হলুদ ট্যাক্সিতে কলকাতা সফর, স্কুলের পড়ুয়াদের সঙ্গে ছবি, পুরনো শহরে ফিরলেন অক্ষয়

Last Updated:
অভিনেতা বলেন, ''‌আমি কলকাতায় বহুবার এসেছি, শুটিং করেছি, আমার খুব কাছের শহর কলকাতা। কিন্তু খুব কম মানুষই এটা জানেন যে আমি দু'‌বছর কলকাতার নিউমার্কেট এলাকায় কাজ করতাম।'‌'
1/9
ছবি মুক্তি মানেই কি কেবল বক্স অফিসের লাভ-লোকশান নিয়ে দুশ্চিন্তা? রোমাঞ্চ, আনন্দ তো সিংহভাগ জুড়ে রয়েছে। ছবি মুক্তির আগে প্রচারের জন্য এ শহর ও শহর ঘুরে বেড়ানো, নানা ধরনের মানুষের সঙ্গে আলাপচারিতা, নতুন নতুন খাওয়া দাওয়া, সে এক উৎসব বটে।
ছবি মুক্তি মানেই কি কেবল বক্স অফিসের লাভ-লোকশান নিয়ে দুশ্চিন্তা? রোমাঞ্চ, আনন্দ তো সিংহভাগ জুড়ে রয়েছে। ছবি মুক্তির আগে প্রচারের জন্য এ শহর ও শহর ঘুরে বেড়ানো, নানা ধরনের মানুষের সঙ্গে আলাপচারিতা, নতুন নতুন খাওয়া দাওয়া, সে এক উৎসব বটে।
advertisement
2/9
ঠিক তেমন ভাবেই কলকাতায় পা দিলেন অক্ষয় কুমার। নিজের আগামী ছবি 'রক্ষা বন্ধন'-এর প্রচারের জন্য কলকাতার এক মাল্টিপ্লেক্সে উপস্থিত হন খিলাড়ি।
ঠিক তেমন ভাবেই কলকাতায় পা দিলেন অক্ষয় কুমার। নিজের আগামী ছবি 'রক্ষা বন্ধন'-এর প্রচারের জন্য কলকাতার এক মাল্টিপ্লেক্সে উপস্থিত হন খিলাড়ি।
advertisement
3/9
সাংবাদিক সম্মলনে অক্ষয়ের সঙ্গে হাজির হয়েছিলেন পর্দায় তাঁর চার বোন, সাদিয়া খাতিব, সহেজমিন কৌর, দীপিকা খান্না, স্মৃতি শ্রীকান্তও। সঙ্গে ছিলেন পরিচালক আনন্দ এল রাই।
সাংবাদিক সম্মলনে অক্ষয়ের সঙ্গে হাজির হয়েছিলেন পর্দায় তাঁর চার বোন, সাদিয়া খাতিব, সহেজমিন কৌর, দীপিকা খান্না, স্মৃতি শ্রীকান্তও। সঙ্গে ছিলেন পরিচালক আনন্দ এল রাই।
advertisement
4/9
চার বোনকে নিয়ে মাল্টিপ্লেক্স থেকে কাজ সেরে বেরিয়ে শহরের একটি স্কুলে পৌঁছলেন ছবির নায়ক। স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলে, ছবি তুলে উৎফুল্ল 'রক্ষা বন্ধন'-এর নায়ক।
চার বোনকে নিয়ে মাল্টিপ্লেক্স থেকে কাজ সেরে বেরিয়ে শহরের একটি স্কুলে পৌঁছলেন ছবির নায়ক। স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলে, ছবি তুলে উৎফুল্ল 'রক্ষা বন্ধন'-এর নায়ক।
advertisement
5/9
তা ছাড়া পাঁচ জন মিলে কলকাতার চিরচেনা সেই হলুদ ট্যাক্সি চেপে ঘুরে বেড়ালেন অক্ষয়। ছবি দিলেন বাইপাস থেকে। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবি দেখে বোঝা যাচ্ছে, সেজেগুজে কলকাতা দর্শন করতে বেশ মজায় রয়েছেন আনন্দ এল রাই পরিচালিত ছবির অভিনেতা-অভিনেত্রীরা।
তা ছাড়া পাঁচ জন মিলে কলকাতার চিরচেনা সেই হলুদ ট্যাক্সি চেপে ঘুরে বেড়ালেন অক্ষয়। ছবি দিলেন বাইপাস থেকে। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবি দেখে বোঝা যাচ্ছে, সেজেগুজে কলকাতা দর্শন করতে বেশ মজায় রয়েছেন আনন্দ এল রাই পরিচালিত ছবির অভিনেতা-অভিনেত্রীরা।
advertisement
6/9
আসলে এই শহরের সঙ্গে তাঁর সম্পর্ক নতুন নয়। তিনি দুই বছর টানা কলকাতায় রাঁধুনীর কাজ করেছেন তিনি। তাই এ দিন কলকাতা বিমানবন্দরে নেমেই তাঁর মন খারাপ হয়ে গিয়েছে।
আসলে এই শহরের সঙ্গে তাঁর সম্পর্ক নতুন নয়। তিনি দুই বছর টানা কলকাতায় রাঁধুনীর কাজ করেছেন তিনি। তাই এ দিন কলকাতা বিমানবন্দরে নেমেই তাঁর মন খারাপ হয়ে গিয়েছে।
advertisement
7/9
অক্ষয় গাড়ির চালকের কাছ থেকে জানতে পেরেছেন, পুরনো গ্লোব সিনেমা হল ভেঙে ফেলা হয়েছে। যেখানে এক সময়ে কত ছবি দেখতে যেতেন তিনি।
অক্ষয় গাড়ির চালকের কাছ থেকে জানতে পেরেছেন, পুরনো গ্লোব সিনেমা হল ভেঙে ফেলা হয়েছে। যেখানে এক সময়ে কত ছবি দেখতে যেতেন তিনি।
advertisement
8/9
সাংবাদিকদের অভিনেতা বলেন, ''‌আমি কলকাতায় বহুবার এসেছি, শুটিং করেছি, আমার খুব কাছের শহর কলকাতা। কিন্তু খুব কম মানুষই এটা জানেন যে আমি দু'‌বছর কলকাতার নিউমার্কেট এলাকায় কাজ করতাম।'‌'
সাংবাদিকদের অভিনেতা বলেন, ''‌আমি কলকাতায় বহুবার এসেছি, শুটিং করেছি, আমার খুব কাছের শহর কলকাতা। কিন্তু খুব কম মানুষই এটা জানেন যে আমি দু'‌বছর কলকাতার নিউমার্কেট এলাকায় কাজ করতাম।'‌'
advertisement
9/9
আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। চার বোনর চরত্র ছাড়াও ভূমি পেদনেকার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবির প্রচারের জন্য কলকাতা থেকে সোজা লখনউ হয়ে দিল্লি পৌঁছবেন ছবির কলাকুলীরা।
আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। চার বোনর চরত্র ছাড়াও ভূমি পেদনেকার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবির প্রচারের জন্য কলকাতা থেকে সোজা লখনউ হয়ে দিল্লি পৌঁছবেন ছবির কলাকুলীরা।
advertisement
advertisement
advertisement