Aindrila Sharma: দু বছর আগে আজকের দিনেই চলে গিয়েছিলেন ঐন্দ্রিলা... দিদির পোস্টে চোখের জল দর্শকদের
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
ঐন্দ্রিলা শর্মা নেই। রয়ে গিয়েছে তাঁর স্মৃতি। আর সেই স্মৃতি আঁকড়ে রয়েছেন তাঁর কাছের মানুষরা। তাঁর মা, বাবা, দিদি। তারই এই সমস্ত ছবি যেন বারবার ওই লড়াইয়ের কথাই মনে করিয়ে দিচ্ছে।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রার্থনা করেছিল সবাই- এ লড়াই থামুক জীবনের জয়ে৷ ঐন্দ্রিলা হয়ে উঠেছিল কত অচেনা অজানা মানুষের মেয়ে৷ তার সঙ্গে একই আকাশের নীচে বাঁচতে চেয়েছিল কত হেরে যাওয়া মানুষ৷ ঐন্দ্রিলা নিজেও বিশ্বাস করতেন, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া৷ আজ সবটাই শেষ হয়তো৷ পরপর দুবার ক্যানসার, ব্রেন স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদরোগের কাছে হেরেই গেল সব প্রার্থনা, নিরলস চিকিৎসা৷
advertisement
advertisement
advertisement
advertisement