Aindrila Sharma: দু বছর আগে আজকের দিনেই চলে গিয়েছিলেন ঐন্দ্রিলা... দিদির পোস্টে চোখের জল দর্শকদের

Last Updated:
ঐন্দ্রিলা শর্মা নেই। রয়ে গিয়েছে তাঁর স্মৃতি। আর সেই স্মৃতি আঁকড়ে রয়েছেন তাঁর কাছের মানুষরা। তাঁর মা, বাবা, দিদি। তারই এই সমস্ত ছবি যেন বারবার ওই লড়াইয়ের কথাই মনে করিয়ে দিচ্ছে।
1/9
 দুই বছর আগে আজকের দিনেই শেষ হয়েছিল লড়াই। সে চুপ হয়েছিল, শব্দহীনও হয়েছিল। শুধু ‘আয়ু লেখা’ হল হয়নি তাঁর৷ মৃত্যু তো হেরেই গিয়েছিল তার কাছে৷ কিন্তু আবার ফিরে এসেছিল৷ এবার আরও নিষ্ঠুর হয়ে৷
দুই বছর আগে আজকের দিনেই শেষ হয়েছিল লড়াই। সে চুপ হয়েছিল, শব্দহীনও হয়েছিল। শুধু ‘আয়ু লেখা’ হল হয়নি তাঁর৷ মৃত্যু তো হেরেই গিয়েছিল তার কাছে৷ কিন্তু আবার ফিরে এসেছিল৷ এবার আরও নিষ্ঠুর হয়ে৷
advertisement
2/9
ঐন্দ্রিলা শর্মা নেই। রয়ে গিয়েছে তাঁর স্মৃতি। আর সেই স্মৃতি আঁকড়ে রয়েছেন তাঁর কাছের মানুষরা। প্রয়াত অভিনেত্রীর মা শিখা শর্মার ফেসবুক জুড়ে তারই আঁচ। ঐন্দ্রিলার নানা ছবি-ভিডিও শেয়ার করেন তিনি। নিজের মনের কথা, দুঃখ ভাগ করে নেন সকলের সঙ্গে।
ঐন্দ্রিলা শর্মা নেই। রয়ে গিয়েছে তাঁর স্মৃতি। আর সেই স্মৃতি আঁকড়ে রয়েছেন তাঁর কাছের মানুষরা। প্রয়াত অভিনেত্রীর মা শিখা শর্মার ফেসবুক জুড়ে তারই আঁচ। ঐন্দ্রিলার নানা ছবি-ভিডিও শেয়ার করেন তিনি। নিজের মনের কথা, দুঃখ ভাগ করে নেন সকলের সঙ্গে।
advertisement
3/9
এবারের ছবিটা আগের দুবারের মতো হল না আর৷ মিথ্যে হল প্রার্থনা, বিজ্ঞান৷ মিথ্যে হল না কেবল মৃত্যু৷ জীবনের সবচেয়ে অপ্রিয়, অথচ সবচেয়ে কঠিন সত্যির সামনে দাঁড়াতে হল আজ৷ আর ফিরলেন না ঐন্দ্রিলা৷ এতদিনে ঐন্দ্রিলা শর্মার নামটা অজানা খুব কম মানুষের কাছে৷
এবারের ছবিটা আগের দুবারের মতো হল না আর৷ মিথ্যে হল প্রার্থনা, বিজ্ঞান৷ মিথ্যে হল না কেবল মৃত্যু৷ জীবনের সবচেয়ে অপ্রিয়, অথচ সবচেয়ে কঠিন সত্যির সামনে দাঁড়াতে হল আজ৷ আর ফিরলেন না ঐন্দ্রিলা৷ এতদিনে ঐন্দ্রিলা শর্মার নামটা অজানা খুব কম মানুষের কাছে৷
advertisement
4/9
কারও কাছে লড়াইয়ের সমার্থক ঐন্দ্রিলা, কারও কাছে ঐন্দ্রিলার অর্থ প্রাণশক্তি৷ অল্পে হেরে যাওয়া, হাঁফিয়ে ওঠা, আশা ছেড়ে দেওয়া মানুষগুলোকে নিজের অজান্তেই বাঁচতে শিখিয়েছিলেন ঐন্দ্রিলা৷ বুঝিয়ে দিয়েছিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়৷’
কারও কাছে লড়াইয়ের সমার্থক ঐন্দ্রিলা, কারও কাছে ঐন্দ্রিলার অর্থ প্রাণশক্তি৷ অল্পে হেরে যাওয়া, হাঁফিয়ে ওঠা, আশা ছেড়ে দেওয়া মানুষগুলোকে নিজের অজান্তেই বাঁচতে শিখিয়েছিলেন ঐন্দ্রিলা৷ বুঝিয়ে দিয়েছিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়৷’
