Aaradhya Bachchan New Looks: একী চেহারা অমিতাভ নাতনির! পুরো ভোলবদল, আম্বানির বিয়েতে ঐশ্বর্যের পাশে আরাধ্যাকে দেখে চমকে উঠেছে সকলে

Last Updated:
Aaradhya Bachchan New Looks: অনুষ্ঠানের ভিডিও এবং ছবি ভাইরাল হওয়ার পরেই নেটিজনদের বক্তব্য, চেনা যাচ্ছে না আরাধ্যাকে। সম্পূর্ণ ভোলবদল। কিন্তু কেন এমন মনে হয়েছে ভক্তদের?
1/7
বচ্চনের পরিবারের তরফে কেবল অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁদের কন্যা আরাধ্যা বচ্চন অনন্ত আম্বানি এবং রাধিকা আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সকলের নজর কেড়েছে খুদে বচ্চন, আরাধ্যা।
বচ্চনের পরিবারের তরফে কেবল অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁদের কন্যা আরাধ্যা বচ্চন অনন্ত আম্বানি এবং রাধিকা আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সকলের নজর কেড়েছে খুদে বচ্চন, আরাধ্যা।
advertisement
2/7
অনুষ্ঠানের ভিডিও এবং ছবি ভাইরাল হওয়ার পরেই নেটিজনদের বক্তব্য, চেনা যাচ্ছে না আরাধ্যাকে। সম্পূর্ণ ভোলবদল। কিন্তু কেন এমন মনে হয়েছে ভক্তদের? ঐশ্বর্যা-কন্যাকে যেন হঠাৎই অনেকটা পরিণত দেখাচ্ছে। আর সে ছোট্ট মেয়েটি নেই, ধীরে ধীরে নারী হয়ে উঠছে সে।
অনুষ্ঠানের ভিডিও এবং ছবি ভাইরাল হওয়ার পরেই নেটিজনদের বক্তব্য, চেনা যাচ্ছে না আরাধ্যাকে। সম্পূর্ণ ভোলবদল। কিন্তু কেন এমন মনে হয়েছে ভক্তদের? ঐশ্বর্যা-কন্যাকে যেন হঠাৎই অনেকটা পরিণত দেখাচ্ছে। আর সে ছোট্ট মেয়েটি নেই, ধীরে ধীরে নারী হয়ে উঠছে সে।
advertisement
3/7
উপরন্তু তার চেহারায় বড়সড় পরিবর্তন এনেছে কেশসজ্জা। গতকাল, রবিবারের আগে পর্যন্ত আরাধ্যার হেয়ারস্টাইল যেন ছিল অন্যরকম। কপাল ঢেকে থাকত অধিকাংশ সময়ে। চুল ছিল ঢেউ খেলানো।
উপরন্তু তার চেহারায় বড়সড় পরিবর্তন এনেছে কেশসজ্জা। গতকাল, রবিবারের আগে পর্যন্ত আরাধ্যার হেয়ারস্টাইল যেন ছিল অন্যরকম। কপাল ঢেকে থাকত অধিকাংশ সময়ে। চুল ছিল ঢেউ খেলানো।
advertisement
4/7
এদিন হঠাৎ দেখা গেল, তার চুল স্ট্রেইট হয়েছে। কপালের সামনে থেকে সরে গিয়েছে চুল। সিঁথি করা হয়েছে কপালের মাঝে। দু’পাশে খুলে রাখা হয়েছে রেশমের মতো চুল।
এদিন হঠাৎ দেখা গেল, তার চুল স্ট্রেইট হয়েছে। কপালের সামনে থেকে সরে গিয়েছে চুল। সিঁথি করা হয়েছে কপালের মাঝে। দু’পাশে খুলে রাখা হয়েছে রেশমের মতো চুল।
advertisement
5/7
সম্ভবত এই প্রথমবার ঐশ্বর্যার চেহারার সঙ্গে আরাধ্যার চেহারার এতটা মিল পেয়েছে সকলে। নেটিজেনরা ঐশ্বর্যার যৌবনের ছবির পাশে আরাধ্যার এই ছবি কেটে বসিয়ে তুলনা শুরু করে দিয়েছেন। মা-মেয়ের মুখের মিল পেয়ে আপ্লুত ভক্তরা।
সম্ভবত এই প্রথমবার ঐশ্বর্যার চেহারার সঙ্গে আরাধ্যার চেহারার এতটা মিল পেয়েছে সকলে। নেটিজেনরা ঐশ্বর্যার যৌবনের ছবির পাশে আরাধ্যার এই ছবি কেটে বসিয়ে তুলনা শুরু করে দিয়েছেন। মা-মেয়ের মুখের মিল পেয়ে আপ্লুত ভক্তরা।
advertisement
6/7
বাবা এবং মায়ের পাশে বসে সমগ্র অনুষ্ঠান মজেছিল আরাধ্যা। ঢাকের তালের সঙ্গে মা-মেয়ে একসঙ্গে বসে হাত তুলে নাচ করেছেন। সেই ভিডিও দেখে অনেকের মন থেকেই অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের আশঙ্কা কেটে গিয়েছে।
বাবা এবং মায়ের পাশে বসে সমগ্র অনুষ্ঠান মজেছিল আরাধ্যা। ঢাকের তালের সঙ্গে মা-মেয়ে একসঙ্গে বসে হাত তুলে নাচ করেছেন। সেই ভিডিও দেখে অনেকের মন থেকেই অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের আশঙ্কা কেটে গিয়েছে।
advertisement
7/7
বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছিল, বচ্চন-পরিবারের সঙ্গে বুঝি সেই বাড়ির বধূর সম্পর্ক ঠিক নেই। সূত্রের খবর, মেয়েকে নিয়ে নাকি অনেকদিনের জন্যই বাপেরবাড়িতেই ছিলেন ঐশ্বর্যা।
বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছিল, বচ্চন-পরিবারের সঙ্গে বুঝি সেই বাড়ির বধূর সম্পর্ক ঠিক নেই। সূত্রের খবর, মেয়েকে নিয়ে নাকি অনেকদিনের জন্যই বাপেরবাড়িতেই ছিলেন ঐশ্বর্যা।
advertisement
advertisement
advertisement