Alia Bhatt-Ranbir Kapoor Wedding: আলিয়া-রণবীরের বিয়েতে হাজির এই বিশেষ অতিথিকে চেনেন? তাকে দেখতেই ভিড় নেটপাড়ায়

Last Updated:
এবার আলিয়া শেয়ার করলেন বিয়ের দিনের অদেখা কিছু ছবি
1/9
এবার আলিয়া শেয়ার করলেন বিয়ের দিনের অদেখা কিছু ছবি! পোষ্য বিড়ালের সঙ্গে সুন্দরীর ছবি বড়ই সুন্দর
এবার আলিয়া শেয়ার করলেন বিয়ের দিনের অদেখা কিছু ছবি! পোষ্য বিড়ালের সঙ্গে সুন্দরীর ছবি বড়ই সুন্দর
advertisement
2/9
আলিয়ার বিশেষ দিনের আনন্দ থেকে বাদ যায়নি আদরের পোষ্য এডওয়ার্ড
আলিয়ার বিশেষ দিনের আনন্দ থেকে বাদ যায়নি আদরের পোষ্য এডওয়ার্ড
advertisement
3/9
আপাতত রণবীর আর আলিয়া দু'জনেই আছেন দেশের দুই প্রান্তে। ‘রকি অউর রানি’র শ্যুটে আলিয়া রাজস্থানে আর রণবীর কাপুর হিমাচলে ‘অ্যানিমাল’-এর শ্যুটে
আপাতত রণবীর আর আলিয়া দু'জনেই আছেন দেশের দুই প্রান্তে। ‘রকি অউর রানি’র শ্যুটে আলিয়া রাজস্থানে আর রণবীর কাপুর হিমাচলে ‘অ্যানিমাল’-এর শ্যুটে
advertisement
4/9
বিয়েতে একেবারেই কম মেক-আপে দেখা গিয়েছিল আলিয়াকে! অন্য গতে হেঁটে বিয়ের দিন 'রাজি' স্টারকে দেখা যায় খোলা চুলে, ওড়না দিয়ে। দিয়েছিলেন। পরণে ছিল সব্যসাচীর সাদা- সোনালী কম্বিনেশনের শাড়ি
বিয়েতে একেবারেই কম মেক-আপে দেখা গিয়েছিল আলিয়াকে! অন্য গতে হেঁটে বিয়ের দিন 'রাজি' স্টারকে দেখা যায় খোলা চুলে, ওড়না দিয়ে। দিয়েছিলেন। পরণে ছিল সব্যসাচীর সাদা- সোনালী কম্বিনেশনের শাড়ি
advertisement
5/9
১৪ জুন ভট্ট এবং কাপুর পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব মিলিয়ে মোট ৫০ জন অতিথির উপস্থিতিতে বিয়ে হয়েছে 'রণলিয়া'র।
১৪ জুন ভট্ট এবং কাপুর পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব মিলিয়ে মোট ৫০ জন অতিথির উপস্থিতিতে বিয়ে হয়েছে 'রণলিয়া'র।
advertisement
6/9
তাঁদের সাত পাকের সঙ্গে গায়ত্রী মন্ত্র পড়েছেন চার জন পুরোহিত। বিয়ের মণ্ডপে রণবীরের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুরের একটি ছবি টাঙানো হয়েছিল
তাঁদের সাত পাকের সঙ্গে গায়ত্রী মন্ত্র পড়েছেন চার জন পুরোহিত। বিয়ের মণ্ডপে রণবীরের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুরের একটি ছবি টাঙানো হয়েছিল
advertisement
7/9
আলিয়ার হাতে প্রথম মেহেন্দি পরিয়েছিলেন করণ জোহর। বিয়েতেও রণবীর-আলিয়া গাঁটছড়াও বেঁধেছেন তিনিই
আলিয়ার হাতে প্রথম মেহেন্দি পরিয়েছিলেন করণ জোহর। বিয়েতেও রণবীর-আলিয়া গাঁটছড়াও বেঁধেছেন তিনিই
advertisement
8/9
হাতে হাত রেখে নিয়ে 'রণলিয়া' এখন ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপুর'।
হাতে হাত রেখে নিয়ে 'রণলিয়া' এখন ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপুর'।
advertisement
9/9
ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড
ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড
advertisement
advertisement
advertisement