advertisement
5/9
প্রার্থনা করেছিল সবাই- এ লড়াই থামুক জীবনের জয়ে৷ ঐন্দ্রিলা হয়ে উঠেছিল কত অচেনা অজানা মানুষের মেয়ে৷ তার সঙ্গে একই আকাশের নীচে বাঁচতে চেয়েছিল কত হেরে যাওয়া মানুষ৷ ঐন্দ্রিলা নিজেও বিশ্বাস করতেন, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া৷ আজ সবটাই শেষ হয়তো৷ পরপর দুবার ক্যানসার, ব্রেন স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদরোগের কাছে হেরেই গেল সব প্রার্থনা, নিরলস চিকিৎসা৷
প্রার্থনা করেছিল সবাই- এ লড়াই থামুক জীবনের জয়ে৷ ঐন্দ্রিলা হয়ে উঠেছিল কত অচেনা অজানা মানুষের মেয়ে৷ তার সঙ্গে একই আকাশের নীচে বাঁচতে চেয়েছিল কত হেরে যাওয়া মানুষ৷ ঐন্দ্রিলা নিজেও বিশ্বাস করতেন, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া৷ আজ সবটাই শেষ হয়তো৷ পরপর দুবার ক্যানসার, ব্রেন স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদরোগের কাছে হেরেই গেল সব প্রার্থনা, নিরলস চিকিৎসা৷
advertisement
6/9
দু’বার ক্যানসার জয় করে শেষবার আর পারলেন না। তৃতীয় বার ক্যানসার থাবা বসায় শরীরে। সেখান থেকেই ব্রেন স্ট্রোক।
দু’বার ক্যানসার জয় করে শেষবার আর পারলেন না। তৃতীয় বার ক্যানসার থাবা বসায় শরীরে। সেখান থেকেই ব্রেন স্ট্রোক।
advertisement
7/9
আর তার পর কয়েক সপ্তাহ টানা লড়াই হাসপাতালে। লড়েছিল তাঁর গোটা পরিবার ও প্রেমিক সব্যসাচী চৌধুরী। কিন্তু সকলকে কাঁদিয়ে মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন তিনি।
আর তার পর কয়েক সপ্তাহ টানা লড়াই হাসপাতালে। লড়েছিল তাঁর গোটা পরিবার ও প্রেমিক সব্যসাচী চৌধুরী। কিন্তু সকলকে কাঁদিয়ে মাত্র ২৪ বছর বয়সেই চলে গেলেন তিনি।
advertisement
8/9
ছোট্ট বোনের ছবি শেয়ার করেছেন ড. ঐশ্বর্য শর্মা। নায়িকার কত আনন্দ মুহূর্ত তুলে ধরা হয়েছে সেখানে।
ছোট্ট বোনের ছবি শেয়ার করেছেন ড. ঐশ্বর্য শর্মা। নায়িকার কত আনন্দ মুহূর্ত তুলে ধরা হয়েছে সেখানে।
advertisement
9/9
ঐন্দ্রিলা শর্মা নেই। রয়ে গিয়েছে তাঁর স্মৃতি। আর সেই স্মৃতি আঁকড়ে রয়েছেন তাঁর কাছের মানুষরা। তাঁর মা, বাবা, দিদি। তারই এই সমস্ত ছবি যেন বারবার ওই লড়াইয়ের কথাই মনে করিয়ে দিচ্ছে।
ঐন্দ্রিলা শর্মা নেই। রয়ে গিয়েছে তাঁর স্মৃতি। আর সেই স্মৃতি আঁকড়ে রয়েছেন তাঁর কাছের মানুষরা। তাঁর মা, বাবা, দিদি। তারই এই সমস্ত ছবি যেন বারবার ওই লড়াইয়ের কথাই মনে করিয়ে দিচ্ছে।
advertisement
advertisement
advertisement