এবার আলিয়া শেয়ার করলেন বিয়ের দিনের অদেখা কিছু ছবি! পোষ্য বিড়ালের সঙ্গে সুন্দরীর ছবি বড়ই সুন্দর
2/ 9
আলিয়ার বিশেষ দিনের আনন্দ থেকে বাদ যায়নি আদরের পোষ্য এডওয়ার্ড
3/ 9
আপাতত রণবীর আর আলিয়া দু'জনেই আছেন দেশের দুই প্রান্তে। ‘রকি অউর রানি’র শ্যুটে আলিয়া রাজস্থানে আর রণবীর কাপুর হিমাচলে ‘অ্যানিমাল’-এর শ্যুটে
4/ 9
বিয়েতে একেবারেই কম মেক-আপে দেখা গিয়েছিল আলিয়াকে! অন্য গতে হেঁটে বিয়ের দিন 'রাজি' স্টারকে দেখা যায় খোলা চুলে, ওড়না দিয়ে। দিয়েছিলেন। পরণে ছিল সব্যসাচীর সাদা- সোনালী কম্বিনেশনের শাড়ি
5/ 9
১৪ জুন ভট্ট এবং কাপুর পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব মিলিয়ে মোট ৫০ জন অতিথির উপস্থিতিতে বিয়ে হয়েছে 'রণলিয়া'র।
6/ 9
তাঁদের সাত পাকের সঙ্গে গায়ত্রী মন্ত্র পড়েছেন চার জন পুরোহিত। বিয়ের মণ্ডপে রণবীরের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুরের একটি ছবি টাঙানো হয়েছিল
7/ 9
আলিয়ার হাতে প্রথম মেহেন্দি পরিয়েছিলেন করণ জোহর। বিয়েতেও রণবীর-আলিয়া গাঁটছড়াও বেঁধেছেন তিনিই
8/ 9
হাতে হাত রেখে নিয়ে 'রণলিয়া' এখন ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপুর'।