Akshay Kumar : তাঁর বায়োপিকে 'হ্যান্ডসাম হাঙ্ক' নীরজ চোপড়াকেই নাকি দেখতে চান অক্ষয় কুমার!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Akshay Kumar : বলিউড প্রযোজকরা মুখিয়ে রয়েছেন হরিয়ানার পানিপথের ছোট্ট গ্রামের কৃষকের ছেলের বিশ্বজয়ের কাহিনি রুপোলি পর্দায় তুলে ধরতে।
advertisement
advertisement
ট্যুইটারে ছেয়ে যাওয়া মিমটিতে অক্ষয়কে তাঁর ডেবিউ ছবি ‘সওগন্ধ’-এর সেটে লাঠি হাতে দেখা গিয়েছে। নেটিজেনদের দাবি অক্ষয় কুমার ইতিমধ্যেই নীরজ চোপড়ার বায়োপিকের পরিকল্পা শুরু করে দিয়েছেন। অক্ষয়কে সম্প্রতি এক সাক্ষাত্কারে এই ব্যাপারে প্রশ্ন রাখা হয়েছিল। এই মজাদার মিম নজর এড়ায়নি আক্কির, তিনি নীরজ চোপড়াকে নিয়ে যা উত্তর দিয়েছেন তা সত্যি চমকে দেওয়ার মতো।
advertisement
advertisement
advertisement
advertisement