গোটা বলিউড জুড়ে গুঞ্জন তুঙ্গে ৷ ২০২০ সালেই নাকি বিয়ে করতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷ শোনা যাচ্ছে বিয়ের নাকি সব কিছুই রেডি ৷ দিনক্ষণ, ভেন্যু নাকি একেবারেই তৈরি ৷
2/ 5
তবে গোটা ব্যাপারটাই নাকি ঘটছে গোপনে ৷ কাক-পক্ষী যাতে টের না পায়, সে দিকেই নজর রেখেছে দুই পরিবার ৷
3/ 5
কিন্তু এমন খবর কি চাপা থাকে? বলিউডে তাই টুক করে ফাঁস হয়ে গেল জব্বর এক খবর ৷
4/ 5
স্পটবয় ডট কমে প্রকাশিত খবর অনুযায়ী, জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কাছে নাকি লহেঙ্গার অর্ডার দিয়ে ফেলেছেন আলিয়া ৷ জানা গিয়েছে এই লহেঙ্গা পরেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন আলিয়া ৷
5/ 5
অন্যদিকে, রণবীরের জন্যও নাকি বাছা হচ্ছে বিয়ের পোশাক ৷ তবে দুই পরিবারের তরফ থেকে এখনও তেমন কিছু জানানো হয়নি পুরো ব্যাপারটিই রয়েছে স্পেকুলেশনে ৷