রিচার থেকে চোখ ফেরাতে পারছেন না আলি, দেখুন রিচা-আলির বিবাহপর্বের অদেখা সব ছবি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
২০১৩ সালে রিচার সঙ্গে আলির পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম। ২০১৭ সালে ভেনিস আর্ন্তজাতিক চলচ্চিত্র উত্সবের লাল গালিচায় নিজেদের সম্পর্কে আনুষ্ঠানিক শিলমোহর দিয়েছিলেন এই জুটি
advertisement
advertisement
advertisement
আলি ফজল-রিচা চাড্ডার রিসেপশনে হাজির ছিলেন শ্রিয়া পিল্গাওঙ্কর, সিদ্ধান্ত কপূর এবং তাঁর প্রেয়সী করিশ্মা তন্না, ইমাদ শাহ, অক্ষয় ওবেরয়, সুধীর মিশ্র, দিব্যা দত্ত, রোশন যোশী, গুনীত মোঙ্গা, সস্ত্রীক আশুতোষ রানা, সানিয়া মলহোত্র, অমৃতা পুরি, বরুণ গ্রোভার, বিজয় বর্মা, শ্বেতা ত্রিপাঠী, কৃতী খরবন্দা, এষা গুপ্ত, দিয়া মির্জা, পত্রলেখা, হুমা কুরেশি, তিলোত্তমা সোম এবং আরও অনেকে।
advertisement
advertisement
advertisement
advertisement
পঞ্জবি এবং লখনউভি, দুই সংস্কৃতিকেই সেলিব্রেট করতে চেয়েছেন বর-কনে। বিয়ের আগেই দেশের একাধিক শহরে অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বিয়ের রিসেপশন। সোমবার লখনউতে আলির পরিবার স্বাগত জানাল রিচাকে। অন্যদিকে মঙ্গলবার মুম্বইতে বলিউড বন্ধুদের নিয়ে জমিয়ে পার্টি করছেন তাঁরা। সেই পার্টিতে শামিল বি-টাউনের প্রথমসারির তারকারা।
advertisement
advertisement