Rocky Aur Rani ki Prem Kahani: পরিচালনায় ফিরেই বক্স অফিসে ঝড়! ২য় দিনে করণের 'রকি অউর রানির...' ভাঁড়ারে কত

Last Updated:
Rocky Aur Rani ki Prem Kahani: সাত বছরের পর এই ছবির হাত ধরেই ফিরলেন পরিচালক হিসাবে করণ জোহর। আলিয়া ভাট এবং রণবীর সিংকে মুখ্য চরিত্রে রেখে বোনা বর্ণিল সেই গল্পে আছে প্রেম, সামাজিক বার্তা আর লিঙ্গকাঠামোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার তাগিদ।
1/5
রকি আর রানি প্রেমের আখ্যান দর্শকের মনে ধরেছে। বক্স অফিসের হিসেবনিকেশ তেমনটাই বলছে। দ্বিতীয় দিনেও ভাল ব্যবসা করেছে করণ জোহর পরিচালিত ছবিটি।
রকি আর রানি প্রেমের আখ্যান দর্শকের মনে ধরেছে। বক্স অফিসের হিসেবনিকেশ তেমনটাই বলছে। দ্বিতীয় দিনেও ভাল ব্যবসা করেছে করণ জোহর পরিচালিত ছবিটি।
advertisement
2/5
প্রথম দিনে দেশ জুড়ে ১১.৫০ কোটি টাকার ব্যবসা করে 'রকি অউর রানি কি প্রেম কহানি'। শনিবার সেই অঙ্ক আরও বেড়ে গেল। দ্বিতীয় দিনে ১৬ কোটি আসে ছবির ভাঁড়ারে। চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, এই ছবির ব্যবসা ক্রমশ বাড়বে।
প্রথম দিনে দেশ জুড়ে ১১.৫০ কোটি টাকার ব্যবসা করে 'রকি অউর রানি কি প্রেম কহানি'। শনিবার সেই অঙ্ক আরও বেড়ে গেল। দ্বিতীয় দিনে ১৬ কোটি আসে ছবির ভাঁড়ারে। চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, এই ছবির ব্যবসা ক্রমশ বাড়বে।
advertisement
3/5
এখনও পর্যন্ত প্রায় ২৭ কোটি এসেছে 'রকি অউর রানির...' ভাঁড়ারে। সপ্তাহান্তে সেই অঙ্ক ৪৬ কোটি ছাড়াতে পারে বলে মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ।
এখনও পর্যন্ত প্রায় ২৭ কোটি এসেছে 'রকি অউর রানির...' ভাঁড়ারে। সপ্তাহান্তে সেই অঙ্ক ৪৬ কোটি ছাড়াতে পারে বলে মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ।
advertisement
4/5
সাত বছরের পর এই ছবির হাত ধরেই ফিরলেন পরিচালক হিসাবে করণ জোহর। আলিয়া ভাট এবং রণবীর সিংকে মুখ্য চরিত্রে রেখে বোনা বর্ণিল সেই গল্পে আছে প্রেম, সামাজিক বার্তা আর লিঙ্গকাঠামোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার তাগিদ।
সাত বছরের পর এই ছবির হাত ধরেই ফিরলেন পরিচালক হিসাবে করণ জোহর। আলিয়া ভাট এবং রণবীর সিংকে মুখ্য চরিত্রে রেখে বোনা বর্ণিল সেই গল্পে আছে প্রেম, সামাজিক বার্তা আর লিঙ্গকাঠামোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার তাগিদ।
advertisement
5/5
বলিউডের তাবড় সব তারকাদের মাঝেই নজর কেড়েছেন টোটা রায়চৌধুরি এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। পর্দায় আলিয়া অর্থাৎ রানির মা-বাবার চরিত্রে প্রশংসিত তাঁরা।
বলিউডের তাবড় সব তারকাদের মাঝেই নজর কেড়েছেন টোটা রায়চৌধুরি এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। পর্দায় আলিয়া অর্থাৎ রানির মা-বাবার চরিত্রে প্রশংসিত তাঁরা।
advertisement
advertisement
advertisement