এখন তিনি নববধূ। বিয়ের ঘোর কাটতে এখনও অনেক দেরি। তবে কাজে তো ফিরতেই হবে। আজ মঙ্গলবার থেকেই ফের কাজে যোগ দিলেন আলিয়া ভাট।
2/ 7
বিয়ের পরে এই প্রথম কাজের জন্য প্রকাশ্যে দেখা গেল আলিয়াকে। পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। কাঠফাটা গরমের আদর্শ পোশাক। কপালে সিঁদুরের ছোঁয়া দেখা না গেলেও, আলিয়ার চোখে মুখে বিয়ের লাবণ্য ভরে ছিল।
3/ 7
মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে দেখা গেল অভিনেত্রীকে। এছাড়াও সেখানে দেখা গেল করণ জোহর ও শাবানা আজমিকেও। আসন্ন ছবি রকি অর রানি কি প্রেম কাহানির শ্যুটিং এ যাচ্ছিলেন তাঁরা।
4/ 7
প্রসঙ্গত, ১৪ এপ্রিল পাঁচ বছরের সম্পর্ককে পরিণতি দিয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বহু জল্পনার পরে চারহাত এক করেছেন তাঁরা।
5/ 7
মুম্বইয়ের পালি হিলস-এ রণবীরের বাড়ি বাস্তুতে বসেছিল আলিয়া ও রণবীরের বিয়ের আসর। ছিল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় সজন।
6/ 7
গত শনিবার রাতে মুম্বইয়ের তাজে ওয়েডিং রিসেপশনের আয়োজন ছিল। এই অনুষ্ঠানে বলিউডের বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন।
7/ 7
বিয়ের কিছুক্ষণের মধ্য়েই পাপারাজ্জিদের সামনে হাজির হয়েছিলেন আলিয়া রণবীর। সে যেন এক স্বপ্নের মুহূর্ত। সকলের সামনেই আলিয়াকে কোলে তুলে নিয়েছিলেন রণবীর।