Guess the Actress: 'নগ্ন' দৃশ্যে তোলপাড়! দ্বিতীয় বিয়ের আগেই হন গর্ভবতী, তারপরই তড়িঘড়ি গোপনে..., চেনেন এই অভিনেত্রীকে?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Actress: বিয়ের আগেই তিনি গর্ভবতী হয়ে পড়েন, তারপর ২০২৩ সালে তাড়াহুড়ো করে বিয়ে সারেন অভিনেত্রী। এবার নিজের গর্ভধারণ নিয়ে খোলাখুলি কথা বললেন অভিনেত্রী।
advertisement
advertisement
advertisement
JWF Binge-এর সঙ্গে কথা বলতে গিয়ে অমলা বলেন, 'আমি এমন এক সময়ে গর্ভবতী হই যখন আমি জানতাম না যে আমি আমার জীবনে কী করতে চাই। কিন্তু সেই অভিজ্ঞতা আমাকে দিকনির্দেশনা দিয়েছে এবং আমাকে আরও ভাল মানুষ করে তুলেছে। সবকিছুই আমার ভেতরে থাকা নতুন জীবনের উপর নির্ভরশীল হয়ে উঠল। আমি জানতাম না 'আমি' কোথায় গিয়েছিলাম - কিন্তু আমার ভাল লেগেছে।' (ছবি সৌজন্যে-@amalapaul/Instagram)
advertisement
advertisement
advertisement
এরপর অভিনেত্রী বালি, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং লন্ডনে সোলো ট্রিপ শুরু করেন। যেখানে সে এক শক্তিশালী উপলব্ধিতে পৌঁছান, এবং নিজের সঙ্গে সংযোগ স্থাপনের গুরুত্ব শেখেন। অভিনেত্রী বলেন, নিজেকে বাঁচানোর জন্য অন্যদের উপর নির্ভর করা যাবে না। তোমার পথ তোমাকেই খুঁজে বের করতে হবে। (ছবি সৌজন্যে-@amalapaul/Instagram)
advertisement
advertisement
