao Hydari) পড়েন, সে কারণে বলিউড থেকে তাঁর উপস্থিতি ছিল বন্ধুর বিয়েতে। গোলাপি-সোনালি জরির কাজ-করা রাজস্থানি রেশমের ছবিতে অদিতি হাসছেন বরের জুতো চুরি করে!
খুব স্বাভাবিক ভাবেই দিয়ার বিয়েতে আমন্ত্রিত ছিলেন কেবল ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা। এই ঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় বলিউডের নায়িকা অদিতি রাও হায়দারিও (Aditi Rao Hydari) পড়েন, সে কারণে বলিউড থেকে তাঁর উপস্থিতি ছিল বন্ধুর বিয়েতে। গোলাপি-সোনালি জরির কাজ-করা রাজস্থানি রেশমের ছবিতে অদিতি হাসছেন বরের জুতো চুরি করে!
advertisement
8/8
শুধু দিয়া নয়, অদিতি যে একই সঙ্গে বৈভবেরও কাছের বন্ধু, সে কথা বলে দিচ্ছে বেল এয়ার অ্যাপার্টমেন্টের বাগানে তাঁদের একসঙ্গে তোলা এই ছবি।
শুধু দিয়া নয়, অদিতি যে একই সঙ্গে বৈভবেরও কাছের বন্ধু, সে কথা বলে দিচ্ছে বেল এয়ার অ্যাপার্টমেন্টের বাগানে তাঁদের একসঙ্গে তোলা এই ছবি।
advertisement
advertisement
advertisement