হামজা অমিতাভ বচ্চন, রেহমান ডাকাত বিনোদ খান্না ! AI জমিয়ে দিল ধুরন্ধর-এর কাল্পনিক কাস্টিং, বাকিটা দেখে নিন এক ঝলকে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
যদি ৮০-এর দশকের তারকারা এতে অভিনয় করতেন, তাহলে ধুরন্ধর কেমন দেখতে হত? একজন এআই আর্টিস্ট ১৯৮০-এর দশকের বলিউড স্টাইলে ছবিটির চরিত্রগুলোকে নতুন করে সাজিয়েছেন, এমন ভিজ্যুয়াল তৈরি করেছেন যা সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আশির দশকের অনেক ছবি তৈরি হয়েছে নতুন করে। তবে, এই সময়ের ছবিতে আশির দশকের কাস্টিং দেখার সুযোগ করে দিতে পারে কেবল এআই। আর সেটা সে করে দেখিয়েছেও! রণবীর সিং এবং অক্ষয় খান্না অভিনীত ২০২৫ সালের স্পাই-অ্যাকশন থ্রিলার 'ধুরন্ধর' প্রতিদিন নতুন রেকর্ড ভাঙছে। হিন্দি ছবির মধ্যে আয়ের দিক থেকে ছবিটি এক নম্বরে উঠে এসেছে। তা, যদি ৮০-এর দশকের তারকারা এতে অভিনয় করতেন, তাহলে ধুরন্ধর কেমন দেখতে হত? একজন এআই আর্টিস্ট ১৯৮০-এর দশকের বলিউড স্টাইলে ছবিটির চরিত্রগুলোকে নতুন করে সাজিয়েছেন, এমন ভিজ্যুয়াল তৈরি করেছেন যা সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাঁর নাম সৌভিক রোজ, এই এআই আর্টিস্ট এক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতাও বটে, ইনস্টাগ্রামে তিনি মিস্টার হেলরকার নামে পরিচিত। ১৪ জানুয়ারি, ২০২৬ তারিখে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি পোস্টে তিনি ধুরন্ধর-কে আশির দশকের বলিউড অ্যাকশন মুভি হিসাবে সাজিয়েছেন। (Photo: AI/Instagram)
advertisement
অমিতাভ বচ্চন হামজা: এবার আসা যাক চরিত্রগুলোয়! এই এআই ভিজ্যুয়ালের সবচেয়ে বড় আকর্ষণের মধ্যে প্রথমটা হল অমিতাভ বচ্চনকে হামজা আলি মাজারির (রণবীর সিংয়ের চরিত্র) চরিত্রে দেখা। লম্বা চুল, দাড়ি, জলপাই সবুজ পোশাক এবং সিগারেট মুখে এই হামজা দিওয়ার এবং শক্তি-র বচ্চন অভিনীত চরিত্রগুলোর কথা মনে করিয়ে দেয়। তাঁর চোখ আশির দশকের অ্যাংরি ইয়ং ম্যানের মতো একই রকম তীব্রতার ঝলক দেয়। (Photo: AI/Instagram)
advertisement
রেহমান ডাকাত বিনোদ খান্না, উলফত পারভিন বাবি: খুব স্বাভাবিক ভাবেই বিনোদ খান্নাকে দেখানো হয়েছে রেহমান ডাকাত (অক্ষয় খান্নার চরিত্র) হিসেবে। কালো পাঠানি স্যুট, সানগ্লাস এবং শান্ত অথচ মারাত্মক বডি ল্যাঙ্গুয়েজ- বাবা এবং ছেলের মধ্যে কোনও তফাত নেই। এআই ভিজ্যুয়ালে পারভিন বাবিকে রেহমানের স্ত্রী উলফত হিসেবে দেখানো হয়েছে, যা আশির দশকের সবচেয়ে গ্ল্যামারাস অন-স্ক্রিন জুটির কথা মনে করিয়ে দেয়। (Photo: AI/Instagram)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







